Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#8364
অধ্যাপক মো. আনিসুর রহমান (২২ জুলাই ১৯৩৩ -৫ জানুয়ারি ২০২৫ ): খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা ঘোষণাপত্র তৈরিতে সহায়তা করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ : উন্নয়ন জিজ্ঞাসা , অপহৃত বাংলাদেশ , অসীমের স্পন্দ-রবীন্দ্রসংগীত বোধ ও সাধনা , যে আগুন জ্বলেছিল মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ , পার্টিসিপেশন অব দি রুরাল পুয়োর ইন ডেভেলপমেন্ট, মাই স্টোরি অব ১৯৭১ , একুশে ও স্বাধীনতা, বাংলাদেশের অর্থনীতি এবং সমাজবাস্তবতা , পথে যা পেয়েছি।