- Sat Jan 11, 2025 6:31 pm#8243
দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক , প্রাবন্ধিক , পণ্ডিতজ্ঞ, পরিসংখ্যানবিদ এবং দাবাড়ু। তার পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে । জন্ম ১৮৯৭ সালে । ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি (১৯৭৪) প্রদান করা হয়। তার উল্লেখযোগ্য সংকলন হলো নজরুল কাব্য পরিচিতি , সিম্পোজিয়াম , আলোক বিজ্ঞান প্রভৃতি।