- Mon Apr 07, 2025 9:03 pm#8450
স্যাম নুজোমা(১২মে ১৯২৯- ৮ই ফেব্রুয়ারি ২০২৫)
নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ।তিনি ১৯ এপ্রিল ১৯৬০ সালে South West Africa People’s Organisation (SWAPO) নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করেন। এরপরই তিনি ১৯৯০ সালে নামিবিয়ার স্বাধীনতার জন্য লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি ২১ মার্চ ১৯৯০ নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সালে সংসদে একটি আইন পাশের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে নামিবীয় জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২১ মার্চ ২০০৫ পর্যন্ত নামিবিয়ার নেতৃত্বে ছিলেন নুজোমা।
নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ।তিনি ১৯ এপ্রিল ১৯৬০ সালে South West Africa People’s Organisation (SWAPO) নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলন প্রতিষ্ঠা করেন। এরপরই তিনি ১৯৯০ সালে নামিবিয়ার স্বাধীনতার জন্য লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি ২১ মার্চ ১৯৯০ নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সালে সংসদে একটি আইন পাশের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে নামিবীয় জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২১ মার্চ ২০০৫ পর্যন্ত নামিবিয়ার নেতৃত্বে ছিলেন নুজোমা।