Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#5318
৪১.(x²+1)²=3x² হলে, x³+1/x³ এর মান কত?
-0
৪২.x সে.মি এবং y সে.মি পরিধির দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত?
-x+y/2পাই সে.মি
৪৩.3x+2y=7 এবং 2x=y হলে, (x,y) হবে –
-(1,2)
৪৪.M সংখ্যক গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
-AM+BN/M+N
৪৫.দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল হবে –
-১৮
৪৬.তিনজন লোকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের সর্বোচ্চ ওজন হবে –
-৫৭ কেজি
৪৭.০.২x০.০০২x০.২৫=কত?
-০.০০০১
৪৮.একটি খুটির ৫/৬ অংশ কালো এবং বাকী অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত?
-৯ মিটার
৪৯.a(a+b)/a-b কে (a+b)/a³-b³ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
-a³+a²b+ab²
৫০.একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে –
-সমকোণী ত্রিভুজ
৫১.কোনো আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুন হলে কত বছরে সুদে-মূলে তিনগুন হবে?
-৪০ বছরে
৫২.এক-দশমাংশ, এক-শতাংশ এবং এক-সহস্রাংশ এর গড় হবে –
-০.০৩৭
৫৩.একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অনুপাত হবে –
-৪: ১
৫৪.যদি a+b=√7 এবং b=a-√3 হয়, তবে ab=কত?
-1
৫৫.তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
-১২
৫৬.একটি ট্রেন ঘন্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
-৬ সেকেন্ড
৫৭.একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান। বস্তুটির আয়তন ৩৪৩ ঘন সেমি হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
-৪৯ বর্গ সেমি
৫৮.চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
-৩৬০ ডিগ্রী
৫৯.a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
-4
৬০.পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
-৬০ বছর।
৬১.অর্মত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?
-দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
৬২.পিলখানা হত্যাদিবস কবে?
-২৫ ফেব্রুয়ারি।
৬৩.ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
-গ্রাউন্ড জিরো
৬৪.জাতিসংঘ মোট কয়টি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত?
-৬টি।
৬৫.কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা যায়?
-বৈদ্যুতিক মোটর
৬৬.শীতকালে পায়ের চামড়া ও ঠোট ফাটে কেন?
-বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
৬৭.বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে?
-নাইট্রোজেন।
৬৮.মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
-৮ নং থিয়েটার রোড, কলকাতা
৬৯.২২ শ্রাবণ কেন স্মরণীয়?
-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
৭০.বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
-তৈরি পোশাক
৭১.ছয়দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
-লাহোরে
৭২.A long Walk to Freedom গ্রন্থটির লেখক কে?
-নেলসন ম্যান্ডেলা
৭৩.ডটার অব দি ইস্ট বলা হয় কাকে?
-বেনজির ভুট্টো
৭৪.প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
-কাঠমান্ড
৭৫.কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়?
-শর্করা
৭৬.লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
-মহানন্দা
৭৭.মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
-করতোয়া
৭৮.জিব্রাল্টার প্রণালি কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
-আটলান্টিক ও ভূমধ্যসাগর
৭৯.২০২১ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
-টোকিওতে।
৮০.নিচের কোন দেশ ও রাজধানীর নাম একই?
-জিবুতি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]