Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4504
১০১.’এফবিআই’ গোয়েন্দা সংস্থাটি যে দেশের –
-যুক্তরাষ্ট্র
১০২.২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি?
-এসডিজি
১০৩.জাতিসংঘের শর্তানুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে ৩ বছরের গড় মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে –
-১১৯০ ডলার
১০৪.মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি। - কে বলেছেন?
-এরিস্টটল
১০৫.দ্বন্দাত্মক বস্তুবাদ তত্ত্বের প্রবক্তা –
-কার্ল মার্কস
১০৬.অন্ধদের জন্য শিক্ষাপদ্ধতি ব্রেইল এর আবিষ্কারক লুই ব্রেইল কোন দেশের নাগরিক?
-ফ্রান্স
১০৭.আফগানিস্তান কোন জাতিগোষ্ঠীর সংখ্যাগুরু?
-পশতুন
১০৮.পৃথিবীর কোন অঞ্চল বলকান নামে পরিচিত?
-দক্ষিণ-পূর্ব ইউরোপ
১০৯.সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি?
-এএফপি
১১০.কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জের অন্তর্ভুক্ত নয়?
-ইউক্রেন
১১১.ক্যাথে কোন দেশের পুরাতন নাম?
-চীন
১১২.দক্ষিণ আমেরিকা থেকে ওআইসির একমাত্র সদস্য দেশ –
-সুরিনাম
১১৩.উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম –
-সুপ্রিম পিপলস এসম্বলি
১১৪.ইউএনডিপি প্রতি বছর মানব উন্নয়ন রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করে কত সাল থেকে?
-১৯৯০ সাল
১১৫.জাতিসংঘ মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে কী নামে অভিহিত করেছে?
-জাতিগত নিধন
১১৬.জাতিসংঘ শিশু তহবিল এর প্রধান কার্যালয় কোথায়?
-নিউইয়র্ক
১১৭.জাতিসংঘের যে অঙ্গ সংস্থাটির কার্যক্রম বর্তমানে স্থগিত –
-অছি পরিষদ
১১৮.ভূমি মাইন নিষিদ্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি –
-অটোয়া চুক্তি
১১৯.স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে –
-আলজেরিয়া
১২০.গ্রিসের দার্শনিক নন –
-ভলটেয়ার
১২১.বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের –
-উত্তর-পশ্চিম অঞ্চলকে
১২২.কত নম্বরে ডায়াল করলে আবহাওয়া ও দুর্যোগের সর্বশেষ তথ্য পাওয়া যাবে?
-১০৯৪১
১২৩.সিলিকন ভ্যালি যে দেশে অবস্থিত –
-যুক্তরাষ্ট্র
১২৪.গাবখান চ্যানেল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত –
-ঝালকাঠি
১২৫.পূর্ব জার্মানি ও পোল্যান্ডের সীমা নির্ধারক –
-ওডারনীস লাইন
১২৬.বিশ্বের সবচেয়ে গভীরতম সাগরের নাম –
-ক্যারিবিয়ান সাগর
১২৭.চাবাহার সমুদ্র বন্দর যে দেশে অবস্থিত –
-ইরান
১২৮.UNEP এর সদর দপ্তর –
-নাইরোবি, কেনিয়া
১২৯.পৃথিবীর মজুদ পানির মধ্যে স্বাদু পানির পরিমাণ –
-২ শতাংশ
১৩০.কত রিখটার স্কেল মাত্রা ভূমিকম্পের জন্য মারাত্মক?
-৭
১৩১.সবচেয়ে মূল্যবান ধাতু –
-প্লাটিনাম
১৩২.লিউকোমিয়া কী?
-ব্লাড ক্যান্সার
১৩৩.সবচেয়ে দীর্ঘায়ু প্রাণী?
-কচ্ছপ
১৩৪.মানব দেহে পানির পরিমাণ শতকরা –
-৪০-৫০%
১৩৫.কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না?
-ভিটামিন সি
১৩৬.কোনটি রক্ত আমাশয়ের জীবাণু?
-সিগেলা
১৩৭.অতিরিক্ত গ্লকোজ গ্লাইকোজেন নামে দেহের কোন অংশ জমা থাকে?
-যকৃত
১৩৮.পেপটিক আলসার রোগ নির্নয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা –
-এন্ডোসকপি
১৩৯.মানবদেহে সবচেয়ে কঠিন পদার্থ হলো –
-এনামেল
১৪০.ঈস্টের সম্পর্ক নেই কোন শিল্পে?
-সাইট্রিক এসিড উৎপাদনে
১৪১.ইকনোগ্রাফী হচ্ছে –
-জমির নকশা প্রস্তুত বিদ্যা
১৪২.বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে কিসের জন্য?
-আহ্নিক গতির জন্য
১৪৩.কোনটি বিজারক পদার্থ?
-হাইড্রোজেন
১৪৪.পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
-আলোকবর্ষ
১৪৫.রক্তে হিমোগ্লোবিনের তৈরি করে কোনটি?
-খনিজ লবণ
১৪৬.কম্পিউটারের ম্যাকানিকাল ডিভাইসকে বলা হয় –
-হার্ডওয়্যার
১৪৭.OCR এর পূর্ণরূপ কী?
-Optical Character Recognition
১৪৮.কম্পিউটারে গেমস খেলার জন্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করে –
-জয়স্টিক
১৪৯.google. com দ্বারা কি বোঝানো হয়?
-ডোমেইন নেইম
১৫০.নিচের কোনটি সি-ড্রাইভে থাকে?
-উইন্ডোজ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1397 Views
    by tamim
    0 Replies 
    1476 Views
    by afsara
    0 Replies 
    1303 Views
    by afsara
    0 Replies 
    1347 Views
    by afsara
    0 Replies 
    480 Views
    by romen