- Mon Jan 13, 2025 9:57 am#8266
১. নিনাদ
ক.শব্দ খ.যুদ্ধ গ.বিশাল ঘ. জটিল ঙ. কোনটিই নয়
২. বারিধি
ক.মেঘ খ.সমুদ্র গ.পানি ঘ. পর্বত ঙ. আকাশ
৩. খপোত
ক.খরগোশ খ. গাড়ি ঘ.হরিণ ঙ. উড়োজাহাজ চ. পাখি
৪. প্রসূন
ক.কর খ.বৃক্ষ গ.পুষ্প ঘ.জল ঙ.পাতা
৫. Horizontal-এর বাংলা পরিভাষা কোনটি?
ক.অনুভূমিক খ. সমান্তরাল গ.উলম্ব ঘ. দিগন্ত ঙ.কোনোটিই নয়
৬. নিরাময় শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন-
ক.নিরা +ময় খ.নির্ +আময় গ.নির্+ময় ঘ. নিঃ+আময় ঙ. কোনোটিই নয়
প্রশ্ন ০৭-০৯ :সঠিক বানান নির্ণয় করুন ।
৭.ক.আনুসঙ্গিক খ. অনুষঙ্গিক গ.আনূষঙ্গিক ঘ. আনুষঙ্গিক ঙ. কোনোটিইনয়
৮.ক.দেদীপ্যমান খ. দেদীপ্যমাণ গ. দেদিপ্যমান ঘ.দেদিপ্যমাণ ঙ. কোনোটিই নয়
৯. ক.সমিচীন খ. বয়সন্ধি গ. মনন্তর ঘ.অন্তঃসার ঙ.কোনোটিই নয়
প্রশ্ন ১০-১৩ : বাগধারার অর্থ নির্ণয় করুন।
১০.প্রশ্নটি অস্পষ্ট
১১.শিরে সংক্রান্তি
ক.মাথায় বোঝা খ.সুখের সময় গ. আসন্ন বিপদ ঘ.সংক্রামক ঙ;কোনোটিই নয়
১২.রামণরুড়ের ছানা
ক. কাল্পনিক বস্তু খ. গোমড়ামুখো লোক গ. দুষ্ট সন্তান ঘ.ভাগ্যবান ঙ.কোনটিই নয়
১৩. লেফাফা দুরন্ত
ক.চৌকস ব্যকি্ত খ. সৌখিন ব্যক্তি গ. দাপুটে ব্যক্তি ঘ. বাইরে পরিপাটি ঙ. কোনোটিই নয়
১৪.গণ্যমান্য শব্দটি কোন সমাস ?
ক. দ্বন্দ খ. কর্মধারয় গ.অব্যয়ীভাব সমাস ঘ.নিত্য ঙ. কোনোটিই নয়
১৫.টাইফুন কোন ভাষার শব্দ?
ক.চীনা খ. ইংরেজি গ. মালয় ঘ. জাপানি ঙ. কোনোটিই নয়
উঃ১.ক ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক. ৬.ঘ ৭.ঘ ৮.ক. ৯.ঘ ১০.* ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক
ক.শব্দ খ.যুদ্ধ গ.বিশাল ঘ. জটিল ঙ. কোনটিই নয়
২. বারিধি
ক.মেঘ খ.সমুদ্র গ.পানি ঘ. পর্বত ঙ. আকাশ
৩. খপোত
ক.খরগোশ খ. গাড়ি ঘ.হরিণ ঙ. উড়োজাহাজ চ. পাখি
৪. প্রসূন
ক.কর খ.বৃক্ষ গ.পুষ্প ঘ.জল ঙ.পাতা
৫. Horizontal-এর বাংলা পরিভাষা কোনটি?
ক.অনুভূমিক খ. সমান্তরাল গ.উলম্ব ঘ. দিগন্ত ঙ.কোনোটিই নয়
৬. নিরাময় শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন-
ক.নিরা +ময় খ.নির্ +আময় গ.নির্+ময় ঘ. নিঃ+আময় ঙ. কোনোটিই নয়
প্রশ্ন ০৭-০৯ :সঠিক বানান নির্ণয় করুন ।
৭.ক.আনুসঙ্গিক খ. অনুষঙ্গিক গ.আনূষঙ্গিক ঘ. আনুষঙ্গিক ঙ. কোনোটিইনয়
৮.ক.দেদীপ্যমান খ. দেদীপ্যমাণ গ. দেদিপ্যমান ঘ.দেদিপ্যমাণ ঙ. কোনোটিই নয়
৯. ক.সমিচীন খ. বয়সন্ধি গ. মনন্তর ঘ.অন্তঃসার ঙ.কোনোটিই নয়
প্রশ্ন ১০-১৩ : বাগধারার অর্থ নির্ণয় করুন।
১০.প্রশ্নটি অস্পষ্ট
১১.শিরে সংক্রান্তি
ক.মাথায় বোঝা খ.সুখের সময় গ. আসন্ন বিপদ ঘ.সংক্রামক ঙ;কোনোটিই নয়
১২.রামণরুড়ের ছানা
ক. কাল্পনিক বস্তু খ. গোমড়ামুখো লোক গ. দুষ্ট সন্তান ঘ.ভাগ্যবান ঙ.কোনটিই নয়
১৩. লেফাফা দুরন্ত
ক.চৌকস ব্যকি্ত খ. সৌখিন ব্যক্তি গ. দাপুটে ব্যক্তি ঘ. বাইরে পরিপাটি ঙ. কোনোটিই নয়
১৪.গণ্যমান্য শব্দটি কোন সমাস ?
ক. দ্বন্দ খ. কর্মধারয় গ.অব্যয়ীভাব সমাস ঘ.নিত্য ঙ. কোনোটিই নয়
১৫.টাইফুন কোন ভাষার শব্দ?
ক.চীনা খ. ইংরেজি গ. মালয় ঘ. জাপানি ঙ. কোনোটিই নয়
উঃ১.ক ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক. ৬.ঘ ৭.ঘ ৮.ক. ৯.ঘ ১০.* ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ক