Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#8443
প্রতুল মুখোপাধ্যায় ( ২৫জুন ১৯৪২ -১৫ ফেব্রুয়ারি ২০২৫ ): বাংলা গানের প্রথিতযশা শিল্পী এবং গীতিকার । তিনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় প্রথম সুরারোপ করেন । তার বিখ্যাত গান আমি বাংলায় গান গাই ২০০৬ সালে বিবিসি বাংলার এক শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান –এর তালিকায় ষষ্ঠ স্থান লাভ করে। তিনি বাংলা ১৪০০ সনের পহেলা বৈশাখ (১৯৯৩ সাল) লিখেন আমি বাংলায় গান গাই গানটি। তার প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন (১৯৮৮ সাল) । পরবর্তী সময়ে তিনি যেতে হবে, ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা , হযবরল , দুই কানুর উপাখ্যান , আঁধার নামে সহ একাধিক জনপ্রিয় গানের অ্যালবাম উপহার দেন।