Get on Google Play

বিভিন্ন নিয়োগ পরীক্ষার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস এবং মানবন্টন ইত্যাদি
#431
বাংলা -20 মার্কস বাংলা সাহিত্য-3 মার্কস বাংলা ব্যাকরণ -17মার্কস গনিত -20 মার্কস পাটিগনিত-8/9 মার্কস বীজগনিত-5/6মার্কস জ্যামিতি-5মার্কস ইংরেজি -20মার্কস সাধারণ জ্ঞান-20 মার্কস বাংলাদেশ7/8 মার্কস আন্তর্জাতিক-5/6 মার্কস সাম্প্রতিক 5/6 মার্কস ভাইবা :-20 মার্কস

প্রথমেই পরীক্ষার মান বণ্টন

লিখিত পরীক্ষার নম্বর ৮০। মৌখিক পরীক্ষার নম্বর ২০।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি
করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।

পরীক্ষার হলে করণীয়
প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। বই, উত্তরপত্র নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ ইলেকট্রিক ঘড়ি ও কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তরটি বাতিল হবে ও নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেয়া যাবে না। রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা/থানা কোড, সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে। ওএমআর শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচের বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পুরো ভরাট করতে হবে। হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে।

বাংলা

জোর দিতে হবে : বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিত, বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। বিগত পরীক্ষায় যা এসেছে : ২৭ জুন ও ২৮ আগস্ট ২০১৫ নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন ছিল।

ইংরেজি

জোর দেয়ার দরকার : ইংরেজি গ্রামারে Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction-এর নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ
করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym ভালোভাবে শিখতে হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা যাবে। বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই পর্যায়ের পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে।

গণিত

যা শেখা ও করা প্রয়োজন : পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ, বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার
প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতিতে প্রস্তুতি ত্রিভুজ, চতুর্ভুজ,
বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই বিশেষত অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।

সাধারণ জ্ঞান

যা গুরুত্ব দিয়ে পড়া প্রয়োজন : প্রশ্ন বেশি আসে বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা থেকে খেলাধুলা প্রশ্ন থাকে সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে
পারে। নিয়মিত বেশি বেশি পত্রিকা পড়ার অভ্যাস করলে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহজ হবে।

বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই ধাপের পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়। যেমন; ০১ জুন অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান।

১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী ২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি + ষ্ণ=সার্বভৌম
৩.সঠিক বানান- ভবিষ্যৎ ৪. I know where he lives which type of sentence- Complex Sentence ৫.লোক সাহিত্য কেকে বলে- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান,ছড়া ইত্যাদিকে ৬. ৯০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী- ৯০ ডিগ্রী ৭.১/৬ ৮.have worked ৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপাক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪ ১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ? ৮৯ ১২.Humorous ১৩.Bertrand Russel ১৪.বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা ১৫. শনিবার ১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় –১৯৫০ ১৭.দুই বিঘা জমি ১৮.X+1 ১৯.An Autobiography ২০.অধিকরণে ৭মী ২১.in ২২.শ্রীলংকায় ২৩.অস্থির মানবমন ২৪.ক্ষুদ্রার্থে ২৫.অপাদানে ৭মী ২৬.১২টি ২৭.সম্+বিধান ২৮.বেলজিয়াম ২৯.Would rather ৩০.মহেশখালী ৩১.Adjective ৩২.১০০বছর ৩৩.Gerund ৩৪.if ৩৫.web এর বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য resource এর ঠিকানা ৩৬.৯/১১ ৩৭.শুক্র ৩৮.আমার যাওয়া হবে না ৩৯.সমষ্টি ৪০.obscure ৪১.প্রকৃতি ৪২.পুরাঘটিত বর্তমান ৪৩.anybody ৪৪.টেলিমেডিসিন ৪৫.The wounded man was being helped by some children. ৪৬.শাশুড়ী ৪৭.সত্যেন্দ্রনাথ দত্ত ৪৮.২২ টাকা দরে ৪৯.x^2-x+1 ৫০.৯০ ৫১.যুক্তরাজ্য ৫২. a(a2-b2) ৫৩. He is as good as i ৫৪. হরমোন ৫৫.আয়তক্ষেত্র ৫৬.চাষাভুষার কাব্য কার লেখা? নির্মলেন্দু গুণ ৫৭.অধিকরণকারকে ৫মী ৫৮. She asked me if i was happy in my new job. ৫৯.একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে ,মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে ? ৬০. ৬১.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১ ৬২.যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা
৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজ্রুল ইসলাম ৬৪.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টা৬৪.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টার প্রণালী ৬৫. The basic facts about sex ৬৬.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪ ৬৮.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ৬৯. a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
৭০.কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? – ২৫
৭১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার ৭২.গামছা ৭৩.was cutting down ৭৪.একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩ ৭৫.The rich are not always happy ৭৬. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন ৭৭.স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল ৭৮.অম্ল ৭৯.সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-১৮২৯ ৮০. ক্ষুদ্র তম সংখ্যা- ৫/২১

বি:দ্র: সবগুলোতে প্রশ্ন সংযোজন করে উত্তর লেখা সম্ভব হয় নি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]