Get on Google Play

প্রস্তুতি সহায়ক বই সমুহ ও সেগুলোর মান এবং সঠিক বই নিয়ে আলোচনা
#629
♦Subject :- English
♦বর্তমানে ইংরেজি নিয়ে লেখালেখির কারণে অনেকেই প্রায়ই ইনবক্সে নক করে জিজ্ঞেস করে যে ভাইয়া / স্যার আমি ইংরেজির জন্য কোন বইটা পড়বো, ভোকাবুলারির জন্য কোন বইটা পড়বো কিংবা আমি কিভাবে ইংরেজিতে Free hand writing লিখতে পারবো ? অনেক সময় অনেকের ব্যস্ততার কারণে উত্তর দেওয়া হয়ে উঠে না। তাই আপনাদের জন্যই আজকে আমপা এ আয়োজন।
আশা করি এই পোস্টটি পড়লে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি একসাথে পেয়ে যাবেন।

♦তাহলে পোস্ট টা ভালো মত পড়বেন। তারপর ভালো লাগলে খাতা তে লিখে রাখবেন ১০ মিনিট সময় নষ্ট করে.....

➢ ইংরেজী তে সমস্যা? না বোঝার কারণে ভালো মত পারেন না ?
➢বিসিএস পরীক্ষা দিবেন এমন ইচ্ছা কিন্তুু ইংরেজী নিয়ে দুঃচিন্তা ?

♦সবার অাগে নিজের মাথা থেকে এটা সরান যে, অামি এটা ওটায় দুর্বল। কি করবো না করবো?
সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করুন । আপনি নিজেকে বলুন আমি অবশ্যই পারবো। প্রশ্ন করুন ইতিবাচক উপায়ে, আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে, নেতিবাচক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন একেবারে । কারণ নেতিবাচকতা আপনার ইংরেজি শেখার প্রধান অন্তরায়। এসব নেগেটিভ কথা অাপনাকে অারো বেশি পিছিয়ে রাখবে।
♦You are your best investment . Develop a passion for learning.If you do, you will never cease to grow.
সুতরাং, অাপনি কোন কিছুতে দুর্বল না এটা মাইন্ড-এ সেট করুন। অাপনার অভ্যাস নাই তাই অাপনি পারেন না। এটা অাপনার দুর্বলতা না, এটা অাপনার চর্চার অভাব.... Better to stick your mind that I am okay with my English but I have to progress my level higher and higher. now come to the main point.

➢ অাপনি যদি একেবারে বেসিক থেকে ইংরেজী চর্চা করতে চান তাহলে অাপনি নিজের জীবনের ৬ মাসকে ৩ টা স্টেজ এ ভাগ করুন।
♦৪৫ দিন > বেসিক শুধু চর্চা করবেন । বেসিকের বাইরে অন্য কোন কিছু করার দরকার নাই। বেসিক বলতে Basic grammar, reading newspaper,listening & specking etc .

➢➢আপনাকে যা যা করতে হবেঃ
✪ Grammatical Rule কমপক্ষে ১৫ টা।
✪ ১৫ টা নিউজপেপার পড়েন ৪৫ দিনে।
✪ ১৫ টা speech শুনেন ৪৫ দিনে।
✪ Translation কমপক্ষে ২ টা।
✪ Appropriate preposition ১০ টা।
✪ Group verb কমপক্ষে ১০ টা।
✪ Sentence making structure ৫ টা।
✪ নতুন ভোকাবুলারি কমপক্ষে ২০ টা ।
✪ ১৫ টা নিউজপেপার পড়েন ৪৫ দিনে।
✪ ১৫ টা speech শুনেন ৪৫ দিনে।

➢➢মুভি দেখবেন গুনে গুনে ৩০ টা English (with English subtitle)
এ ২ টা পার্ট ৪৫ দিনের কাজ করার সময় অাপনি যখন কোন নতুন শব্দের সাথে পরিচিত হবেন তা লিখে রাখবেন অার মাথায় সেট করবেন। If you don’t push yourself then you will never make your dream true.
➢➢ ১৩৫ দিন >
বিসিএস এর সিলেবাস টা দেখে টপিক গুলো খাতাতে লিখবেন। তারপর মিলিয়ে দেখবেন অাপনি more than 80% টপিক শিখে ফেলছেন।
Translation : ট্রান্সলেট করার অভ্যাস টা অাপনি নিজের ৯৫ দিনের পার্ট থেকে শুরু করতে পারেন। Financial express পড়বেন অার তা বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করবেন।
Never let you down when you make any decision. Do your best to make it true.
In the end, I disclaim to you that A person that gets up off canvas and keeps growing, thats the person will continue to grow their influence.

♦Grammar এর জন্য আপনি যে বইগুলো পারেনঃ
১. আপনি যদি একদম ব্যাসিক লেভেল থেকে শুরু করতে চান তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি
✪ A Passage to English Language - S M Zakir Hussain
✪ Applied English Grammar- Shakhawoat Hossen
✪ An Ambrosia of English Grammar- Rahat Hossain Khan
✪ Master- by Jahangir Alam.
✪ Potential English Grammar & Composition - M.A. Khalil
✪ Common mistakes in English- T.J.Fitikides.

আর যদি মনে করেন আপনার বেসিকটা মোটামুটি ভালো এবং হাতে সময়ও কম, দ্রুত শেষ করতে চান তাই একটা শর্টকাট টেকনিকের বই দরকার তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে English For Competitive Exams টা চোখ বন্ধ করে কিনে ফেলুন।

♦English literature পার্ট পড়ার জন্যঃ
✪ Short but Smart English Literature-Mahbub Shakil.
( বিখ্যাত সব লেখকের জীবনী অার বই, উপন্যাস সম্পর্কে জানলেই হবে। এ বইটিতে সহজ সাবলিল উপস্থাপনা আর মনে রাখার সহজ টেকনিকে নিঃসন্দেহে বর্তমান বাজারের সেরা একটি বই।)
বই টা কিনবেন। ৭ দিনে পড়ে ফেলতে পারে এ স্টেজ এ। তখন কমন ভুল গুলো হবেনা তেমন।
✪ An Handbook on English Literature- Sharif Hossain Ahmad Chowdhury
✪ ABC of English Literature- M. Mofizur Rahman.

♦সমস্যা যদি হয় Focus writing, Report Writing, Passage Translation, বা Essay Writing এ তখন আপনি নিচের বই তিনটা নিতে পারেন
✪How to Learn written English- Mostafa Kamal.
✪Effective Writing Skill for Advanced Learners (S M ZAKIR HUSSAIN)
✪সাইফুর্স Writing & Translation.

♦ আপনার টার্গেট যখন Bank/BCS/IBA(MBA) তখন আপনি পড়তে পারেন:-
✪ Oracle Vocabulary with Mnemonic.
✪ Bank Vocabulary (Arifur Rahman)
✪ Bank Job's English

Edited & Written Bʏ : S M Shamim Ahmed
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1508 Views
    by Abrar

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]