Get on Google Play

লিখিত পরীক্ষা বিষয়ক
#2120
৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্দেশনা ও সাজেশন্সঃ বাংলা প্রথম পত্র
বাংলা প্রথম পত্র
পূর্ণমাণ: ১০০
সাধারণ এবং টেকনিক্যাল/পেশাগত-উভয় ক্যাডারের জন্য
ব্যাকরণ ৫×৬=৩০
[এ অংশে সাধারণত পাঁচটি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক. শব্দ গঠন
- সর্বনাম পদ কাকে বলে? উদাহরণসহ এর শ্যেণিবিভাগ লিখুন।
- উপসর্গ ও অনুসর্গের পার্থক্য উদাহরণসহ লিখুন।
খ. বানান/বানানের নিয়ম
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
শুদ্ধ বানান
- দধীচি, নিষ্পাপ, কৌতূহল, কঙ্কণ, ত্বরান্বিত, তিরস্কার, মৃন্ময়, মনঃকষ্ট, শিরশ্ছেদ, পুঙ্খানুপুঙ্খ, প্রতিদ্বন্দ্বিতা, আকস্মিক, উচ্ছসিত, অগ্রগায়ণ, আশিস।
গ. বাক্যশুদ্ধি/প্রয়োগ-অপপ্রয়োগ
- অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল আধুনিক রাষ্ট্র।
- অশুদ্ধ: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
শুদ্ধ: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
- অশুদ্ধ: দারিদ্রতা মধুসূদনের শেষ জীবন ঘিরে ফেলেছিল।
শুদ্ধ: দারিদ্র্য মধুসূদনের শেষ জীবন ঘিরে ফেলেছিল।
- অশুদ্ধ: জোতিষী বিদূষী মহিলাটির হস্ত গণনা করল।
শুদ্ধ: জ্যোতিষী বিদূষী মহিলাটির হস্ত গণনা করল।
ঘ. প্রবাদ প্রবচনের নিহিতার্থ
অতি দর্পে হত লঙ্কা, অতি লোভে তাঁতি নষ্ট, অন্ধের হাতি দেখা, কড়ায় গণ্ডায়, খাঞ্জা খাঁ, গোঁফ খেজুরে, ঢাক পেটানো।

ঙ. বাক্য গঠন
নির্দেশনা অনুসারে বাক্যের রূপান্তর করুনঃ
- জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে (সরল)
উত্তরঃ জ্ঞানীদের পথ অনুসরণে দেশের কল্যাণ হবে।
- বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। (জটিল)
উত্তরঃ যার বিদ্যা আছে, তিনি সর্বত্র আদরণীয়।
- আজ চাঁদ উঠেছে। (নেতিবাচক)
উত্তরঃ আজ চাঁদ ঢাকা পড়েনি।
- জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন। (প্রশ্নবোধক)
উত্তরঃ জীবনানন্দ দাশ কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি?
- আমার দ্বারা এ কাজ হবে না। (হ্যাঁ-বাচক)
উত্তরঃ আমার দ্বারা এ কাজ অসম্ভব।
ভাব সম্প্রসারণ ২০
[এ অংশে দুটি প্রশ্ন থাকে। এক্ষেত্রে যেকোনো একটির উত্তর করতে হয়।]
- সৌজন্যই সংস্কৃতির পরিচয়।
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
- যে জাতি জীবনহারা অচল অসাড়
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।
সারমর্ম ২০
[এ অংশে সারমর্ম সংক্রান্ত দুটি প্রশ্ন থাকে। এক্ষেত্রে যেকোনো একটির উত্তর করতে হয়।]
- অহংকার-মদে কভু নহে অভিমানী।
………………………………………………….
মানুষ তারেই বলি মানুষ কে আর?
- আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
……………………………………..
একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন।
- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
………………………………………………………………
শিখছি সে সব কৌতূহলে সন্দেহ নেই মাত্র।

বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক প্রশ্ন ৩×১০=৩০
[এখানে দশটি প্রশ্ন থাকে এবং সবগুলোর উত্তর দিতে হয়।]
- চর্যাপদে চিত্রিত দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন।
- অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন।
- ’লায়লী-মজনু’ কাব্যের প্রেমের স্বরূপ আলোচনা করুন।
- মধ্যযুগে মুসলিম কবিরাও বৈষ্ণব পদ রচনা করেছেন-এর কারণ ব্যাখ্যা করুন।
- বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের ভূমিকা পর্যালোচনা করুন।
- জীবনী সাহিত্য বলতে কী বোঝেন?
- ’মনসামঙ্গল’ কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করুন।
- রোসাঙ্গ রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিন।
- বাংলা সাহিত্যে ‘সবুজপত্র’ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন।
- ’বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসই কিন্তু রোমান্সমূলক’ - বুঝিয়ে লিখুন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7492 Views
    by tumpa
    0 Replies 
    6438 Views
    by Romana
    0 Replies 
    132453 Views
    by rafique
    0 Replies 
    2886 Views
    by shahan
    0 Replies 
    3960 Views
    by kajol

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]