Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#5171
৪১.ক্রিকেট খেলায় বুলবুল, নান্নু ও আকরাম মোট ১৭১ রান করল। বুলবুল ও নান্নু এবং নান্নু ও আকরামের রানের অনুপাত ৩:২ হলে, নান্নু কত রান করেছে?
-৫৪ রান
৪২.একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি, এর ক্ষেত্রফল ১৯২ বর্গ মিটার হলে, পরিসীমা কত?
-৫৬ মিটার
৪৩.যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে কী বলে?
-অপ্রকৃত ভগ্নাংশ
৪৪.১০০ এর ৫% কত?
-৫
৪৫.৫ টাকায় ৮ টা দরে কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিল?
-১০ টাকা
৪৬.প্রতিটি লেবুর দাম ১ টাকা। ২০ হালি লেবু বিক্রয় করে রতন কত টাকা পেল?
-৮০ টাকা
৪৭.x-y=1 এবং xy=56 হলে x+y এর মান কত?
-15
৪৮.একজন নৌকার মাঝি স্রোতের প্রতিকূলে ৮ ঘন্টায় ৩২ কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে ঐ পথ যেতে মাঝির ৪ ঘন্টা লাগে। স্রোতের বেগ কত?
-২ কিমি/ঘন্টা
৪৯.একই পরিমাপের এক ডজন আমের ওজন ৫ ১/৫ কেজি। ৩৯০ কেজিতে এরূপ কয়টি আম পাওয়া যাবে?
-৯০০ টি।
৫০.পিতা ও তাদের চার সন্তানের বয়সের গড় ২২ বছর ৫ মাস। মাতা ও তাদের ঐ চার সন্তানের বয়সের গড় ২১ বছর ২ মাস। পিতার বয়স ৪৫ বছর হলে, মাতার বয়স কত?
-৩৮ বছর ৯ মাস
৫১.এক রীমে ৫০০ তা কাগজ থাকে। ১৭৫ রীমে কত তা কাগজ আছে?
-৮৭৫০০ তা কাগজ
৫২.একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রয় হলো। বইটির মূল্য কত?
-৮০ টাকা
৫৩.একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
-৫%
৫৪.একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪০ টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয়মূল্য হবে –
-৫০০ টাকা
৫৫.দুটি ক্রমিক সংখ্যার গুনফল ৬৪৯ থেকে বড়। সংখ্যা দুটি নিম্নপক্ষে কী কী হতে পারে?
-২৫, ২৬
৫৬.এক মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘন্টায় d কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে ঐ পথ যেতে তার t2 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত?
-নৌকা d/2 (1/t2+1/t1), স্রোত d/2 (1/t2-1/t1)
৫৭.এক ধরনের ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ৪৯: ১। ঐ ধরনের ২০০ কেজি ইস্পাতে কত কেজি কার্বন আছে?
-৪ কেজি
৫৮.বাংলাদেশের কোনো একটি থানার ক্ষেত্রফল ১১৭ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৯৭৫৭৮ জন। ঐ থানায় প্রতিবর্গ কিলোমিটারে গড় কত জন লোক বাস করে?
-৮৩৪ জন
৫৯.একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা ৫৫%। ঐ স্কুলে ছাত্রসংখ্যা ১১০০ হলে, মোট শিক্ষার্থীদের সংখ্যা কত?
-২০০০
৬০.জীবদেহের গঠন ও কাজের এককের নাম কী?
-কোষ
৬১.পেনিসিলিয়াম হচ্ছে –
-এক প্রকার ছত্রাক
৬২.নারিকেল কোন জাতীয় উদ্ভিদ?
-একবীজপত্রী
৬৩.বট গাছের কান্ডের আকৃতি হলো –
-গম্বুজ আকৃতি
৬৪.কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
-ক্রোমোপ্লাস্ট
৬৫.উদ্ভিদ বাতাস ও পানি হতে কোন পদার্থ গ্রহণ করে?
-নাইট্রোজেন
৬৬.কে সতীদাহ প্রথা রহিত করেন?
-লর্ড বেন্টিঙ্ক
৬৭.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?
-১৮৫৬ সালে।
৬৮.কে বাংলার হাতেম তাই নামে পরিচিত?
-হাজী মুহম্মদ মুহসীন
৬৯.এদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
-১৮৫৭ সালে।
৭০.কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনে কত সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ ছিল?
-১৯৮০ সালে।
৭১.ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯২১ সালে।
৭২.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল?
-কালুরঘাট, চট্টগ্রাম
৭৩.বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
-রাঙামাটি
৭৪.শালবন বিহার কোথায় অবস্থিত?
-ময়নামতিতে
৭৫.ধূমপান বিরোধী আইন বাংলাদেশে কবে পাস হয়?
-১৩ মার্চ ২০০৫
৭৬.পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
-ইব্রাহীম লোদি
৭৭.পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
-ওপেন হাইমার
৭৮.আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে?
-৫ জুন
৭৯.জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ বিশ্বের কোন কোন দেশে?
-ইরান-সৌদি আরব
৮০.পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১১১ দিয়ে নি:শেষ বিভাজ্য?
-১০০০০
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]