Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#8239
হিসাব বিজ্ঞান
১. রসনা কোম্পানির ১০% হারে ১,০০,০০০ টাকার ঋণপত্র, ১২% হারে ২,০০,০০০ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা ১.৫৯,০০০ টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে?
২. চার বছর পূর্বে বাবর ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাংশবশেষ মূল্য ৫০০০ টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিতে সরল রৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করা হয়। আজ এটি যদি ৩০,০০০ টাকায় বিক্রয় করা যায়, তাহলে এ বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
৩. বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা এবং দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা। উক্ত বছরে আয় ২০,০০,০০০ টাকা , ব্যয় ১২,০০,০০০ টাকা এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর শেষে নিচ সম্পদের পরিমাণ কত হবে?
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
ক.কোন ধরনের ভোগ্য পণ্য ক্রেতারা বারবার ক্রয় করে?
খ. যদি শহরের আয়তন অনুসারে ভোক্তা বাজার বিভক্ত করা হয়, সেটি বাজার বিভক্তিকরণের কোন ভিত্তি হবে?
গ. মূল্য নির্ধারণে সবচেয়ে পুরাতন এবং সহজে পদ্ধতি কোনটি?
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
ক. উৎপাদক ও পুনঃবিক্রেতা উভয়কর্তৃক বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
খ.সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কী?
গ. বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে কী বলে?
ঘ. বিপণন মিশ্রণের কোন উপাদানটিকে আয়ের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করা হয়?
অথবা
ফিন্যান্স , ব্যাংকিং ও বিমা
ক.বিনিময় কী?
খ. সম্পদ সর্বোচ্চকরণ কী?
গ. বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে কী বলে?
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    21 Views
    by sajib
    0 Replies 
    21 Views
    by sakib
    0 Replies 
    82 Views
    by rekha
    0 Replies 
    17 Views
    by shanta
    0 Replies 
    49 Views
    by romen

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]