Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#8313
৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ?
ক. S0_3খ. Glycerine গ. S0_2 ঘ. Na
৪২. নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু?
ক. Chromium খ. Silver গ. Platinum ঘ.Gold
৪৩. নিচের কোন দ্রবণের pH সর্বাধিক ?
ক. 0.01M HCI খ. 0.01M HNO_3 গ. 0.01M H_2S0_4 ঘ. 0.01M H_2C0_3
৪৪. হিক্সিন-3 কোন প্রকারের সমাণুতা প্রদর্শন করে?
ক. কার্যকরীমূলক খ. সিস - ট্রান্স সমাণুতা গ.এনানসিওমার ঘ. আলোক সমাণুতা
৪৫.কোন বিক্রিয়কটি ইথানল ও উথানয়িক এসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে?
ক.Na খ. H^+ K_2Cr_2 O_7 গ. HaOH ঘ. Na_2CO_3
৪৬.একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২, ২৫ ও ৬২ । কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথকে করা যাবে ?
ক.আংশিক কেলাসন খ. কেলাসন গ. দ্রাবক নিষ্কাশন ঘ. আংশিক পাতন
৪৭. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন ?
ক. Na খ. Mg গ. Cs ঘ. Ca
৪৮. উষ্ণতার পানির আয়নিক গুণফল কত?
ক.1.0*10^7খ. 1.0 *10^(-14) গ. 1.0* 10^(-7) ঘ. 1.0* 10^14
৪৯. 10% NA_2C0_3 দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
ক. 0.9434mol?Kg খ. 0.9434M গ. 10 mol/L ঘ. 9.434 mol/L
৫০. STP তে এক মোল SO_2 গ্যাসের আয়তন কত?
ক. 22.40L খ. 24.78 L গ. 2400.00L ঘ.223.00 L
৫১. কোন যৌগ নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান ?
ক. CCI_3NO_(2 )খ. CH_3NH_2 গ. CH_3CN ঘ. NH_4CNO
৫২.নিচের কোনটি কলয়েড ইমালশন নয়?
ক. দধি খ. দুধ গ. মাখন ঘ.শ্যাম্পু
৫৩.কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা তৈরি করে?
ক. অক্সিডেশন খ. ফারমেন্টেশন গ.কোয়াগুলেশন ঘ. আর্দ্র বিশ্লেষণ
৫৪. নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি?
CuSO_4+ KL - CU_2 I_(2 )+ I_2+K_2SO_4
ক. Cu^+ খ. I_2 গ. I^- ঘ.K^+
৫৫.সরল ছন্দিত স্পন্দনরত কণা কত সময় পরপর একই দশাপ্রাপ্ত হয়?
ক. ২π/ω খ. ২πω গ. π/ω ঘ.ω/২π
৫৬. রেফ্রিজারেটর তাপ গতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে নির্মিত হয়?
ক. শূন্যতম খ. প্রথম গ. দ্বিতীয় ঘ.তৃতীয়
৫৭. তরংঙ্গের উপরিপাতনের ফলে ঘটে-
ক. অপবর্তন খ. ব্যতিচার গ. সমাবর্তন ঘ. প্রতিসরণ
৫৮. N-type অর্ধপরিবাহীতে majority charge carrier কোনটি?
ক.হোল খ. ইলেক্ট্রন গ. নিউট্রন ঘ. আয়ন
৫৯. 100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়-
ক.760 mm Hg খ. 55mm Hg গ.355 mm Hg ঘ.1489 mm Hg
৬০. আলোর দ্রুতিতে চলমান কোন কণার ভর কত?
ক. শূন্য খ. দ্বিগুণ গ. অর্ধেক ঘ. অসীম
উত্তরঃ ৪১.খ ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.খ ৪৯.খ ৫০.ক ৫১.গ ৫২.ক ৫৩.গ ৫৪.গ ৫৫.ক ৫৬.গ ৫৭.খ ৫৮.খ ৫৯.ক ৬০.ঘ
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]