Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
By sakib
#8423
শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অব্স্থায় পুলিশ যখন রিকশার পা-দানিতে তুলে দেয়, তখনো নাফিজ রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। এ দৃশ্য দেখে মনে হয় নাফিজ নয়, যেন রিকশার পাদানিতে ঝুলছিল এক টুকরো বাংলাদেশ । বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ গোলাম নাফিজের মরদেহ বহনকারী (রিক্সাচালক নুর মোহাম্মদ) রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়। জন্ম : ২০০১ সালে , পিতার নাম : গোলাম রহমান , মাতার নাম : নাসিমা আক্তার , গ্রামের বাড়ী: ব্রাহ্মণবাড়িয়া । উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: নৌবাহিনী কলেজ, ঢাকা , মৃত্যু : ৪ আগস্ট ২০২৪ , মৃত্যুর স্থান : ফার্মগেট খামারবাড়ী মৃত্তিকা ভবনের সামনে।