Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4543
৪১.কোন সংখ্যাটি বৃহত্তম?
-√০.৩
৪২.বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
-৪ বছর
৪৩.একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সেমি এবং আয়তের প্রস্থ ৪ সেমি হলে, আয়তের পরিসীমা হবে –
-২৬ সেমি
৪৪.একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে –
-২৪ সেমি
৪৫.একটি কলম ২৫ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়ভ কলমটির ক্রয়মূল্য কত?
-৩০ টাকা
৪৬.করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬:৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
-৯:১৪
৪৭.পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭:২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
-৩১: ১৬
৪৮.a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান কত?
-4
৪৯.একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন সময় লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ ১ দিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন?
-৪৫
৫০.৯, ১১, ১৫, ২৩, ৩৯, ------- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
-৭১
৫১.পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
-৮৯
৫২.পূববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালে চালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালের তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?
-৪.৫%
৫৩.কোনো ত্রিভুজের তিন কোনের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে –
-অন্ত: কেন্দ্র
৫৪.বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুন। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
-৪৫ বছর, ৯ বছর
৫৫.একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তীতে সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
-১২ সেকেন্ড
৫৬.(x+3) (x-3) কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
--3
৫৭.X+1/x=√3 হলে, x³+1/x³-এর মান -
-0
৫৮.যদি x²+px+6=0 এর মূল দুটি সমান হয় এবং p>0, তবে p এর মান কত?
-√24
৫৯.x²-11x+30 এবং x³-4x²-2x-15-এর গ.সা.গু কত?
-x-5
৬০.(√3. √5) ^4-এর মান কত?
-225
৬১.বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-বগুড়া
৬২.পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ –
-পরিবেশ দূষণ হ্রাস।
৬৩.মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?
-অনেকগুলো দ্বীপ নিয়ে।
৬৪.লালবাগের কেল্লার আদি নাম কী?
-আওরঙ্গবাদ দুর্গ
৬৫.ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী?
-ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
৬৬.ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো –
-ব্যাঙের ছাতা
৬৭.রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
-চারটি
৬৮.শিক্ষকের কোন দেকে নজর দেয়া উচিত?
-অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
৬৯.স্থায়ী সালিশী আদালত কোথায়?
-দি হেগে
৭০.সীমান্ত গান্ধী নামে পরিচিত –
-খান আবদুল গাফফার খান
৭১.রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?
-আতশী কাচের
৭২.ইউরোপে রেনেসাঁ শুরু হয় –
-চতুর্দশ শতাব্দীতে।
৭৩.উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
-আফ্রিকা
৭৪.হিজরী সন গণণা করা হয় কোন সাল থেকে?
-৬২২ সালে।
৭৫.কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
-এবি রক্তগ্রুপকে
৭৬.সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
-বৃহস্পতি
৭৭.মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
-মালাক্কা প্রণালী
৭৮.আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি-উক্তিটি কার?
-ফিদেল ক্যাস্ট্রোর
৭৯.সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা আছে?
-২৮ (২) নং অনুচ্ছেদে
৮০.বিকেএসপি হলো একটি –
-ক্রীড়া সংস্থার নাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]