- Mon Jan 20, 2025 9:22 pm#8342
২০১৭ সালে আনসার আল-দ্বীন ফ্রন্ট , জায়েশ আল –সুন্নাহ,লিওয়া আল-হক্ক, তাহরিকু নুরুদ্দিন আল-জেনকি মুভেন্ট ও নিজের জাভাত ফাতেহ আল-শাম নিয়ে হায়াত তাহরির আল-শাম (HTS) গঠন করেন জোলানি । HTS’র প্রধান লক্ষ্য ছিল বাশার আল-আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। ২০১৭ সালের নভেম্বরে আল-জোলানি নেতৃত্বে সিরিয়ার ইদলিব প্রদেশে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট (SSG) প্রতিষি্ঠত হয়,যা কার্যত HTS’র প্রশাসনিক শাখা। এই সরকারের অধীনে ইদলিব পরিচালিত হতো। জাতিসংঘ , যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য এবং অন্যান্য করেয়কটি দেশ HTS’কে আল – কায়েদার সহযোগী হিসেবে বিবেচনা করে।