Get on Google Play

অনুপ্রেরণামুলক গল্প, বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ইতিবাচক আচার-আচারন ইত্যাদি
#1531
জন্ম: ১০ জুলাই ১৮৮৫
পেয়ারা গ্রাম, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
মৃত্যু: ১৩ জুলাই ১৯৬৯ (৮৪ বছর),ঢাকা

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো -

--ভাষা ও সাহিত্য
--বাংলা ভাষার ইতিবৃত্ত
--দীওয়ানে হাফিজ
--রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
--বিদ্যাপতি শতক
--বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড)
--বাংলা ভাষার ব্যাকরণ
--বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
--মহররম শরীফ
--Buddhist Mystic Songs (1960)
--Hundread Sayings of the Holy Prophet

জাতিসত্তা সম্পর্কে মুহম্মদ শহীদুল্লাহ’র স্মরণীয় উক্তি ছিল

আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালি।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন।

একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক "নাইট অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটার্স" দেয়।

ঢাকা সংস্কৃত পরিষদ তাঁকে ‘বিদ্যাবাচস্পতি’ উপাধিতে ভূষিত করে।

পাকিস্তান আমলে তাকে ‘প্রাইড অফ পারফরমেন্স পদক’ ও মরণোত্তর #হিলাল_ই_ইমতিয়াজ খেতাব প্রদান করা হয়।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স তাঁকে সম্মানিত সদস্য (ফেলো) রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেন নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে মরণোত্তর ‘ডি লিট’ উপাধি দেয়। ১৯৮০ সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়।

Ashraful Islam

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]