Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4583
৪১.কাগজের পূর্বমূল্য: বর্তমান মূল্য =২: ৩, পূর্বের তুলনায় মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
-৫০%
৪২.দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য ৯ এবং সংখ্যা দুটির গুণফল ৯ অপেক্ষা বৃহত্তর। সংখ্যা দুটির নিম্নপক্ষে একটি কি হতে পারে?
-১০
৪৩.বুৎপত্তিগতভাবে জ্যামিতি শব্দের অর্থ-
-ভূমির পরিমাপ
৪৪.রঞ্জন পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৫৭৬ নম্বর পেল। সে শতকরা কত নম্বর পেল?
-৭২%।
৪৫.টাকায় ১০ টা দরে আমলকি ক্রয় করে ৮ টা দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
-২৫%
৪৬.x+1/x=√2 হলে, x²+1/x²=কত?
-০
৪৭.ধানে চাল ও তুষের অনুপাত ৭: ৩ হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
-৭০%
৪৮.১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
-৫৪ সেকেন্ড
৪৯.নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়?
-৩৫
৫০.কোন স্থানে এক সপ্তাহের বৃষ্টিপাতের পরিমাপ যথাক্রমে ২৩ সেমি, .২৭ সেমি, .০৯ সেমি, .৩৫ সেমি, .২৫ সেমি, .৩৪ সেমি ও .২৯ সেমি। ঐ সপ্তাহের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাপ কত?
-.২৬ সেমি
৫১.একটি খাসির মূল্য ১৮৫০ টাকা। এরূপ ৯৫টি খাসির মূল্য কত?
-১৭৬৭০০ টাকা
৫২.ভাজ্য ৩০০৮৬, ভাগফল ৯৮ এবং ভাগশেষ ০ হলে ভাজক কত?
-৩০৭
৫৩.১৪৪ কোন সংখ্যার ৪০%?
-৩৬০
৫৪.৮ জন লোক যে কাজ ১২ দিনে করতে পারে ৬ জন লোক সেই কাজ কত দিনে করতে পারবে?
-১৬ দিনে
৫৫.একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি ১ মিনিটে ৫ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে ১ মিটার নেমে পড়ে তবে ২৫ মিটার উচু বাশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
-১১ মিনিট
৫৬.১১+১৮+২৫+৩২------ ধারাটির ২৯ তম পদের সমষ্টি নির্নয় কর?
-৩১৬১
৫৭.দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে ৩২০ ও ২০ সংখ্যা দুটি কত?
-১৭০ ও ১৫০
৫৮.রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত?
-গণিত ৯৫, উচ্চতর গণিত ৯০
৫৯.একটি গরু ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরো ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ৮% লাভ হতো। গরুটির ক্রয় মূল্য কত?
-৬০০০ টাকা
৬০.১২.৫ এর ১.৩% =কত?
-০.১৬২৫
৬১.দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কী?
-মিটার
৬২.কর্পূর ও নিশাদলকে কোন ধরনের পদার্থ বলা হয়?
-উদ্বায়ী
৬৩.নিচের কোন প্রণালী থেকে দ্রব ও দ্রাবক দুটোই ফিরে পাওয়া যায়?
-পাতন
৬৪.আয়তন হিসেবে বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ শতকরা কত?
-০.০৩
৬৫.মাশরুম এক ধরনের –
-ছত্রাক
৬৬.ফুল ধারণের ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ কত প্রকার?
-দুই
৬৭.কোনিটি কৃষি উৎপাদিত পণ্য?
-ফলমূল
৬৮.বঙ্গভঙ্গ কখন হ্রদ হয়?
-১৯১১ সালের ১২ ডিসেম্বর
৬৯.ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট কে ছিলেন?
-লর্ড মাউন্ট ব্যাটেন
৭০.অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
-মহাত্মা গান্ধী
৭১.বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
-বেগম রাজিয়া বানু
৭২.বি. কে. এস. পি হলো –
-একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
৭৩.কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশে কে স্বীকৃতি দানর করে?
-ইরাক
৭৪.ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতাল কোন চিকিৎসাবিজ্ঞানীর অমর কীর্তি?
-ডা. মোহাম্মদ ইবরাহীম
৭৫.বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
-৪.৮ কিমি
৭৬.বাংলাদেশ কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
-২০০০
৭৭.পক প্রণালী পৃথক করেছে?
-ভারত থেকে শ্রীলংকাকে
৭৮.দ্য গার্ডিয়ান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
-লন্ডন
৭৯.ইরানের জাতীয় ভাষা কী?
-ফারসি
৮০.ডিমাইট কে আবিষ্কার করেন?
-আলফ্রেড নোবেল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    37 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]