Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1614
1. He jumped --------- the wall and --------- the garden.
a.by, on
b.over , into
c.along , up
d.up to , out of
Ans: over, into

2. I couldn't get in --------- the door so I had to climb --------- a window. a.up , along
b.out of, into
c.between, into
d.through, in
Ans: through, in

3. Sally left school --------- the age of 16 and went to work --------- a bank. a.at, in
b.under, around
c.through, in
d.out of, in
Ans: at, in

4. They drove through the countryside --------- they were staying in France. a.in
b.during
c.while
d.when
Ans: while

5. He looks upset, I think he took the criticism---------he­art.
a. to
b. about
c. in
d. of
Ans: to

6. He confided-------- me.
a.about
b.in
c.on
d.of
Ans: in

7. I am good-------- tennis.
a. about
b. in
c. at
d. of
Ans: at

8. Chaucher is the representative poet of a. 15th century
b. 14th century
c. 16th century
d. 13th century
Ans: 14th century

9. Which period is known as romantic and victorian period?
a. 1660-1700, 1798-1832
b. 1700- 1745, 1745- 1798
c. 1745-1798, 1600- 1745
d. 1798-1832, 1832-1901
Ans: 1798-1832, 1832-1901

10. The elizabethan period is known as
a. 1st half of 16th century
b. 1st half of 17th century
c. 2nd half of 16th century
d. 2nd half of 17th century
Ans: 2nd half of 16th century

11. Which period is known as the golden period of English literature? a. Victorian period
b. Elizabethan period
c. Restoration period
d. Eighteenth century
Ans: Elizabethan period

12. William Shakespeare was an Englsih dramatist and poet of
a. 15th
b. 16th
c. 14th
d. 17th
Ans: 16th

13. Who is poet of poets?
a. Edmund Spenser
b. Sir Thomas Wyatt
c. John Milton
d. Jhon Dryden
Ans: Edmund Spenser

14. Who is not called Metaphysical poet? a. John donne
b. Andrew marvell
c. George herbert
d. Alfred tennyson
Ans: Alfred tennyson

15. Charles dickens and Alfred tennyson is the representatives of
a. Romantic age
b. Augustan age
c. Victorian age
d. Neoclassical age
Ans: Victorian age

16. Who is the father of short story?
a. T. S Eliot
b. Emilly bronte
c. Thomas hardy
d. Edger allan poe
Ans: Edger allan poe

17. Who is the father of English novel?
a. Francis bacon
b. Geoffrey chaucher
c. King alfred the great
d. Henry fielding
Ans: Henry fielding

18. Who is known as poet of nature?
a. S T coleridge
b. William wordsworth
c. John keats
d. P B Shelley
Ans: William wordsworth

19. Francis Bacon is a/an
a. Novelist
b. Dramatist
c. Poet
d. Essayist
Ans: Essayist

20. Who is both poet and painter?
a. William blake
b. William wordsworth
c. John keats
d. Alfred tennyson
Ans: William blake

21. Art for humanity's sake is the title of which period?
a. Romantic age
b. Augustan age
c. Victorian age
d. Neoclassical age
Ans: Neoclassical age

22. Who was a poet laureate?
a. T. S eliot
b. William wordsworth
c. John keats
d. Robert Browning
Ans: William wordsworth

23. Father of English drama /tragedy
a. Christopher Marlowe.
b. Robert Herrick
c. Sir Thomas Wyattd
d. Robert Southey
Ans: Christopher Marlowe

24. Father of dramatic monologue -
a. Robert Browning
b. Thomas Kyd
c. Robert Herrick
d. John Milton.
Ans: Robert Browning

25. A famous poet who was professionally known as a man of medicine a. Shelley
b. Milton
c. Keats
d. Willam blake
Ans: keats
২৬। বাংলাদেশ কোন সংস্থা থেকে বেশি সাহায্য পায় ?
ক . WB
খ. IMF
গ. EU
ঘ. IDA
উত্তর : ঘ
২৭।বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় কততম ?
ক. ৮ম
খ. ৯ম
গ. ৭ম
ঘ. ৫ম
উত্তর : ঘ ( বিশ্বে ৯ম)
২৮।WTO - এর চুক্তি অনুসারে বাংলাদেশ কোটাবিহীন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কবে ?
ক. ২০১৩
খ. ১৯৯৫
গ. ২০০৫
ঘ. ২০১৫
উত্তর : গ
২৮। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে ?
ক. সৌদি আরব
খ. কাতার
গ. মালয়েশিয়া
ঘ. সংযুক্ত আরব আমিরাত
উত্তর : ক
২৯।বাংলাদেশের পন্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে কোন কে?
ক . ECNEC
খ. NEC
গ. পরিকল্পনা কমিশন
ঘ.অর্থ মন্ত্রাণালয়
উত্তর গ
৩০।বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা???
ক)জাপান
খ)ফ্রান্স
গ)বিশ্বব্যাংক
ঘ)রাশিয়া
উত্তর :ফ্রান্স। নোট :সভাপতি ও সমন্বয়ক-বিশ্ব ব্যাংক
৩১।বাংলাদেশে সরাসরি বিনিয়োগের শীর্ষ দেশ সিংঙ্গাপুর কোন খাতে বেশি বিনিয়োগ করেছে ?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. যোগাযোগ
গ. বিদ্যু
ঘ. তৈরি পোশাক শিল্প
উত্তর :ক
৩২।PRSP প্রণয়ন করেন কোন সংস্থা ?
ক . ECNEC
খ. NEC
গ. পরিকল্পনা কমিশন
ঘ.অর্থ মন্ত্রাণালয়
উত্তর গ
৩৩।ECNEC এর চেয়ারম্যান কে ?
ক. অর্থ সচিব
খ. মন্ত্রিপরিষদ সচিব
গ. অর্থমন্ত্রী
ঘ. প্রধানমন্ত্রী
উত্তর : ঘ
৩৪। সর্বশেষ ঘোষিত শিল্পনীতি কবে ঘোষিত হয় ?
ক. ২০১০
খ. ২০১৫
গ. ২০০৯
ঘ. ২০১৩
উত্তর : ক
৩৫।বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অন্চল কোনটি ?
ক. চট্টগ্রাম অর্থনৈতিক অন্চল
খ. মিরসরাই অর্থনৈতিক অন্চল
গ. কর্ণফুলী অর্থনৈতিক অন্চল
ঘ. খুলনা অর্থনৈতিক অন্চল
উত্তর : খ
৩৬। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কে ?
ক. অর্থ সচিব
খ. মন্ত্রিপরিষদ সচিব
গ. অর্থমন্ত্রী
ঘ. প্রধানমন্ত্রী
উত্তর : ঘ
৩৭। সরকারের গৃহীত ADP এর মেয়াদ কত বছর ?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ১
উত্তর ঘ
৩৮। ১৯৯৮ সালে চালু হওয়া বয়স্ক ভাতা বর্তমানে মাসিক কত ?
ক. ৪৫০ টাকা
খ. ৫০০ টাকা
গ. ৫৫০ টাকা
ঘ. ৬০০ টাকা
উত্তর খ
৩৯। দেশের অভ্যন্তরে উৎপাদিত , বিক্রিত , ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত কর কে কী বলে ?
ক. আবগারি
খ. অবচয়
গ..ট্যাক্স
ঘ. বাণিজ্য শুল্ক
উত্তর : ক
৪০।২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যমাত্রাকে কী বলে ?
ক, ডিজিটাল বাংলাদেশ
খ. মিশন -২০২১
গ. বঙ্গবন্ধুর সোনার বাংলা
ঘ. ভিশন -২০২১
উত্তর : ঘ
৪১।সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা -২০১৬-২০২১ অনুযায়ী দেশের জাতীয় দারিদ্র্যের হার কততে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ?
ক. ১৫%
খ. একেবারে শূন্য
গ. ১৮.৬%
ঘ. ৮.৯%
উত্তর :গ
৪২।সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা ২০১৬-২০২১ অনুযায়ী দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত অর্জন করার
লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ?
ক. ৭.৪%
খ. ৮%
গ. ১০%
ঘ. ৯%
উত্তর : খ
৪৩।সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা ২০১৬-২০২১ অনুযায়ী দেশের রপ্তানি আয় কত নির্ধারণ করা হয় ?

ক. ৫৪.১ বিলিয়ন মার্কিন ডলার
খ. ৫০ বিলিয়ন মার্কিন ডলার
গ. ৪৫ বিলিয়ন মার্কিন ডলার
ঘ. ৫৫ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর : ক
৪৪। বাণিজ্য মন্ত্রাণালয় সাথে সম্পর্কিত ট্যারিফ কমিশন কবে প্রতিষ্ঠা করা হয় ?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৯১
ঘ. ১৯৯৩
উত্তর :ঘ
৪৫।১জুলাই , ১৯৯১ সালে চালু হওয়া বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি আয় করা পরোক্ষ কর VAT এর বর্তমান হার কত ?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তর : খ
৪৬।বাংলাদেশে চিনিকল কতটি ?
ক. ১৫
খ. ১৭
গ. ১৬
ঘ. ১৮
উত্তর : ক
৪৭। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম ?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর : খ
৪৮। বাংলাদেশ কোন জেলায় অর্গানিক চা বাগান রয়েছে ?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. চট্টগ্রাম
ঘ. পন্চগড
উত্তর : ঘ
৪৯। সরকারি হিসেবে বাংলাদেশে বর্তমানে চা বাগান কতটি ?
ক. ১৬৩
খ. ১৬২
গ. ১৬৬
ঘ. ১৬৪
উত্তর গ
৫০। দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কততম ?
ক. ২য়
খ. ১ম
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর : গ
৫১। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে ?
ক। ভারত
খ. চীন
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর : খ
৫২। তারাকান্দিতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় সার খানা যমুনা সার কারখানায় কী উৎপাদন হয় ?
ক. টিএসপি
খ. ইউরিয়া
গ.. এমওপি
ঘ. কোনটিই নয়
উত্তর ক
৫৩।খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয় ?
ক. বাঁশ
খ. বেত
গ. ধুন্দল
ঘ. গেওয়া
উত্তর : ঘ
৫৪।বাংলাদেশের একমাত্র ওয়াল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ..চট্টগ্রামে
গ..সিলেটে
ঘ. খুলনা
উত্তর খ
৫৫।বাংলাদেশের জি আই পণ্য কতটি ?
ক. ২টি
খ. ৩টি
গ..৪টি
ঘ. ৫টি
উত্তর : ৩টি ( ইলিশ , জামদানি , ক্ষিরশাপাত আম)
৫৬.কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. হরফের ছড়া
খ. গোলাপ ফুটে খুকির হাতে
গ. পশারিণী
ঘ. জয়ের পথে

উত্তরঃ খ

৫৭.পদ্মা নদীর মাঝি কার রচনা?

ক.ফররুখ আহমদ
খ.মানিক বন্দ্যোপাধ্যায়
গ.জসীম উদ্দীন
ঘ.জহির রায়হান

উত্তরঃ খ

৫৮.কোনটি শামসুর রহমানের রচনা?
ক. নিরন্তর ঘন্টাধ্বনি
খ. নির্জর স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ
ঘ. নির্বাণ

উত্তরঃ গ

৫৯.‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ
খ.মীর মোশাররফ হোসেন
গ.গোলাম মোস্তফা
ঘ.কাজী নজরুল ইসলাম

উত্তর: ক

৬০.শামসুর রাহমান খ্যাতি অর্জন করেছেন কোন ধরনের সাহিত্যে?
ক. কাব্য
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস

উত্তরঃ ক

৬১. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?

ক.রোমান্টিসিজম
খ.ক্লাসিসিজম
গ.মার্কসিজম
ঘ.পোস্ট মর্ডানিজম

উত্তরঃ গ

৬২. শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. সহসা সচকিত
গ. উত্তরাধিকার
ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে

উত্তরঃ ঘ

৬৩.কোন বইটি উপন্যাস?
ক. বাংলার কাব্য
খ. বৃত্রসংহার কাব্য
গ. দিবারাত্রির কাব্য
ঘ. মহাশ্মশান
উত্তরঃ গ

৬৪.‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কার রচিত কাব্যগ্রন্থ?
ক. শামসুর রাহমান
খ. জাহানারা ইমাম
গ. ফররুখ আহমেদ
ঘ. আল মাহমুদ

উত্তরঃ ক

৬৫.কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
ক. রৌদ্র করোটিতে
খ. নিজ বাসভূমে
গ. বন্দী শিবির থেকে
ঘ. স্মৃতিপট

উত্তরঃ ঘ

৬৬. ‘শশী, কুসুম’ কোন উপন্যাসের চরিত্র?

ক.পুতুল নাচের ইতিকথা
খ.পদ্মানদীর মাঝি
গ.দিবারাত্রির কাব্য
ঘ.জননী

উত্তরঃ ক

৬৭.প্রশ্নঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির প্রকাশকাল-

ক.১৯৩৬ সালে
খ.১৯১৩ সালে
গ.১৯২৬ সালে
ঘ.১৯৪৬ সালে

উত্তরঃ ক

৬৮.রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়?

ক.৯ ডিসেম্বর
খ.১০ জানুয়ারি
গ.১৫ ফেব্রুয়ারি
ঘ.১০ এপ্রিল
উত্তরঃ ক

৬৯.বেগম রোকেয়ার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ কোনটি?

ক.সুলতানার স্বপ্ন
খ.অবরোধবাসিনী
গ.পদ্মরাগ
ঘ.মতিচুর
উত্তরঃ খ

৭০.সুফিয়া কামাল একজন
ক.ছান্দসিক কবি
খ.গীতিকবি
গ.প্রতিবাদী কবি
ঘ.কোনটিই নয়

উত্তর: খ

৭১.সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন
ক.১৯৯৭ সালে
খ.১৯৯৮ সালে
গ.১৯৯৯ সালে
ঘ.১৯৯৫ সালে

উত্তর: গ

৭২।সুফিয়া কামালের প্রথম গল্প
ক.সাঁঝের মায়া
খ.মায়া কাজল
গ.উদাত্ত পৃথিবী
ঘ.সৈনিক বধূ

উত্তর: ঘ

৭৩. ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ বইটি রচনা করেন-
ক. রাজা রামমোহন রায়
খ. মুরারীমোহন সেন
গ. সুকুমার সেন
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌

উত্তরঃ ঘ
৭৪.ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দো হা

উত্তরঃ ক

৭৫. ড. মুহম্মদ শহীদুল্লাহর শিশুতোষ গ্রন্থ কোনটি?

ক.শেষ নবীর সন্ধানে
খ.রকমারি
গ.বাংলা আদব কি তারিখ
ঘ.প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী

উত্তরঃ ক

৭৬।১৯৯৫ সালে COP -এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক. বন ,জার্মানি
খ. রিও ডি জেনেরিও
গ. নিউ ইয়র্কে
ঘ. মন্ট্রিল , কানাডা
উত্তর : ক
৭৭।কোন সম্মলনে ক্লাসমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় ?
ক. কানকুন
খ. ডারবান
গ. কোপেনহেগেন
ঘ. প্যারিস
উত্তর : গ
৭৮। জলবায়ু বিষয়ক ঐতিহাসিক প্যারিস চুক্তি কততম সম্মেলনে স্বাক্ষরিত হয়?
ক. COP-20
খ. COP-21
গ. COP-22
ঘ. COP-23
উত্তর : খ
৭৯।জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
ক. ১৯৭২
খ. ১৯৯২
গ. ২০০২
ঘ.২০১২
উত্তর : ঘ
৮০।আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে ?
ক.২৩ মার্চ
খ. ২২ এপ্রিল
গ.৫জুন
ঘ.১৩অক্টোবর
উত্তর : সঠিক উত্তর ছিল না। হবে ১৬ সেপ্টম্বর
৮১।পরিবেশ বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াচ কোন দেশের সংস্থা?
ক. হল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ..নিউজিল্যান্ড
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর ঘ
৮২।১৯৯৭ সালে স্বাক্ষরিত ও ২০০৫ সালে কার্যকর হওয়া গ্রিন হাউজ গ্যাস নি: সরণ হ্রাস সংক্রান্ত কিয়োটো প্রটোকল অনুযায়ী ২০০৮-১২ সালে মধ্যে উন্নত দেশ গুলোকে কত শতাংশ হারে CO2 নি:সরণ হ্রাসের লক্ষমাত্রা দেওয়া হয় ?
ক. ৫%
খ. ৭%
গ. ১০%
ঘ.৭.৫%
উত্তর খ
৮৩।১৯৯২ সালে গঠিত হওয়া ও১৯৯৪ কার্যকর হওয়া UNFCCC এর কার্যালয় কোথায় ?

ক. বন ,জার্মানি
খ. রিও ডি জেনেরিও
গ. নিউ ইয়র্কে
ঘ. মন্ট্রিল , কানাডা
উত্তর : ক
৮৪। UNEP ও WMO মিলে গঠিত হওয়া জলবায়ু বিষয়ে সর্বোচ্চ সংস্থা ও ২০০৭ সালে নোবেল পাওয়া
সংস্থা IPCC এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তন বিষয়ক কতটি রিপোর্ট প্রকাশ করেছে ?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তর খ
৮৫।জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদান করা হবে কোন সাল থেকে ?
ক . ২০১৯
খ. ২০২০
গ. ২০২১
ঘ. ২০২৫
উত্তর খ
৮৬।যদি (x - 5)(a + x) = x2 - 25 হয় তবে a এর মান কত?
ক. -5
খ. 5
গ. -25
ঘ. 25
উত্তরঃ খ

৮৭।xyz = 240 হলে নিম্নের কোনটি y-এর মান হতে পারে না?
ক. 0
খ. 2
গ. 5
ঘ. 3
উত্তরঃ ক

৮৮।উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x^2 - 2ax + (a + b)(a - b)
ক. (x + a + b)(x - a - b)
খ. (x + a - b)(x - a - b)
গ. (x - a - b)(x - a + b)
ঘ. (x - a + b)(x + a - b)
উত্তরঃ গ

৮৯।যদি x^3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
ক. 10
খ. 9
গ. -9
ঘ. 2
উত্তরঃ গ

৯০।2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
ক. 10
খ. 12
গ. 15
ঘ. 20
উত্তরঃ ক

৯১. জীবানুবাহিত রোগ নয়--

ক)যক্ষ্মা
খ)হাম
গ)হাপানি
ঘ)ইনফ্লুয়েঞ্জা

উত্তর : গ)হাপানি

৯২. ভাইরাস জনিত রোগ নয় কোনটি??

ক)জন্ডিস
খ)এইডস
গ)নিউমোনিয়া
ঘ)চোখ উঠা

উত্তর : গ) নিউমোনিয়া

৯৩.ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত??

ক)প্লাস্টিড
খ)মাইটোকন্ড্রিয়া
গ)নিউক্লিওলাস
ঘ)ক্রোমাটিন বস্তু

উত্তর : ঘ)ক্রোমাটিন বস্তু

৯৪.কোন রোগের জন্য বিসিজি(B.C.G) টিকা দেয়া হয়??

ক)কলেরা
খ)যক্ষ্মা
গ)ধনুষ্টঙ্কার
ঘ)টাইফয়েড

উত্তর : খ)যক্ষ্মা

৯৫. বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচি চালু হয় কোন সালে??

ক)১৯৭৯
খ)১৯৮৫
গ)১৯৮০
ঘ)১৯৭২

উত্তর : ক)১৯৭৯

৯৬)গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিকা কোনটি??

ক)BCG
খ)DPT
গ)TT
ঘ)OPV

উত্তর: গ)TT

৯৭)রেশম পোকার চাষকে কি বলে??

ক)লাক্ষাকালচার
খ)এপিকালচার
গ)পিসিকালচার
ঘ)সেরিকালচার

উত্তর : ঘ) সেরিকালচার

৯৮)ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ জলজ উদ্ভিদকে বলে??

ক)জুপ্লাংক্টন
খ)ফাইটোপ্লাংক্টন
গ)ক+খ
ঘ)কোনটি নয়

উত্তর : খ)ফাইটোপ্লাংক্টন

৯৯)"পিসিকালচার" বলতে কি বোঝায়??

ক)রেশম চাষ
খ)মৌমাছি পালন
গ)হাস- মুরগি পালন
ঘ)কোনটি নয়

উত্তর : ঘ) কোনটি নয়

১০০)যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে--

ক)ব্যাক্টেরিয়া
খ)এজেন্ট
গ)হোস্ট
ঘ)ভেক্টর

উত্তর : ঘ) ভেক্টর
Exam -9

১০১। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি কোনটি?
ক) মোবাইল ট্র্যাকার
খ) জিপিআরএস
গ) আই এম ই আই
ঘ) জিএসএম

সঠিক উত্তরঃ খ

১০২। ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি যার সাথে সম্পৃক্ত?
ক) মোবাইল
খ) ব্যাংক
গ) ভ্রমণ
ঘ) ব্যবসা

সঠিক উত্তরঃ ক

১০৩। SIM এর পূর্ণরূপ কোনটি?
a) Subscriber identity method
b) Standard identity module
c) Subscriber identification module
D) Subscriber identity module

সঠিক উত্তরঃ d

১০৪। নিচের কোনটি মোবাইল বাছেলোর টেলিফোন ইউনিটের মূল অংশ নয়?
ক) একটি কন্ট্রোল ইউনিট
খ) একটি ট্রান্সিভার
গ) একটি এন্টেনা সিস্টেম
ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তরঃ ঘ

১০৫। What is the name of the 3G internet modem of Teletalk?
a) Flash
b) Slass
c) Flair
D) Doyel

সঠিক উত্তরঃ ক

১০৬। What is the full name of GPRS?
a) General packet Radio Service
b) Global protect radiation service
c) General performance Radio Service
D) Global package Remmission

সঠিক উত্তরঃ a

১০৭। মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
ক) টেলিফোন অফিসে
খ) প্রেরক টাওয়ার
গ) গ্রাহক টাওয়ার
ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ার

সঠিক উত্তরঃ ঘ

১০৮। মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি সার্ভিস চালু করে কোন দেশ?
ক) জাপান
খ) যুক্তরাষ্ট্র
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) চীন

সঠিক উত্তরঃ গ

১০৯। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) ডিজিটাল সিগনাল প্রেরণ করা
খ) অপটিক্যাল ফাইবারের ব্যবহার
গ) নতুন ধরনের মাইক্রোফোন
ঘ) বোতামের ব্যবহার

সঠিক উত্তরঃ ক

১১০। বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয় কবে?
ক) ৪ অক্টোবর ২০১৮
খ) ৪ নভেম্বর ২০১৮
গ) ৪ সেপ্টেম্বর ২০১৮
ঘ) ৪ জানুয়ারি ২০১৯

সঠিক উত্তরঃ ক
১১১।x^3 - x^4 = x + 16 সমীকরণের সমাধান কত?
ক. x = 1
খ. x = -1/2
গ. x = 2
ঘ. x = -2
উত্তরঃ ঘ

১১২।3x^3 + 2x^2 - 21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে---
ক. x + 2
খ. x - 2
গ. x + 1
ঘ. x - 1
উত্তরঃ গ

১১৩।সমীকরণমালাঃ x + 2y - z = 5; 2x + 3y + z = 11; 3x - y + 3z = 7 হলে x,y,z এর মান কোনটা সঠিক?
ক. x = 2, y = -2, z = 1
খ. x = 2, y = 2, z = 1
গ. x = 1, y = 4, z = 4
ঘ. x = 1, y = 2, z = 0
উত্তরঃ খ

১১৪।6x - y = 1 এবং -6x + 5y = 7 সমীকরণে x,y -এর মান কত?
ক. (1/2, 2)
খ. (1/2, -2)
গ. (-1/2, 2)
ঘ. (2, 2)
উত্তরঃ ক

১১৫।যদি x + 5y = 16 এবং x = -3y হয় তাহলে y =?
ক. -24
খ. -2
গ. 8
ঘ. 2
উত্তরঃ গ

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    1 Replies 
    1505 Views
    by Abrar

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]