Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4621
৪১.৫, ৯, ১, ৪ অংকগুলো দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতকগুলো সংখ্যা তৈরি করা যায়?
-১২টি
৪২.দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দুইটির অনুপাত কত?
-২: ১
৪৩.একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ১৮% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্রী আছে?
-৮১ জন
৪৪.টাকায় ১০ টা দরে আম ক্রয় করে টাকায় ৮ টা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
-২৫%
৪৫.৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২১। সমষ্টিগতভাবে ১০ টি সংখ্যার গড় কত?
-৩৪.৩
৪৬.দুটি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?
-১৪৪, ২০৪।
৪৭.দু ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। ১ম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
-২৪ দিনে।
৪৮.ঘন্টায় ৬০ কিমি বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে?
-২৪ সেকেন্ড
৪৯.বিশেষ ক্রমানুযায়ী সাজানো ১১, ১৩, ১৯, ২৯, ৪৩, ৬১ ------ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
-৮৩
৫০.গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
-৯ টাকা
৫১.২৫ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত ৪: ১। গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত ৫:১ হবে?
-৫ গ্রাম
৫২.দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে –
-সন্নিহিত কোণ
৫৩.3√3√a³-এর মান হবে -
-a 1/3
৫৪.a³-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
-(a+1)
৫৫.x²+y²=8, এবং x y=7 হলে (x+y) ²-এর মান কত হবে?
-22
৫৬.কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
-অন্ত:কেন্দ্র
৫৭.সমাধান করুন: x/5-2/7=5x/7-4/5
-1
৫৮.4a²+11a+6=0 হলে a=?
--2 এবং -0.75
৫৯.√1+√1এর বর্গ কত?
-4
৬০.Log10x=2 হলে x এর মান কত?
-100
৬১.বলধা গার্ডেন অবস্থিত কোথায়?
-ঢাকা
৬২.বুড়িমারি স্থলবন্দর কোথায়?
-লালমনিরহাট
৬৩.বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
-বঙ্গভবন
৬৪.কোন দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত?
-তুরস্ক
৬৫.নিচের কোন দেশ পারমানবিক শক্তির অধিকারী নয়?
-জার্মানি
৬৬.নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
-বায়োগ্যাস
৬৭.মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি অন্ত: নদী রয়েছে?
-৩টি
৬৮.এক গিগাবাইট=?
-১০^৯
৬৯.জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে?
-রাষ্ট্রপতি
৭০.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
-৩ মার্চ ১৯৭১
৭১.রাজধানী শহর হিসেবে বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?
-দ্বিতীয়
৭২.রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?
-আয়রন
৭৩.বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে?
-ঈশা খাঁ
৭৪.টেলিফোনের আবিষ্কারক কে?
-আলেকজান্ডার গ্রাহাম বেল
৭৫.কোন রোগে ইনসুলিন তৈরি হয় না?
-ডায়াবেটিস
৭৬.সতীদাহ প্রথা কে বিলোপ করেন?
-লর্ড বেন্টিংক
৭৭.জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
-সৈয়দ মাইনুল হোসেন
৭৮.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
৭৯.পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
-শুক্র
৮০.ঘূর্ণিঝড় আম্পান এর নামকরণ করে কোন দেশ?
-থাইল্যান্ড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]