Get on Google Play

প্রস্তুতি সহায়ক বই সমুহ ও সেগুলোর মান এবং সঠিক বই নিয়ে আলোচনা
#636
বিসিএস পরীক্ষার বাধা পেরোনোর জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু আপনার এই পরিশ্রমের সঙ্গী কে হবে?? নিশ্চই ভালো কিছু বই, আর হ্যা এরকম কিছু বই ই পারে আপনাকে নির্ধারিত গন্তব্যে পৌছে দিতে। বিসিএস এর প্রিলিঃ ও লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে??? অনেকেই এইসব প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে ভোগে থাকেন।

আমরা জানি যে প্রথমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় । প্রিলিমিনারি পরীক্ষা উত্তরণের পর সময় হয় লিখিত পরীক্ষার । তখনই শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসে লিখিত পরীক্ষার জন্য কি কি বই প্রয়োজন বা বিসিএস এর জন্য কোন বই গুলো ভাল হবে?? অনেকে আবার কোন চাকরি পরীক্ষার জন্য কোন বই পড়বে সেটা নিয়েও দ্বিধায় পড়ে যায়। যাইহোক, আপানাদের সেইসব প্রশ্নের উত্তরের জন্যই আজকের এই পোষ্ট।

আজকে এখানে আমি এমন কিছু বইয়ের তালিকা করে দিয়েছি যেগুলো বিসিএস প্রিলিমিনারি, লিখিত উভয় পরীক্ষার জন্য কাজে লাগবে। বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য মৌলিক বইসমূহের তালিকা দেওয়া হলো। এই বই গুলো বিসিএস, চাকরির পরীক্ষা সহ যেকোন প্রতিযোগীতামূলক ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে।

🎯 সকল বিষয়ের জন্য যেসব বই অনুসরণ করতে হবেঃ
১. জব সল্যুশন – প্রফেসর
২. মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স
৩. প্রফেসর, mp3 অথবা ওরাকল যেকোন সিরিজের এক সেট বই
৪. দৈনিক পত্রিকা (বাংলা+ইংরেজি)
৫. বিগত বছরের সকল বিষয়ের প্রশ্ন সমাধান

🎯 বাংলার প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ (বাংলা সাহিত্যের ইতিহাস)
২. কতো নদী সরোবর – হুমায়ুন আজাদ (বাংলা ভাষার ইতিহাস)
৩. বাংলা ভাষা ও সাহিত্য
জিজ্ঞাসা – সৌমিত্র শেখর
৪. মাধ্যমিক বাংলা ১ম ও ২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)
৫. ভাষা ও শিক্ষা – হায়াৎ মামুদ
৬. বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম
৭. অগ্রদূত বাংলা – মফিজুল ইসলাম মিলন
৮. বাংলাপিডিয়া থেকে “ বাংলা সাহিত্য ” অংশ
৯. শীকর – মোহসিনা নাজিলা (গ্রন্থ সমালোচনা) Click Here to Pdf Download

🎯 ইংরেজি র প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
1. Applied English Grammar and Composition – P. C. Das.
2. A Passage to the English Language – S. M. Zakir Hossain.
3. Saifur’s Student Vocabulary.
4. English for Competitive Exams – Md. Fazlul Haque.
5. English Grammar – Raymond Murphy.
6. Common Mistakes in English – T. J. Fitikides.
7. An ABC of English Literature – Dr M Mofizar Rahman.
8. Saifur’s IELTS Writing

🎯 সাধারণ জ্ঞানে র প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. নতুন বিশ্ব/ আজকের বিশ্ব
২. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৮ম, ৯ম-১০ম শ্রেণি)
৩. ইতিহাস – (৯ম-১০ম শ্রেণি)
৪. পৌরনীতি – (৯ম-১০ম শ্রেণি)
৫. সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি – মো: আব্দুল হালিম
৬. অর্থনৈতিক সমীক্ষা
৬. বাংলাদেশ ও বিশ্ব মানচিত্র

🎯 গণিতের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. সাধারন গণিত (৬ষ্ট-১০ম শ্রেণি)
২. উচ্চতর গণিত (৯ম-১০ম শ্রেণি)
৩. উচ্চতর গণিত (১১শ-১২শ শ্রেণি)
৪. গণিত স্পেশাল (প্রফেসর প্রকাশনী)
৫. “খায়রুল’স ম্যাথ”/শর্টকাট ম্যাথ

আরো পড়ুন:
১০ম থেকে বর্তমান পর্যন্ত সকল বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন সমাধান

🎯 বিজ্ঞানের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. সাধারণ বিজ্ঞান (৮ম, ৯ম-১০ম শ্রেণি)
২. পদার্থবিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৩. জীববিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৪. রসায়ন বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৫. ডা. জামিল’স দৈনন্দিন বিজ্ঞান

🎯 কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি র প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. Easy কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – জর্জ সিরিজ
২. তথ্য ও প্রযুক্তি বই (৯ম-১০ম শ্রেণি)
৩. উচ্চ মাধ্যমিক কম্পিউটার (১ম ও ২য় পত্র)
৪. র্যাডিকেল কম্পিউটার গাইড।

🎯 ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. জর্জ ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা গাইড
২. মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)

🎯 বিসিএস নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসনের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন
১. জর্জ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন গাইড
২.উচ্চ মাধ্যমিক পৌরনীতি (১ম ও ২য় পত্র)

প্রিলিঃ ও লিখিত এই দুই পরীক্ষার সকল বইয়ের তালিকা একসাথে দিয়েছি বলে বইয়ের তালিকাটি একটু বড় মনে হতে পারে। উপরে অনেকগুলো পাঠ্যইয়ের নাম উল্লেখ করা হয়েছে। খুজে দেখুন এই পাঠ্য বইগুলোর অনেক বই ই আপনার ঘরে আছে। এখন পাঠ্য বইগুলোর নাম বাদ দিয়ে হিসেব করুন দেখবেন তালিকাটি অনেক ছোট হয়ে গিয়েছে।

যাইহোক, সবশেষে বলবো প্রতিদিন পড়ার সময় গুরত্বপূর্ণ টপিক গুলো নিয়ে নিজে নিজে একটা নোট তৈরী করুন। এটা আপনার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে রাখবে। তবে মনে রাখবেন শুধু পড়লেই হবেনা, মাথা খাটিয়ে পড়তে হবে । সেজন্য বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে গবেষণা করুন আর বাছাই করে বুদ্ধিমত্তার সাথে পড়ুন।
সকলের জন্য শুভকামনা রইলো.....

সংগৃহিতঃ- Alamin Islam
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    40 Views
    by bdchakriDesk
    0 Replies 
    936 Views
    by mousumi
    0 Replies 
    16124 Views
    by tasnima
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    221 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]