Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2122
৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্দেশনা ও সাজেশন্সঃ ইংরেজী

ENGLISH
সাধারণ এবং টেকনিক্যাল/পেশাগত-উভয় ক্যাডারের জন্য
Total Marks : 200
PART- A 100
এ অংশে বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ একটি Passage-টির আলোকে ১-৭ নং প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
১. এ অংশে Passage-টির উপর ভিত্তি করে ১০টি প্রশ্ন দেয়া থাকবে। Passage-টির কোনো অংশ হুবহু নকল না করে নিজস্ব বাক্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 30
২. Passage-টিতে ব্যবহৃত কিছু শব্দ দেয়া থাকবে। শব্দগুলোর অর্থ লিখতে হবে, অর্থ অবশ্যই Passage-এর Word গুলোর অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। অথবা, একটি বক্সে শব্দগুলোর সমার্থক কতকগুলো Word দেয়া থাকবে। পরীক্ষার্থীকে প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। 5
৩. একটি Table-এ কিছু শব্দ দেয়া থাকবে এবং Cell ফাঁকা থাকবে। পরীক্ষার্থীকে নির্দেশনা অনুসারে Cell- গুলোতে Parts of Speech অনুযায়ী শব্দটির সঠিক form বসাতে হবে। 5
৪. কিছু শব্দ দেয়া থাকবে। এগুলোর সমার্থক শব্দ লিখতে হবে। সমার্থক শব্দটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। অথবা, কিছু বাক্য দেয়া থাকবে। প্রদত্ত Subordinate- গুলোর মধ্য থেকে উপযুক্ত Subordinate ব্যবহার করে বাক্যগুলো শুদ্ধরূপে লিখতে হবে। 10
৫. কয়েকটি Complex, Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তর করতে হবে। অথবা, কয়েকটি বাক্য দেয়া থাকবে, নির্দেশনা অনুসারে বাক্যে Capitalization, Punctuation এবং Quotation marks ব্যবহার করতে হবে। 10
৬. ১০০ শব্দের মধ্যে প্রদত্ত Passage-টির summary লিখতে হবে। 20
৭. Passage-টির মধ্যে আলোচিত কোনো একটি বিষয় সম্পর্কে সংবাদপত্র প্রকাশের জন্য সম্পাদক বরাবর একটি Letter লিখতে হবে। 20

কিছু নমুনা Passage
- The sad reality is that many of the refugees often live miserable condition in ‘prison like’ camps that lack clean water, food and health care………..And there are several other countries which, despite having strong economic development, have taken in very few refugees.
- Over the last decade, China has become the biggest import partner for Bangladesh………… this is crucial to ensure that projects will deliver expected outputs and the Bangladesh economy benefits from these investments.
- Global warming and climate change have taken disease like dengue and other vactor borne viral diseases to a new dimension……………… Although a few cases of swine flue were detected, there were only two recorded deaths in Bangladesh.
PART-B 100
৮. Essay-লেখার জন্য তিনটি Topic দেয়া থাকবে। ১০০০ শব্দের মধ্যে যে-কোরে একটি Topic-এর উপর Essay লিখতে হবে। 50
কতিপয় নমুনা Topics
- Cyber bullying
- Spirit of 1971
- Impact of Fourth Industrial Revolution in Bangladesh
- Food Security & Crisis.
৯. ইংরেজিতে একটি Passage দেয়া থাকবে। Passageটি বাংলায় অনুবাদ করতে হবে। 25
১০. বাংলায় একটি অনুচ্ছেদ দেয়া থাকবে। অনুচ্ছেদটি ইংরেজিতে Translate করতে হবে। 25
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    16127 Views
    by tasnima
    0 Replies 
    212 Views
    by rana
    1 Replies 
    867 Views
    by tasnima
    0 Replies 
    44 Views
    by bdchakriDesk
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]