Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#8295
২৬. কম্পিউটার ভাইরাস কী?-উঃ ঘ.একটি ক্ষতিকারক প্রোগ্রাম ।
২৭.সাবার উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?-উঃ গ.গ্লিসারিন।
২৮.গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?-উঃ ক. নিম্নভূমি নিমজ্জিত হবে।
২৯. কম্পিউটার ডাটাবেজ তৈরির জন্য কোন সফওয়ারটি বেশি উপযোগী ?-উঃ ক.এমএস এক্সেল ।
৩০. কী বোর্ডের কোন Key-টি সাধারণতঃ Help key হিসেবে ব্যবহৃত হয়?-উঃ গ.F1
৩১. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?- উঃ গ. টাংস্টেন।
৩২. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?-উঃ ক. নদী।
৩৩. কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী –উঃ ঘ. Firewall
৩৪.ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?-উঃস্টাবিলাইজার ।
৩৫. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?-উঃ ঘ.অভ্যন্তরীণ প্রতিফলন।
৩৬.একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত ?-উঃ ক.LAN
৩৭. উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম ?-উঃ খ. চিত্রভিত্তিক ।
৩৮. অভিকর্ষ হলো বস্তুর উপর –উঃ গ,কেন্দ্রমুখী বল।
৩৯. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? উঃ খ.মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
৪০. দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয়?-উঃ খ.Satelite
৪১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন – উঃ ক.চর্যাপদ।
৪২. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় –উঃ ঘ. ১২০১ -১৩৫০।
৪৩. কবি আলাওলের প্রথম রচনা –উঃ খ. পদ্মাবতী।
৪৪. অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে?- উঃ গ. ভারতচন্দ্র।
৪৫. আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা । এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি?-উঃ ঘ. কর্মে ২য়া।
৪৬. তৎসম বলতে কী বোঝায়?-উঃ গ.সংস্কৃত শব্দ।
৪৭. দৃঢ় সংকল্প –এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে ? উঃ খ. এককথার মানুষ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12970 Views
    by masum
    0 Replies 
    3298 Views
    by masum
    0 Replies 
    8327 Views
    by rafique
    0 Replies 
    3582 Views
    by shahan
    0 Replies 
    7448 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]