Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4717
৪১.৪০ হতে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
-৫
৪২.৯, ১২, ১৮, ৩০, ৫৪---- ধারার পরবর্তী সংখ্যা কত?
-১০২
৪৩.কোন সংখ্যাটি বৃহত্তম?
-৩/৫
৪৪.a+b=c হলে a³+b³+3abc=কত?
-c³
৪৫.একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
-চারগুন
৪৬.টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
-৫ টা
৪৭.তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
-৫২ বছর
৪৮.কোন গোলকের আয়তনের অনুপাত ৮: ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
-৪:৯
৪৯.২ থেকে শুরু করে পরবর্তী ৫ জোড় সংখ্যার গড় কত হবে?
-৬
৫০. যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে বলে –
-রম্বস
৫১.(x+5) (x+3) =কত?
-x²+2x-15
৫২.দুটি রাশির অনুপাত ৮: ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
-৭৫
৫৩.3x+7y=10 এবং 4x-y=3 হলে x ও y এর মান যথাক্রমে -
-1, 1
৫৪.ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির –
-পূরক কোণ বলে
৫৫.০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
-৪০%
৫৬.আলমাসের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমাসের বয়সের –
-১২৫%
৫৭.২/৩ / ৪/৫ এর ২০/২১=কত?
-৭/৮
৫৮.০.১x০.০১x০.০০১/০.২x০.০২x০.০০২ এর মান কত?
-১/৮
৫৯.স্কুলের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনটিই পছন্দ করে না?
-৫ জন
৬০.x-1/x=2 হলে x³-1/x³=কত?
-14
৬১.মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
-করতোয়া
৬২.কাজের একক –
-জুল
৬৩.উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
-লর্ড মাউন্টব্যাটেন
৬৪.অপারেশন সার্চলাইট কত সালে চালানো হয়?
-১৯৭১
৬৫.জীনের রাসায়নিক উপাদান –
-ডিএনএ
৬৬.একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ জাহাজের তল –
-আরও ডুববে
৬৭.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
-শেখ মুজিবুর রহমান
৬৮.যে ভাষা থেকে ইডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে?
-লাতিন
৬৯.ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?
-পর্তুগাল
৭০.কোনটি দক্ষিণ সুদানের রাজধানী?
-জুবা
৭১.বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা –
-ডব্লিউএএস ওডারল্যান্ড
৭২.বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে কোন দেশ থেকে?
-চীন
৭৩.নজরুলের মঞ্চ অবস্থিত?
-ত্রিশালে
৭৪.বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে কবে?
-১১ মার্চ ২০২০
৭৫.বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটির নাম কী?
-সিলেট
৭৬.বাংলাদেশের মুক্তিযুদ্থে নৌ-কমান্ডের সেক্টর –
-সেক্টর ১০
৭৭.চা এর আদিবাস –
-চীন
৭৮.বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
-১৯৫২
৭৯.রাশিয়ার মুদ্রার নাম –
-রুবল
৮০.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য –
-পি জে হার্টজ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]