Get on Google Play

প্রস্তুতি সহায়ক বই সমুহ ও সেগুলোর মান এবং সঠিক বই নিয়ে আলোচনা
#377
আকাশে নানান কথা উড়েছিল, উড়ছে এবং উড়বে এটাই স্বাভাবিক। তবে যারা ৪০ তম এর জন্য প্রস্তুতি নিবেন তারা এটা মাথায় নিয়েই প্রস্তুতি শুরু করুন যে, ৪০ তম এর সার্কুলার ২০১৮ সালেই হচ্ছে। তার মানে আপনি সময় পাচ্ছেন সর্বসাকুল্য অল্প কয়েক মাস। কাজেই নিজের স্টাডিকে কম্পিটিটিভ করে তুলতে নিচের বইগুলো সাজেস্ট করছি, অতি দ্রুত বইসেট কিনে শুরু করে দিন। সাফল্য আসবেই ইনশাআল্লাহ।

✔Digest, mp3 , প্রফেসরস , ওরাকল যে কোন দুই সেট বই কিনবেন ৷
✔গণিত : শাহীন ম্যাথ ,
✔mp3
✔প্রফেসরস
✔ Applied english grammar
✔English for competitive exams
✔A handbook literature
✔ common mistakes in english
✔ Mp3
✔ নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরন
✔প্রফেসরস বাংলা
✔কম্পিউটার : প্রফেসরস ও mp3
✔বিজ্ঞান : mp3 , প্রফেসরস
✔মেন্টাল এবিলিটি : mp3
✔প্রশ্ন ব্যাংক : প্রফেসরস
✔জব সলুশন : প্রফেসরস
✔নতুন বিশ্ব প্রফেসরস
✔ওরাকল Vocabulary with mnemonic
✔ প্রথম আলো ও ডেইলি স্টার গুরুত্বপুর্ণ তথ্য নোট করবেন ৷
✔কারেন্ট অ্যাফেয়ার্স ও ওয়াল্ড
●লাল নীল দিপাবলী
●কত নদী সরোবর
●বাংলা সাহিত্য ( সৌমিত্র শেখর )
★ ৪০ তম প্রিলি মডেল টেস্ট।

সব গুলো না কিনলেও যারা সিরিয়াস পরীক্ষার্থী তাদের হাতে কিন্তু সময় নাই। সম্ভাব্য সকল বিকল্প বই পড়তে হবে। কারন প্রিলিতে এমন ভাবে পড়তে হয় যাতে লিখিত কিংবা ভাইভায় কাজে লাগে।
সুতরাং জীবনে প্র‍থম বিসিএস এ সফলকাম হতে হলে দয়া করে একটি মুহুর্ত নষ্ট না করে অস্থির পড়াশোনা শুরু করুন, সাফল্য আসবেই ইনশাল্লাহ। সকলের জীবনে আগামির সূর্য দীপ্তিময় হউক এটাই কাম্য।

সবার জন্য শুভ কামনা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1513 Views
    by rafique
    0 Replies 
    1398 Views
    by raihan
    0 Replies 
    2299 Views
    by rafique
    0 Replies 
    2044 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25274 Views
    by shanta

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]