Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2135
৪০তম বিসিএস লিখিত পরীক্ষা নির্জেশনা ও সাজেশন্সঃ সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য
পূর্ণমান: ১০০
Part-A: সাধারণ বিজ্ঞান
মান : ৬০

[এ অংশে সাধারণত নয়টি প্রশ্ন থাকে, যার মধ্য থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হয়।]

গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. ক. আলোর উপাদানগুলো লিখুন।
খ. সাদা আলো বিশ্লেষণ করলে যে কয়টি রং পাওয়া যায় সেগুলোর নাম লিখুন।
গ. গামা রশ্মি মানবদেহে কী কী ক্ষতি করে?
ঘ. এক্স-রে ও গামা রশ্মির পার্থক্য লিখুন।

২. ক. আল্ট্রাস্নোগ্রাফি কী?
খ. কীভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?
গ. কীভাবে বজ্রপাত রোধ করা যায়?
ঘ. শূন্য ঘরে লোক ভর্তি ঘর অপেক্ষা উচ্চমাত্রায় শব্দ শোনা যায় কেন?

৩. ক. পাকস্থলীর এসিডিটির জন্য কোন এসিড দায়ী?
খ. কীভাবে পাউরুটি ফোলানো হয়?
গ. প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার লিখুন।
ঘ. খাবার স্যালাইনে লবণ এবং চিনি/গুড় মেশানো হয় কেন?

৪. ক. খর পানি বলতে কী বোঝেন?
খ. পানির অস্থায়ী খরতা কীভাবে দূর করা যায়?
গ. বন্যার সময় দূষিত পানি কী কী উপায়ে বিশুদ্ধ করা হয়?
ঘ. পানির BOD ও TDS কী?

৫. ক. জীবাশ্ম জ্বালানী কী?
খ. কৃষি জমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন।
গ. ডায়াটোমীয় মৃত্তিকা কী?
ঘ. ডায়াটোমীয় মৃত্তিকা কীভাবে গঠিত হয়?

৬. ক. বায়ুর উপাদানগুলো লিখুন।
খ. বায়ুদূষণের কারণগুলো উল্লেখ করুন।
গ. বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো লিখুন।
ঘ. সুউচ্চ পাহাড় বা পর্বতের উপর রান্না করা দুরূহ কেন?

৭. ক. ভিটামিন এ এবং কে এর কাজ লিখুন।
খ. সুষম খাদ্য বলতে কী বোঝেন।
গ. অর্গানিক ফুড বলতে কী বোঝেন?
ঘ. মানবদেহে লৌহের কাজ বর্ণনা করুন।

৮. ক. প্রিজারভেটিভ কাকে বলে?
খ. পাস্তুরাইজেশন কাকে বলে?
গ. DNA টেস্ট কী?
ঘ. ফরেনসিক টেস্ট কেন করা হয়?

৯. ক. রেডিওথেরাপি কী?
খ. কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্থক্য লিখুন।
গ. উচ্চ রক্তচাপ কী?
ঘ. উচ্চ রক্তচাপের কারণগুলো লিখুন।

Part-B: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
মান: ২৫
[এ অংশে সাধারণত বারটি প্রশ্ন থাকে, যার মধ্য থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হয়।]

- পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখুন।
- বাংলাদেশে সর্বপ্রথম কোথায় কখন কম্পিউটার স্থাপিত হয়?
- সুপার কম্পিউটার কী?
- CPU’র বিভিন্ন অংশের নাম লিখুন।
- মাইক্রোপ্রসেসর কাকে বলে?
- RAM ও ROM এর পার্থক্য লিখুন।
- OMR কী? এর ব্যবহার লিখুন।
- Laser Printing প্রযুক্তি বলতে কী বোঝেন?
- ব্লু-টুথ টেকনোলজি সম্পর্কে আলোচনা করুন।
- POST কী? এর ব্যবহার লিখুন।
- কম্পিউটার (সফটওয়্যা)- এর সোর্স কোড কী?
- কাস্টমাইজ প্রোগ্রাম কী?
- Back Up প্রোগ্রাম বলতে কী বোঝায়?
- Operating System কী?
- MS Power Point কী?
- অফিস অটোমেশন কাকে বলে?
- নেটওয়ার্ক টপোলজি কী?
- ফ্লপি ডিস্ক কী?
- ডেটাবেজ মেনেজমেন্ট কী?
- Compiler কী? এটি কীভাবে কাজ করে?
- Multimedia কী? এটি কত প্রকার?

Part-C: বৈদ্যুতিক প্রযুক্তি ও ইলেকট্রনিক প্রযুক্তি
মান: ১৫
[এ অংশে সাধারণত আটটি প্রশ্ন থাকে, যার মধ্য থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়।]

- Hydroelectric power কী?
- জেনারেটর ও মোটরের পার্থক্য লিখুন।
- একটি ড্রাইসেল এর গঠন প্রক্রিয়া উল্লেখ করুন।
- Voltage regulator কী?
- LED কীভাবে কাজ করে?
- ইউপিএস কীভাবে কাজ করে?
- Oscillator কী? এর বৈশিষ্ট্য লিখুন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    1 Replies 
    838 Views
    by tasnima
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]