Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#5697
আব্দুল খালেক
মৃত্যু ৩০ জুলাই ২০২০
১.বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কোথায় জন্মগ্রহণ করেন?
-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে।
২.মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি কোন খেতাবে ভূষিত হন?
-বীর বিক্রম।

কামাল লোহানী
২৬ জুন ১৯৩৪- ২০ জুন ২০২০
১.সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী কোথায় জন্মগ্রহণ করেন?
-সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সনতলা গ্রামে।
২.তার পারিবারিক নাম কী?
-আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।
৩.তিনি কবে বাংলাদেশের বিজয়ের খবর বেতার মাধ্যমে প্রথম পাঠ করেন?
-১৬ ডিসেম্বর ১৯৭১।
৪.তিনি কবে একুশে পদক লাভ করেন?
-২০১৫ সালে।

অধ্যাপক হাশেম
১০ জানুয়ারি ১৯৪৭-২৩ মার্চ ২০২০
১.আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী অধ্যাপক হাশেম কোথায় জন্মগ্রহণ করেন?
-নোয়াখালী সদর থানার চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে।
২.তার লেখা উল্লেখযোগ্য গান কী কী?
-আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্ট্রিক ভাই/ হেনী মাইজদী চৌমুহনীর নাম কে হুনে নাই, আল্লায় দিসে বাইল্লার বাসা নোয়াখাইল্লা মাডি, নোয়াখালীর দক্ষিণে দি উইটসে নোয়া চর।

মোহাম্মদ নাসিম
১.সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম কোথায় জন্মগ্রহণ করেন?
-সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায়।
২.তার পিতার নাম কী?
-ক্যাপ্টেন এম মনসুর আলী।

আজাদ রহমান
১ জানুয়ারি ১৯৪৪-১৬ মে ২০২০
১.গায়ক, সুরকার, গীতিকবি ও সংগীত পরিচালক আজাদ রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
-পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়।
২.বাংলা খেয়ালের প্রবর্তক কে?
-আজাদ রহমান।
৩.দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’র সুরকার কে?
-আজাদ রহমান।
৪.তিনি কণ্ঠশিল্পী হিসেবে কবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান?
-১৯৯৩ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]