- Wed Apr 16, 2025 8:54 am#8501
২৬. Banquet শব্দটির অর্থ কী?
ক. ফুলের তোড়া খ. মন্ত্রিপরিষদ গ. শক্তিজোট ঘ. ভোজসভা
২৭. কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. চাঁদ খ. গজ গ. ভুজ ঘ. সাপ
২৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. সংস্কৃত খ. আরবি গ. ইংরেজি ঘ. ফরাসি
২৯. সত্যাসত্য কোন সমাস ?
ক. তৎপুরুষ খ. দ্বন্দ গ. দ্বিগু ঘ. অব্যয়ীভাব
৩০.ত্রিশঙ্কু দশা মানে-
ক. অবাক হওয়া খ. বিপর্যস্ত হওয়া গ. দোটানা অবস্থা হওয়া ঘ. হতবুদ্ধি হওয়া
৩১. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়?
ক. বিতর্ক খ. ব্যাপ্ত গ. বিনয় ঘ. বিফল
৩২. তুমি কোন কাননে ফুল এই বাক্যে ফুল কোন কারক?
ক. কর্মকারক খ. অপাদান কারক গ. সম্প্রদান কারক ঘ. করণ কারক
৩৩. ছোট কিন্তু রসে ভরা বাক্যটি –
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. মিশ্র
৩৪. নিচের কোন শব্দে ষত্ব বিধান কার্যকর ?
ক. অভিষেক খ. ভাষণ গ. আভাষ ঘ. কলুষ
৩৫. বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কর্তৃকারকে প্রকারভেদে বাঘে মহিষে কোন কর্তীর উদাহরণ?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.গ
ক. ফুলের তোড়া খ. মন্ত্রিপরিষদ গ. শক্তিজোট ঘ. ভোজসভা
২৭. কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. চাঁদ খ. গজ গ. ভুজ ঘ. সাপ
২৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. সংস্কৃত খ. আরবি গ. ইংরেজি ঘ. ফরাসি
২৯. সত্যাসত্য কোন সমাস ?
ক. তৎপুরুষ খ. দ্বন্দ গ. দ্বিগু ঘ. অব্যয়ীভাব
৩০.ত্রিশঙ্কু দশা মানে-
ক. অবাক হওয়া খ. বিপর্যস্ত হওয়া গ. দোটানা অবস্থা হওয়া ঘ. হতবুদ্ধি হওয়া
৩১. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়?
ক. বিতর্ক খ. ব্যাপ্ত গ. বিনয় ঘ. বিফল
৩২. তুমি কোন কাননে ফুল এই বাক্যে ফুল কোন কারক?
ক. কর্মকারক খ. অপাদান কারক গ. সম্প্রদান কারক ঘ. করণ কারক
৩৩. ছোট কিন্তু রসে ভরা বাক্যটি –
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. মিশ্র
৩৪. নিচের কোন শব্দে ষত্ব বিধান কার্যকর ?
ক. অভিষেক খ. ভাষণ গ. আভাষ ঘ. কলুষ
৩৫. বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কর্তৃকারকে প্রকারভেদে বাঘে মহিষে কোন কর্তীর উদাহরণ?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা
উত্তরঃ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.গ ৩১.খ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.গ