Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2580
1. He is expert _____ physics
- in
2. He said to me, "May you have wealth".— বাক্যটির indirect speech হবে—
- He wished me that I might have wealth.
3.'De facto' means—
- in reality
4. Verb of the word 'new' is —
- renew
5. 'You are not amenable ______ reason. শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে—
- to
6 The synonym of 'Abolish'—
- cancel
7. Choose the correct narration —
He says, 'I am well'.
- He says that he is well
8. Everything hinges ____ what happens next. বাক্যটির শূণ্যস্থানে বসবে—
- Upon
9. ' Scarcely had he come ______ it started raining'. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে—
- when
10. The right expression for 'Am I not' is—
- aren't I?
11. If I ______ you, I would never do it.
- were
12. He has no control _____ himself.
- Over
13. Iron is a useful metal. এখানে ' Iron' শব্দটি কোন Noun?
- Material Noun
14. He has been ill _____ Friday.
- since
15. Mother loves me. Here 'Loves' is an example of the —
- Transitive verb
১৬। বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে?
এই কবিতাংশটুকু কোন কবির রচনা—
- সুকুমার রায়
১৭। সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার —
- গিরিশ চন্দ্র
১৮। 'কবর' কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন?
- শাপলার হাটে
১৯। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?
- চার
২০। কাজী নজরুলের প্রথম রচনা কোনটি?
- বাউন্ডেলের আত্নকাহিনী
২১। সকল দেশের রানী সে যে– আমার জন্মভূমি — চরণটি কোন কবির রচনা?
- দ্বিজেন্দ্রলাল রায়
২২। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক?
- শরৎচন্দ্র
২৩। 'শূণ্যপুরাণ' এর রচিয়তা কে?
- রামাই পণ্ডিত
২৪। 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কে রচনা করেন?
- হুমায়ূন আহমেদ
২৫। 'ডালভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
- মিলনার্থক
২৬। সাম্রাজ্যের চেয়েও বড় রচনায় 'বড়' কে?
- শেকস্ পিয়র
২৭। পল্লী বর্ষা কবিতায় 'রঙ্গিন চিঠি' কোন পথ দিয়ে যায়?
- কেয়া বনের পথ
২৮। 'ফি-বছর' — সঠিক ব্যাসবাক্য কোনটি?
- বছর বছর
২৯। মহত্বের শক্তি প্রবন্ধটির রচিয়তা কে?
- এয়াকুব আলী চৌধুরী
৩০। 'সবুজের অভিযান' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
- বলাকা
৩১। একটি গাড়ি ৩,৫০,০০০ টাকায় খরিদ করা হল। গাড়িটি কত টাকায় বিক্রি করলে শতকরা ১০ টাকা হারে লাভ থাকবে?
- ৩৮৫০০০ টাকা
৩২। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
৩৩। একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ঐ খাদ্য ১০ দিনে শেষ হয়ে গেল। কতজন নতুন ছাত্র ভর্তি হয়েছে?
- ১৫ জন
৩৪। ১১+১৮+২৫+৩২+....... ধারাটির ২৯তম পদের সমষ্টি কত?
- ৩১৬১
৩৫। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ৪৮০০ বর্গমিটার
৩৬। ax²+ (a²+1) x+a কে উৎপাদকে বিশ্লেষন করলে পাওয়া যায়—
- (x+a) (ax+1)
৩৭। 5x–3 = 2x+9 এর সমাধান সেট হবে—
- 4
৩৮। ৮৭৩৬০ মিনিটকে মাস, দিন ও ঘণ্টায় পরিণত করলে পাওয়া যায়—
- ২ মাস ১৬ ঘণ্টা
৩৯। ৮,১০,৭,১১ সংখ্যাগুলোর গড় কোনটি?
- ৯
৪০। ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
- ৯৬
৪১। গুয়ান্তানামে বে বন্দিশালা কোথায় অবস্থিত?
- কিউবা
৪২। সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?
- এইচ১এন১
৪৩। মুদ্রাস্ফীতির কারণ কি?
- টাকার সরবরাহ বৃদ্ধি
৪৪। সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
- হীরা
৪৫। কমলাপুর রে স্টেশনের স্থাপতি কে?
- বব বুই
৪৬। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
- কর্নওয়ালিস
৪৭। ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়—
- পেরিস্কোপ
৪৮। ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
- পাখি পালন বিদ্যা
৪৯। কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
- ফ্রোয়েবল
৫০। ‘ডং’ কোন দেশের মুদ্রার নাম?
- ভিয়েতনাম

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]