Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4463
১.’অত্যাধিক, অদ্যপি, অনাটন’-এসব শব্দে অপপ্রয়োগ ঘটেছে –
-উচ্চারণ দোষের
২.কোনটি শুদ্ধ?
-নৈর্ঋত
৩.কোনটি শুদ্ধ বাক্য?
-বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
৪.’Adhoc’ এর পারিভাষিক অর্থ –
-আনুষ্ঠানিক
৫.কিরণ-এর সমার্থক নয় –
-অলক
৬.সঠিক বিপরীত শব্দযুগল –
-অনাবিল-আবিল
৭.উষ্মধ্বনির নয় –
-র
৮.সমীভবনের উদাহরণ –
-পাঁচজন>পাঁজ্জন
৯.কোনটি গুণবাচক শব্দ?
-তারুণ্য
১০.কেরানি শব্দটি যে ভাষার –
-পর্তুগিজ
১১.একবিংশ হচ্ছে –
-পূরণবাচক শব্দ
১২.গরুর শকট যে দোষে দুষ্ট –
-গুরুচন্ডালী
১৩.হযরত মুহম্মদ (স.) ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি যে শ্রেনীর –
-সরল
১৪.শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় –
-শ্র+√ধা+আ
১৫.প্রিয়ংবদা শব্দটি যে সমাস –
-উপপদ তৎপুরুষ
১৬.কোনটি মৈমনসিংগ গীতিকার উপাখ্যান?
-মহুয়া
১৭.গুপিচন্দ্রের সন্ন্যাস যে বাংলা ভাষার রচিত গ্রন্থ প্রথম করেন –
-শুকর মাহমুদ
১৮.বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাঙ্গলা বৌদ্ধগান ও দোহা প্রকাশিত হয় –
-১৯১৬ সালে
১৯.মধ্যযুগের কবি নন –
-ঈশ্বরচন্দ্র গুপ্ত
২০.বল্মীক শব্দের অর্থ –
-উইপোকার ঢিবি
২১.কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য –
-দোলনচাঁপা
২২.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা এবং বাংলা গদ্য সাহিত্যের প্রথম লোকগাঁথা –
-প্রভাবতী সম্ভাষণ
২৩.পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন –
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৪.কোনটি সঠিক?
-পদ্মারাগ-বেগম রোকেয়া
২৫.কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন –
-মীর মশাররফ হোসেন
২৬.আর্জেন্টিনা মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে রবীন্দ্রনাথ যে কাব্যগ্রন্থটি উপসর্গ করেন –
-পূরবী
২৭.কোনটি কবি আল মাহমুদের কাব্যগ্রন্থ?
-সোনালি কাবিন
২৮.নজরুল ইসলামের জীবদ্দশায় অপ্রকাশিত যে কাব্যটি সম্প্রতি প্রকাশিত হয়েছে –
-নির্ঝর
২৯.বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বপ্রথম মহাকাব্য ও সনেট রচয়িতা-
-কায়কোবাদ
৩০.ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য –
- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য
৩১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বামুনের মেয়ে যে ধরনের রচনা –
-উপন্যাস
৩২.প্রকৃতির পরিহাস, মন পবন, যৌবন জ্বালা, কামিনী কাঞ্চন ছোটগল্পের রচয়িতা –
-অন্নদাশংকর রায়
৩৩.সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি উপন্যাসের চরিত্র কোনটি?
-সাফিয়া
৩৪.যে সাহিত্যিক ভারত সরকারের মন্ত্রী ছিলেন –
-হুমায়ুন কবির
৩৫.সুদীপ্ত শাহীন যে উপন্যাসের চরিত্র –
-রাইফেল রোটি আওরাত
৩৬.Identify the clause of the underlined portion: It has true that they have gone.
-Noun clause
৩৭.Razzmatazz means:
-A noisy activity
৩৮.The correct spelling is:
-Jewellry
৩৯._____ amazing song hunted me for a long time.
-That
৪০.The correct sentence of the following:
-A new cabinet has been sworn in Dhaka
৪১.The doctor suggested the patient ____ weight.
-lose
৪২.The last word of the proverb, Handsome is that handsome’ ____.
-dose
৪৩.Give her a telephone number to ring ----- she gets lost.
-in case
৪৪.The synonym of franchise:
-Privilege
৪৫.The opposite word of ‘sluggish’:
-Animated
৪৬.The correct spelling is:
-Humorous
৪৭.Equivocation means:
-Two contrary things in the same statement
৪৮.The word imbibe means:
-to drink
৪৯.The prefix ‘ir’ can be added:
-rational
৫০.This could have worked if I ----- been more far-sighted.
-had
    Similar Topics

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]