- Fri Apr 11, 2025 8:10 pm#8482
১. জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী উক্তিটি কার?
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ.ভারতচনদ্র রায়
গ. বিদ্যাপতি ঘ. কানাহরি দত্ত
২.ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন?
ক. স্বর্ণকুমারী দেবী খ.চারুচন্দ্র চক্রবর্তী
গ.রশীদ করিম ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
৩. বাংলা ভাষায় প্রথম সাময়িকী হলো-
ক. বেঙ্গল গেজেট খ. দিগদর্শন গ. সমাচার দর্শন ঘ. নবযুগ
৪. বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে?
ক. বিদ্যাপতি খ. চণ্ডীদাস গ.ভারতচন্দ্র রায় ঘ. লুইপা
৫. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কী ?
ক. আদি মহাভারত খ.পরাগলী মহাভারত গ. মহাভারত ঘ. মহান মহাভারত
৬. কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ-
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয় ধারা ঘ. সবগুলো
৭.শেষ রাত্রির তারা কে লিখেছেন ?
ক. প্রমথ চৌধুরী খ. জহির রায়হান গ. কাজী নজরুল ইসলাম ঘ. আবু জাফর শামসুদ্দীন
৮.শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে?
ক. ভাবরস খ. মধুর রস গ. প্রেমরস ঘ. লীলারস
৯. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
ক. হুলিয়া খ. স্মৃতিস্তম্ভ গ. সোনালী কাবিন ঘ. তোমাকে অভিবাদন প্রিয়তমা
১০.ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা –
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় গ. মানিক বন্দোপাধ্যায় ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
১১.নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত?
ক. ফেরারী ডায়েরী খ. আরেক ফাল্গুন গ. কর্ণফুলী ঘ. স্মৃতির শহর
১২.জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে-এই উক্তিটি কার?
ক. সুফিয়া কামাল খ. স্বামী বিবেকানন্দ গ. শওকত ওসমান ঘ. হেলাল হাফিজ
১৩.লোকসাহিত্য বইটির রচয়িতা কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪. অশোক সৈয়দ কার ছদ্মনাম ?
ক. সৈয়দ শামসুল হক খ. আবু সয়ীদ আইয়ুব গ. আবদুল মান্নান সৈয়দ ঘ. সৈয়দ আজিজুল হক
১৫. নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
ক. সেলিম আল দীন খ. সৈয়দ শামসুল হক গ. হুমায়ন আহমেদ ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ ১.খ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ.ভারতচনদ্র রায়
গ. বিদ্যাপতি ঘ. কানাহরি দত্ত
২.ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন?
ক. স্বর্ণকুমারী দেবী খ.চারুচন্দ্র চক্রবর্তী
গ.রশীদ করিম ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
৩. বাংলা ভাষায় প্রথম সাময়িকী হলো-
ক. বেঙ্গল গেজেট খ. দিগদর্শন গ. সমাচার দর্শন ঘ. নবযুগ
৪. বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে?
ক. বিদ্যাপতি খ. চণ্ডীদাস গ.ভারতচন্দ্র রায় ঘ. লুইপা
৫. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কী ?
ক. আদি মহাভারত খ.পরাগলী মহাভারত গ. মহাভারত ঘ. মহান মহাভারত
৬. কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ-
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয় ধারা ঘ. সবগুলো
৭.শেষ রাত্রির তারা কে লিখেছেন ?
ক. প্রমথ চৌধুরী খ. জহির রায়হান গ. কাজী নজরুল ইসলাম ঘ. আবু জাফর শামসুদ্দীন
৮.শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে?
ক. ভাবরস খ. মধুর রস গ. প্রেমরস ঘ. লীলারস
৯. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
ক. হুলিয়া খ. স্মৃতিস্তম্ভ গ. সোনালী কাবিন ঘ. তোমাকে অভিবাদন প্রিয়তমা
১০.ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা –
ক. তারাশঙ্কর বন্দোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় গ. মানিক বন্দোপাধ্যায় ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
১১.নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত?
ক. ফেরারী ডায়েরী খ. আরেক ফাল্গুন গ. কর্ণফুলী ঘ. স্মৃতির শহর
১২.জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে-এই উক্তিটি কার?
ক. সুফিয়া কামাল খ. স্বামী বিবেকানন্দ গ. শওকত ওসমান ঘ. হেলাল হাফিজ
১৩.লোকসাহিত্য বইটির রচয়িতা কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪. অশোক সৈয়দ কার ছদ্মনাম ?
ক. সৈয়দ শামসুল হক খ. আবু সয়ীদ আইয়ুব গ. আবদুল মান্নান সৈয়দ ঘ. সৈয়দ আজিজুল হক
১৫. নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
ক. সেলিম আল দীন খ. সৈয়দ শামসুল হক গ. হুমায়ন আহমেদ ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ ১.খ ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ ১১.ক ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.ক