Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#8487
১. মধ্যযুগের কাব্য কোনটি?
ক. খোয়াবনামা খ. পদ্মাবতী গ. গৃহদাহ ঘ. মহাশ্মশান
২.পিপাসিত শব্দের বিশেষ রূপ-
ক. পিপাসী খ. পিয়াসী গ. পিপাসা ঘ. পিপাসু
৩.কার ছদ্মনাম পরশুনাম?
ক. প্রমথ চৌধুরী খ.রবীন্দ্রনাথ ঠাকুর গ. রাজশেখর ঘ. প্রেমেন্দ্র মিত্র
৪. শিস ধ্বনি কোনটি?
ক. শ,স, ষ খ. ঙ, ঞ, ন গ. গ, প, ফ ,ব ঘ. য,র ,ল
৫. স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. স +গত খ. স্ব +গত গ. সু +গত ঘ. সু + আগত
৬. কোন বানানটি শুদ্ধ?
ক. উত্তরসুরী খ. উত্তরসুরি গ. উত্তরসূরি ঘ.উত্তরসূরী
৭. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়?
ক. দীর্ঘ খ. অতিদীর্ঘ গ. সংক্ষিপ্ত ঘ. অপরিবর্তিত
৮. Memorandum –এর পরিভাষা কি?
ক. পরীক্ষাগার খ. গণসংযোগ গ. স্মারকলিপি ঘ. অবতরণ
৯..আমড়াগাছি করা কী বোঝাতে ব্যবহার করা হয়?
ক. তর্ক করা খ. রাগারাগি করা গ. তোষামোদি করা ঘ. আলসেমি করা
১০. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?-বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক. করণে ৭মী খ. অপাদানে ৭মী গ. কর্মে ৭মী ঘ. অপাদানে শূন্য
১১.বিষাদসিন্ধু উপন্যাস কে লিখেছেন ?
ক. মুনীর চৌধুরী খ. সৈয়দ শামসুল হক গ. জসীমউদ্দীন ঘ. মীর মশাররফ হোসেন
১২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. মাটি আর অশ্রু খ. সারেং বউ গ. হাঙর নদী গ্রেনেড ঘ. ক্রীতদাসের হাসি
১৩.কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. আসাদ চৌধুরী ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
১৪. মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি?
ক. পদ্মাবতী খ. মায়াকানন গ. কৃষ্ণকুমারী ঘ. শর্মিষ্ঠা
১৫.আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. পর্তুগিজ খ. ওলন্দাজ গ. গুজরাটি ঘ. তুর্কি
১৬. ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা ?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ. জীবনানন্দ দাশ ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ-
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. অমিত্রাক্ষর ঘ. পয়ার
১৮. সংস্কৃতি –কথা প্রবন্ধের লেখক কে?
ক. কাজী মোতাহার হোসেন খ. মোতাহের হোসেন চৌধুরী গ. আহমেদ শরীফ ঘ. প্রমথ চৌধুরী
১৯. নন্দিত এর বিপরীত শব্দ কোনটি ?
ক. বিষন্ন খ. বিষাদ গ. বিগ্রহ ঘ. নিন্দিত
২০. কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা?
ক. ধান শালিকের দেশ খ. লাঙল গ. বার্তা ঘ. উত্তরাধিকার
২১. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন?
ক. সংস্কৃত কলেজ খ. প্রেসিডেন্সি কলেজ গ. কলকাতা বিশ্ববিদ্যালয় ঘ. বিদ্যাসাগর কলেজ
২২. লেটো কী?
ক. নজরুল সংগীত খ. রবীন্দ্র সংগীত গ. সারিগান ঘ. লোকসান
২৩. হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে । বাক্যটিতে দিয়ে হলো-
ক. অব্যয় খ. প্রত্যয় গ. অনুসর্গ ঘ. উপসর্গ
২৪. কোনটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চটে্টাপাধ্যায়ের জীবনকাল?
ক. ১৮৭৬-১৯৩৮ খ. ১৮৬৮-১৯৪১ গ.১৮৮১-১৯৪৬ ঘ. ১৮৭২-২৯৩৯
২৫. বঙ্গে স্বুফী প্রভাব গ্রন্থটির রচয়িতা-
ক. আবুল ফজল খ. সুফী মোতাহার হোসেন গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঘ. মুহাম্মদ এনামুল হক
উত্তরঃ ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.গ ৭.গ ৮.গ ৯.গ ১০.খ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.ঘ