Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4503
৪১.যদি ক:খ =৫:৪ এবং ক:গ=৬:৫ হয়, তবে গ:খ=?
-২৫:২৪
৪২.একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে। এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
-১১ সেকেন্ড।
৪৩.১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত?
-১৫০০ টাকা
৪৪.একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?
-২৫০ টাকা
৪৫.a+b=12 এবং ab=35 হলে a²+b² এর মান কত?
-74
৪৬.৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
-২৪ দিনে
৪৭.এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন, প্রথম ৪ দিনের গড় আয় ৪০ টাকা হলে, বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
-৪৩ টাকা
৪৮.৭, ১০, ১৬, ২৮, ৫২ ------ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
-১০০
৪৯.√1+√1এর বর্গ কত?
-4
৫০.দুইটি সংখ্যার গ.সা.গু ১৬ এবং ল.সা.গু ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি কত?
-৬৪
৫১ a²bc, ab²c, abc² এর ল.সা.গু –
-a²b²c²
৫২.x²-y²+2x+1 এর একটি উৎপাদক কত?
-x+y+1
৫৩.কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ও ৫ ভাগশেষ থাকবে?
-১২
৫৪.(০.০০৪) ² =কত?
-০.০০০০১৬
৫৫.একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
-চারগুন
৫৬.x-1/x=2 হলে, x^4+1/x^4=কত?
-34
৫৭.কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
-৮/১১
৫৮.9a²+16b² রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ন বর্গ হবে?
-24 ab
৫৯.কোনো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
-ভরকেন্দ্র
৬০.৬, ৮, ১০, এর গাণিতিক গড় ৭, ৯ কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
-৮
৬১.পিসিকালচার বলতে কি বোঝায়?
-মৎস চাষ
৬২.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
-ধর্মপাল
৬৩.DOS কী?
-Disk Operating System.
৬৪.পূর্বাশা দ্বীপের অপর নাম –
-দক্ষিণ তালপট্টি দ্বীপ
৬৫.ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
-১৭৮৯ সালে।
৬৬.একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
-২০৬
৬৭.মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়ণিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় –
-পরমাণু
৬৮.হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় –
-নিউইয়র্ক থেকে
৬৯.বিদ্যুৎ প্রবাহের একক –
-অ্যাম্পিয়ার
৭০.শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে –
-মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ
৭১.মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে –
-কুমেরু
৭২.বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
-৭ ধরনের
৭৩.আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
-বেরিং প্রণালী
৭৪.ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
-১৭৭০ সালে।
৭৫.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি ছিল কী?
-সিপাহি
৭৬.বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি?
-২৪টি
৭৭.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
-ইরাক
৭৮.জাতীয় সংষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত?
-৫০
৭৯.বাংলাদেশের গণপরিষদে সংসদ নেতা কে ছিলেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮০.পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
-১৯৫০ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]