- Tue Apr 15, 2025 1:06 pm#8491
৪১.আমি বাংলায় গান গাই –এর গীতিকার কে?
ক. প্রতুল মুখোপাধ্যায় খ. মাহমুদুজ্জামান বাবু গ. ভূপেন হাজারিকা ঘ. কবীর সুমন
৪২.২০২৫ সালের ৬৭ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
ক. বিল ক্লিনটন খ.জিমি কার্টার গ. বারাক ওবামা ঘ. জর্জ ওয়াকার বুশ
৪৩. ম্রো ভাষার প্রথম চলচি্চত্রের নাম কী?
ক. গিরিকন্যা খ. মর থেংগারি গ. ক্লোবং স্লা ঘ. উপরের কোনটিই নয়
৪৪. জীবনকাল এপার –গুপার নামক আত্মজীবনীর লেখক কে?
ক. রানী হামিদ খ. জোবেরা রহমান লিনু গ. আমিনুল ইসলাম বুলবুল ঘ. জিয়াউর রহমান
৪৫. ২০২৫ সালে একুশে পদক লাভ করেন কত জন ব্যক্তি/দল?
ক. ১৫ খ.১৬ গ.১৭ ঘ.১৮
৪৬. ২০২৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন ব্যক্তি?
ক. ৭ জন খ.৮জন গ.৯জন ঘ.১০ জন
৪৭. বাংলা একাডেমির ২০২৫ সালের কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক. ফরহাদ খ. কবি আল মুজাহিদী গ. শফিক রেহমান ঘ. শাহাবুদ্দীন নাগরী
৪৮.বাংলা একাডেমির ২০২৪ সালের সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক. অধ্যাপক হান্স হার্ডার খ. কথাশিল্পী বর্ণালী সাহা গ. কবি আল মুজাহিদী ঘ. ক+খ
উত্তরঃ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ
ক. প্রতুল মুখোপাধ্যায় খ. মাহমুদুজ্জামান বাবু গ. ভূপেন হাজারিকা ঘ. কবীর সুমন
৪২.২০২৫ সালের ৬৭ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
ক. বিল ক্লিনটন খ.জিমি কার্টার গ. বারাক ওবামা ঘ. জর্জ ওয়াকার বুশ
৪৩. ম্রো ভাষার প্রথম চলচি্চত্রের নাম কী?
ক. গিরিকন্যা খ. মর থেংগারি গ. ক্লোবং স্লা ঘ. উপরের কোনটিই নয়
৪৪. জীবনকাল এপার –গুপার নামক আত্মজীবনীর লেখক কে?
ক. রানী হামিদ খ. জোবেরা রহমান লিনু গ. আমিনুল ইসলাম বুলবুল ঘ. জিয়াউর রহমান
৪৫. ২০২৫ সালে একুশে পদক লাভ করেন কত জন ব্যক্তি/দল?
ক. ১৫ খ.১৬ গ.১৭ ঘ.১৮
৪৬. ২০২৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কত জন ব্যক্তি?
ক. ৭ জন খ.৮জন গ.৯জন ঘ.১০ জন
৪৭. বাংলা একাডেমির ২০২৫ সালের কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক. ফরহাদ খ. কবি আল মুজাহিদী গ. শফিক রেহমান ঘ. শাহাবুদ্দীন নাগরী
৪৮.বাংলা একাডেমির ২০২৪ সালের সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
ক. অধ্যাপক হান্স হার্ডার খ. কথাশিল্পী বর্ণালী সাহা গ. কবি আল মুজাহিদী ঘ. ক+খ
উত্তরঃ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ