- Sun Jan 12, 2025 3:37 pm#8254
তার পৈতিক নিবাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে । তিনি কুষ্টিয়ার সাঁগুতায় ১৮৪৭ সালে তার নানা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য রচনা হলো রত্নবতী (১৮৬৯),গাজী মিয়ার বস্তানী ,বিষাদ সিন্ধু (১৮৮৫-১৮৯১),উদাসীন পথিকের মনের কথা (১৮৯০)।
নাটকঃ কসন্ত কুমারী(১৮৭৩),জমিদার দর্পণ (১৮৭৩) প্রভৃতি। ১৯১২ সালে মৃত্যুর পর পদমদিদে তাকে সমাধিস্থ করা হয়।
নাটকঃ কসন্ত কুমারী(১৮৭৩),জমিদার দর্পণ (১৮৭৩) প্রভৃতি। ১৯১২ সালে মৃত্যুর পর পদমদিদে তাকে সমাধিস্থ করা হয়।