Let's Discuss!

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#5760
বদরউদ্দিন আহমদ কামরান
১ জানুয়ারি ১৯৫১-১৫ জুন ২০২০
১.সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে?
-বদরউদ্দিন আহমদ কামরান।

ব্যারিস্টার রফিক-উল-হক
২ নভেম্বর ১৯৩৫-২৪ অক্টোবর ২০২০
১.ব্যারিস্টার রফিক-উল-হক কোথায় জন্মগ্রহণ করেন?
-কলকাতার সুবর্ণপুর গ্রামে।
২.তিনি দেশের কততম অ্যাটর্নি জেনারেল ছিলেন?
-ষষ্ঠ।
৩.ব্যারিস্টার রফিক-উল-হক কী হিসেবে খ্যাত ছিলেন?
-আইনের বাতিঘর।

সাইফুল আজম
১৯৪১-১৪ জুন ২০২০
১.সাইফুর আজম কোন দেশসমূহের বিমানবাহিনীর বৈমানিকের দায়িত্ব পালন করেন?
-বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান ও ইরাক।

শেগুফতা বখত চৌধুরী
১৯৩১-১১ নভেম্বর ২০২০
১.শেগুফতা বখত চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
-হবিগঞ্জ।
২.তিনি বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর ছিলেন?
-চতুর্থ।
৩.তিনি কোন সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন?
-১৯৯৬ সালে।

সাইদা খানম
২৯ ডিসেম্বর ১৯৩৭-১৮ আগস্ট ২০২০
১.বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানমের জন্ম কোথায়?
-পাবনা।
২.তার ডাকনাম কী?
-বাদল।
৩.তিনি কবে একুশে পদক লাভ করেন?
-২০১৯ সালে।
৪.তার রচিত উপন্যাসত্রয়ী কী কী?
-ধূলোমাটি, আমার চোখে সত্যজিৎ রায়, এবং স্মৃতির পথ বেয়ে।