Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4484
১.বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি?
-৫০টি
২.কোন বাক্যটি সঠিক?
-গরু-ছাগলের বিরাট হাট
৩.যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না --- এক কথায় কি হবে?
-বনস্পতি
৪.হাত-ভারি বাগধারার অর্থ কী?
-কৃপণ
৫.জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কী?
-স্থাবর
৬.বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা –
-৭টি
৭.কোনটি শুদ্ধ বানান?
-গৃহিণী
৮.তপোবন এর সন্ধি বিচ্ছেদ –
-তপ:+বন
৯.চাঁদের হাট এর অর্থ কী?
-প্রিয়জন সমাগম
১০.বাংলাদেশের স্বপ্ন দ্যাখে কাব্যগ্রন্থটির কার রচনা?
-শামসুর রহমান
১১.বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
-ইন্দ্রনাথ
১২.কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
-নিত্য সমাস
১৩.পুষ্প এর সমার্থক শব্দ নয় –
-অবনি
১৪.মুনীর চৌধুরী রচিত মুখরা রমনী বশীকরণ একটি –
-অনুবাদক নাটক
১৫.কোন বানানটি শুদ্ধ?
-সমভিব্যাহারে
১৬.কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
-হাতাহাতি
১৭.কোনটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
-গগণে গরজে মেঘ ঘন বরষা
১৮.ধন হইতে সুখ হয় না। - বাক্যের নিম্নরেখ একটি কোন কারকে কোন বিভক্তি?
-অপাদানে ৫মী।
১৯.কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে উঠে, এসো মোর দাদা। - পঙক্তিটির কোন কবির রচয়িতা?
-রবীন্দ্রনাথ ঠাকুর
২০.হনন করার ইচ্ছা –
-জিঘাংসা
২১.He was entrusted ___ the care of his uncle. বাক্যের শুন্যস্থানে সঠিক শব্দ বসবে?
-to
২২.নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-Paper is made from wood
২৩.কোনটি Feasible শব্দের সমার্থক শব্দ?
-Impossible
২৪.Let him sing a song. বাক্যটি সঠিক পরিবর্তিত Voice হবে –
-Let a song be sung by him
২৫.কোনটি Material Noun?
-Paper
২৬.The disgruntled man grumbled ____ his fate. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে –
-at
২৭. Bring to book অর্থ হচ্ছে –
-Rebuke
২৮.কোনটি শুদ্ধ বানান?
-commemorate
২৯.Where ____? In London.
-Where you born
৩০.নিচের কোন বাক্যটি শুদ্ধ?
-Lake Chilka is in Oissa
৩১.Gender কত প্রকার?
- চার প্রকার
৩২.Throww cold water on-এর অর্থ হচ্ছে -
-Damp the spirits
৩৩.Antonym of the world ‘Fantasy’ is –
-Fact
৩৪.He said that he had come to see me. বাক্যের Direct speech হচ্ছে -
-He said, I have come to see you
৩৫.He is poor but honest বাক্যে conjunction কোনটি?
-but
৩৬.Mother laughs বাক্যে laugh কিসের উদাহরণ?
-Intransitive verb
৩৭.If we had a boat, we ____ the river.বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
-would cross
৩৮.নিচের কোনটি শুদ্ধ বাক্য?
-Let you and me do it
৩৯. কোনটি Handy শব্দের সমার্থক -
-useful
৪০. কোনটি Reflexive pronoun?
-Myself
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    19 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]