Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#1014
প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন।

০১। ‘Man can not live alone’ – The word ‘alone’ is used here as-
ক) pronoun
খ)preposition
গ) adjective
ঘ) adverb
০২। Nude এর antonym হলো-
ক) nacked
খ) open
গ) concealed
ঘ) exposed
০৩। You said to me, “You do not do your duty” – what is the opposite narration of it?
ক) You told me that I do not do my duty.
খ) You said to me that I did not do my duty.
গ) You said to me that I do not do my duty.
ঘ) You told me that I did not do my duty.
০৪। বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়-
ক) সিলেটের লালখালে
খ) নাটোরের লালপুরে
গ) রংপুরের তারাগঞ্জে
ঘ) রাঙ্গামাটিতে
০৫। বাংলা বর্ণমালায় মাত্রাহীণ বর্ণের সংখ্যা কতটি?
ক) ১০
খ) ৮
গ) ৯
ঘ) ১১
০৬। বাগধারা কোথায় আলোচিত হয়?
ক) শব্দতত্ত্বে
খ) বাক্যতত্ত্বে
গ) ধ্বনিতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
০৭। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুন ছিল। পিতার বর্তমান বয়স কত?
ক) ৫৬
খ) ৩৬
গ) ৩২
ঘ) ৪০
০৮। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
ক) ১৬
খ) ২৫
গ) ৩৬
ঘ) ৯
০৯। শুদ্ধ বানান কেনটি?
ক) তিতীক্ষা
খ) তীতিক্ষা
গ) তিতিক্ষা
ঘ) তীতীক্ষা
১০। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক) বর্ণ
খ) শব্দ
গ) অক্ষর
ঘ) ধ্বনি
১১। কোন শব্দটি ভুল?
ক) স্বায়ত্তশাসন
খ) শ্রদ্ধাঞ্জলি
গ) অভ্যন্তরীণ
ঘ) মুহর্মুহূ
১২। কোনটি খাটি বাংলা উপসর্গ?
ক) আভাস
খ) অজানা
গ) গরমিল
ঘ) বেমালুম
১৩। লাফ-> ফাল কোন ধ্বনি পরিবর্তনের উদাহরন?
ক) বিষমীভবন
খ) ধ্বনি বিপর্যয়
গ) ধ্বনি লোপ
ঘ) ব্যঞ্জনাগম
১৪। নীরস- এর সন্ধি বিচ্ছেদ করুন।
ক) নি:+রস
খ) নী: + রস
গ) নী+রস
ঘ) নি: +অস
১৫। বঁধু- হচ্ছে—
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ
১৬। শব্দ ও ধাতুর মূলকে বলে–
ক) বিভক্তি
খ) ধাতু
গ) প্রকৃতি
ঘ) কারক
১৭। অধিকরণ করক কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৮। পরকে প্রতিপালন করে যে- এককথায় হবে-
ক) পরভৃত
খ) পরভৃৎ
গ) প্রতিপালক
ঘ) প্রতিপোষক
১৯। চন্দ্রিকা – শব্দের অর্থ কোনটি?
ক) চাঁদ
খ) সূর্য
গ) জ্যোৎস্না
ঘ) কিশলয়
২০। তন্বী- কাব্যের কবি কে?
ক) প্রেমেন্দ্র মিত্র
খ) বুদ্ধ দেব বসু
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) বিষ্ণু দে
২১। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
ক) লর্ড রিপন
খ) লর্ড কার্জন
গ) লর্ড মিন্টো
ঘ) লর্ড হার্ডিঞ্জ
২২। সরকারি হিসেব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
ক) ৬৫.৪
খ) ৬৭.৫
গ) ৭০.৮
ঘ) ৭৩.৭
২৩। বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানি করে-
ক) চীন
খ) ভারত
গ) যুক্তরাজ্য
ঘ) থাইল্যান্ড
২৪। সুইডেন এর মুদ্রার নাম কি?
ক) পাউন্ট
খ) ডলার
গ) ক্রোনা
ঘ) গিলো
২৫। বাংলাদেশের তৈরী জাহাজ “স্টেলা মেরিস” রপ্তানি হয়েছে-
ক) ফিনল্যান্ডে
খ) ডেনমার্ক
গ) নরওয়েতে
ঘ) সুইডেনে
২৬। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কেনটি?
ক) ধ্রুবতারা
খ) প্রক্সিমা সেন্টরাই
গ) লুব্ধক
ঘ) জুলহ
২৭। গিন্ন- কেন শ্রেণির শব্দ?
ক) দেশি
খ) বিদেশি
গ) তদ্ভব
ঘ) অর্ধ-তৎসম
২৮। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
২৯। গৌরচন্দ্রিকা- বাগধারার অর্থ কি?
ক) বেহিসাবি
খ) ভূমিকা
গ) অলস
ঘ) অপদার্থ
৩০। হাসাহাসি- কোন সমান?
ক) দ্বিগু
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) ব্যতিহার বহুব্রীহি
৩১। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়- অর্থ কি?
ক) যে দামে কেনা সে দামে বেচা
খ) পাপ করলে প্রায়শ্চিত্ত।
গ) বোঝার উপর শাকের আটি।
ঘ) বিপদ একা আসে না।
৩২। অনাদর – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ন আদর
খ) আদরের অভাব
গ) অনেক আদর
ঘ) নাই আদর
৩৩। একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক) ৮০০
খ) ৭৮০
গ) ৭৩০
ঘ) ৭৩৫
৩৪। ১, ৩, ৬, ১০, ১৫, ২১….. ধারাটির একাদশতম পদ কত?
ক) ৬৬
খ) ৫৬
গ) ৪৬
ঘ) ৭৬
৩৫। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
ক) ৫/৬
খ) ১২/১৫
গ) ১১/১৪
ঘ) ১৭/২১
৩৬। He is engaged —– writing a book. fill in the blank from the following.
ক) in
খ) with
গ) to
ঘ) at
৩৭। Give me order- change the voice.
ক) Let the order to give.
খ) Let the order given.
গ) Let the order be given.
ঘ) Let the order give.
৩৮। The word Massacre is
ক) Noun
খ) verb
গ) adjective
ঘ) both a,b
৩৯। যদি x+2y=4 এবং xy=2 হয়, তবে x= কত?
ক) ২
খ) ০
গ) ১২
ঘ) ১
৪০। দুই সন্তানের বয়সের গড় ১০ বছর হলে ও মাতা সহ তাদের বয়সের গড় ১৭ বছর হলে, মাতার বয়স কত?
ক) ২৮
খ) ৩০
গ) ৩১
ঘ) ৩২
৪১। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুন?
ক) দ্বিগুন
খ) তিনগুন
গ) চারগুন
ঘ) পাঁচগুন
৪২। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদিপথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
ক) ১৮ ঘন্টা
খ) ১৬ ঘন্টা
গ) ১২ ঘন্টা
ঘ) ১০ ঘন্টা
৪৩। <A এবং <B পরস্পর সম্পূরক কোণ। <A=115` হলে, <B= কত?
ক) ৬৫ ডিগ্রি
খ) ৭৫ ডিগ্রি
গ) ৮৫ ডিগ্রি
ঘ) ৯০ ডিগ্রি
৪৪। Choose the correct spelling.
ক) Humourous
খ) Humourious
গ) Humorous
ঘ) Humorious
৪৫। Which one of the following is correct?
ক) Commission
খ) Commision
গ) Comission
ঘ) Comosion
৪৬। Throw cold water — means–
ক) Dame the spirits.
খ) Throwing of cold water.
গ) Lee water.
ঘ) None.
৪৭। Mother loves me. Here ‘love’ is the example of–
ক) intransitive
খ) transitive
গ) simple
ঘ) auxiliary
৪৮। বাংলাদেশে কবে প্রথম আদমশুমারি হয়?
ক)১৯৭২সাল।
খ) ১৯৭৩ সাল
গ) ১৯৭৪ সাল।
ঘ) ১৯৭৭ সাল
৪৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
ক) পুন্ড্র।
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়।
ঘ)হরিকেল
৫০। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক) জাপান
খ) ইন্দোনেশিয়া
গ) যুগোশ্লাভিয়া
ঘ) চিন

Raisul Islam Hridoy
lipi liked this
#1016
১-ঘ,২?,৩-খ,৪-ক,৫-খ,৬-খ,৭-?৮-?,৯-গ,১০-ঘ,১১-ঘ,১২-খ,১৩,খ,১৪,ক,১৫-?,১৬-ক,১৭ক,১৮-খ,১৯?২০-?,২১-খ,২২-?২৩-ক,২৪-গ,২৫-খ,২৬-গ,২৭-ঘ,২৮-গ,২৯-খ,৩০-?৩১-?৩২-ক,৩৬-?৩৭-গ,৪১-গ,৪৩-ক,৪৪-গ৪৫-ক,৪৬-ক,৪৭-খ,৪৮-গ৪৯-ক,৫০খ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]