- Thu Jan 16, 2025 9:54 pm#8303
সি.বি. জামান (মৃত্যু : ২০ ডিসেম্বর ২০২৪): চলচিত্র পরিচালক ও অভিনেতা । তিনি আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচিত্র –ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২) , পুরস্কার (১৯৮৩),শুভরাত্রি(১৯৮৫), হাসি (১৯৮৬),লাল গোলাপ(১৯৮৯) ও কুসুম কলি (১৯৯০) । তার পরিচালিত চলচিত্র পুরস্কার ১৯৮৩ সালে পাঁচটি বিভাগে জাতীয় চলচিত্র –পুরস্কার লাভ করে।