Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1409
পূর্ণমানঃ২০ সময়ঃ২৫ মিনিট

১। রমা কোন উপন্যাসের চরিত্র?
ক.শেষের কবিতা
খ.বিলাসী
গ.বনলতা
ঘ.পল্লীসমাজ

২। 'পা-চাটা' কোন সমাস?
ক.অলুক তৎপুরুষ
খ.ব্যধিকরণ বহুব্রীহি
গ.ব্যতিহার বহুব্রীহি
ঘ.সমানাধিকরণ বহুব্রীহি

৩। 'নির্মাল্য' কাব্যগ্রন্থের রচিয়তা হলেন-
ক.কামিনী রায়
খ.সমন বসু
গ.বঙ্কিম চন্দ্র
ঘ.বল্লার সেন

৪। কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিল বলে ধারণা করা হয়?
ক.সেন আমলে
খ.মোগল আমলে
গ.পাল আমলে
ঘ.পাঠান আমলে

৫। সধবার একাদশী একটি-
ক.নাটক
খ.কাব্য
গ.প্রবন্ধ
ঘ.প্রহসন

৬। পরিচয় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক.কালী প্রসাদ
খ.রফিক আজাদ
গ.সুধীন্দ্রনাথ দত্ত
ঘ.সুভাষ চন্দ্র

৭। 'নসীরানামা' কাব্য কার রচনা?
ক.আলাওল
খ.গরিবুল্লাহ
গ.সিকান্দার
ঘ.কবি মরদন

৮। সাহিত্য স্বরসতী কার উপাধি?
ক.গোবিন্দ দাস
খ.ফেরদৌসি
গ.নুরুন্নেসা খাতুন
ঘ.রামরাম বসু

৯। আমু কোন গল্পের চরিত্র?
ক.অনুপমা
খ.দেনাপাওনা
গ.বিরাজ বৌ
ঘ.দত্তা

১০। নেতাজী সুভাষ চন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লিখেন?
ক.মুক্তি
খ.বিদ্রোহী
গ.মৃত্যুক্ষুধা
ঘ.কাণ্ডারি হুঁশিয়ার

১১। 'প্রেম' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.প্রে + অম
খ.প্রিয় + ইমন্
গ.প্রিয় + এম
ঘ.প্রিয়া + ইম্

১২। 'ইত্যাদি' এর সন্ধি বিচ্ছেদ-
ক.ইতি + আদি
খ.ইতি + আদী
গ.ইত + আদি
ঘ.ইতঃ + আদি

১৩। কোনটি শুদ্ধ বানান-
ক.উর্মি
খ.ঊর্মি
গ.উর্মী
ঘ.ঊর্মী

১৪। 'শুভেচ্ছা' কোন সন্ধির অন্তর্গত?
ক.স্বর সন্ধি
খ.ব্যঞ্জন সন্ধি
গ.বিসর্গ সন্ধি
ঘ.নিপাতনে সিদ্ধ সন্ধি

১৫। আঞ্চলিক ভাষার অপর নাম-
ক.পরিভাষা
খ.উপভাষা
গ.সাধু ভাষা
ঘ.দেশি ভাষা

১৬। 'লাল সালু' উপন্যাসের রচিয়তা কে?
ক.হুমায়ুন আহমেদ
খ.সৈয়দ ওয়ালিউল্লাহ
গ.আবুল ফজল
ঘ.মোতাহার হোসেন

১৭। ফরাসি শব্দ কোনটি?
ক.চিনি
খ.বালতি
গ.রেস্তুরাঁ
ঘ.হরতাল

১৮। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস?
ক.পদ্মরাগ
খ.রত্নবতী
গ.বিষাদ সিন্ধু
ঘ.প্রলয় শিখা

১৯। বাঙালির ইতিহাস- বইটির লেখক কে?
ক.অমর্ত্য সেন
খ.বঙ্কিমচন্দ্র
গ.নীহারঞ্জন রায়
ঘ.সুকুমার রায়

২০। ভাষার মৌলিক অংশ কয়টি?
ক.৪ টি
খ.৮ টি
গ.৬ টি
ঘ.১০ টি

Collected: Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1187 Views
    by tamim
    0 Replies 
    852 Views
    by afsara
    0 Replies 
    860 Views
    by afsara
    0 Replies 
    902 Views
    by afsara
    0 Replies 
    3584 Views
    by shohag

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]