Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#7351
ফরিদ উদ্দীন
প্রথম স্থান অধিকারী
১০ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা

আমার বিশ্বাস, একটি চাকরিকে টার্গেট করে পড়াশোনা করলে সাফল্য আসবেই।
বিসিএস ব্যাংকসহ অন্যান্য চাকরির কথা ভুলে আমার ধ্যান – জ্ঞান ছিল সহকারি জজ হওয়া ।
আমাদের সমস্যা হচ্ছে একেক সময় ধরনের পড়াশোনা করি । ফলে আমরা jack of all trades,master of none. জুডিশিয়ারির সিলেবাস নিয়ে পড়ে থাকলে ,আমি নিশ্চত ,প্রথমবারের জজ হওয়া যাবে অথবা পরেরবার কিংবা তার পরেরবার । হওয়াটাই বড় কথা । বিশাল বড় সিলেবাস দেখে অনেকেই খেই হারিয়ে ফেলে । ভাবছেন , আগে পড়া নেই ,এই কয় দিনে্ এত বড় সিলেবাস কীভাবে শেষ করব ? আগে খুব বেশি পড়া আমারও ছিল না । জজ হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এবং বিশাল বড় সিলেবাস দেখে this is the last time বলে ঝাঁপিয়ে পড়েছিলাম । আইনে ছাএ হিসাবে আইনের বই গুলোতে কোথায় কি আছে স্বাভিকভাবেই জানা ছিল্ । আমার এলএলবিতে সেকেন্ড ক্লাস, এলএলএমে ফাস্ট ক্লাস। এই রেজাল্ট নিয়ে কোনো দিন হীনস্মন্যতায় ভুগিনি। জানতাম, আমি কী করতে পারি ! আগে প্রিলির প্রশ্নের ধরন কেমন হবে ,সেটি একটি ধাধার মতো ছিল। এখন মোটামুটি নিশ্চিত যে আইন থেকে ৬০থেকে ৮০টি প্রশ্ন হবে । বাকি প্রশ্ন গুলো করা হবে ইংরেজি ,বাংলা, সাধারন জ্ঞান, গনিত, বিজ্ঞান থেকে । প্রিলিতে ৫০ পেলেই পাস । প্রিলির নম্বর যেহেতু যোগ হয়না এবং ৫০ পেলেই পাস সেহেতু প্রিলিতে ফাস্ট -সেকেন্ড হওযার জন্য পরিনি।আমি যেটা করেছি সেটা হলো, আমার পছন্দের কিছু সাবজেক্ট ভালো করে পরেছি। পছন্দের তালিকায় সেসব সাবজেক্ট রেখেছিলাম, যেগুলো রিটেন ও ভাইভায় কাজে লাগবে । প্রিলির প্রশ্ন নিয়ে বিশ্লেষন করে দেখেছি , কোথা থেকে প্রশ্ন বেশি আসে । একটা খাতায় সেই সব টপিক লিখে সেগুরলা বিভিন্ন বই থেকে পড়ে ফেলেছি । যেসব বিষয় ভুলে যেতে পারি , সেগুলো নোট করেছি । প্রিলির প্রশ্ন বিশ্লেষন করলে দেখা যায় ২০-৩০ মার্কের যে সাধারন বিষয়াবলি থেকে প্রশ্ন আসে , সেগুলো কমন ফেলা কঠিন । বেসিক ভালো হলে এমনিতেই পারা যায় । তাই এ বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে আইন ভালো কলে পড়েছি । সিপিসি , সিআরপিসি, অ্যাভিডেন্সে অ্যাক্ট , স্পেসিফিক রিলিফ অ্যাক্ট , পেনাল কোড , সাংবিধানিক আইন , মুসলিম ও হিন্দু আইন , ভূমি আইন , নারি ও শিশু নির্যাতন দমন আইন-মোটামুটি এই বিষয়গুলো বেশি পড়েছি । আমার মনে হয়েছে , সাধারন বিষয়াবলির জন্য প্রিলি ডাইজেস্টই যথেস্ট । এতে প্রচুর তথ্য থাকে । প্রিলিতে ম্যাথ খুব বেশি আসে না । সাধারন সূত্রের প্রয়োগ সংবলিত ম্যাথগুলো করে রাখা ভালো । সাম্পতিক বিষয় পড়ে মাথা নষ্ট না করাই শ্রেয় । তবে চোখ -কান খোলা রাখা ভালো। সাম্প্রতিক বিষয় পড়ে মাথা নষ্ট না করাই শ্রেয়। তবে চোখ-কান খোলা রাখা উচিত।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    890 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1736 Views
    by bdchakriDesk
    0 Replies 
    535 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1921 Views
    by mousumi
    0 Replies 
    17436 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]