Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4383
১.বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
-চর্যাপদ
২.সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি -চরণটি কোন কবির রচনা?
-দ্বিজেন্দ্রলাল রায়
৩.At a stretch means –
-without break
৪.তিনজন লোকের ওজনের গড় ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম। এদের একজনের সর্বোচ্চ ওজন হবে –
-৫৭ কেজি
৫.Which word is in Feminine gender?
-Nun
৬.একটি খুটির ৫/৬ অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটিটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ৬ মিটার হলে সম্পূর্ন খুটিটির দৈর্ঘ্য কত?
-৯ মিটার
৭.কোনো আসল ২০ বছরে সুদে-মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে তিনগুণ হবে?
-৪০ বছরে
৮.একটি ট্রেন ঘন্টায় ৬০ কিমি বেগে চলে। ১০০ মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে?
-৬ সেকেন্ড
৯.বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
-তৈরি পোশাক
১০.নিচের কোন দেশ ও রাজধানীর নাম একই?
-জিবুতি
১১.ক্ষীয়মাণ এর বীপরীত শব্দ কি?
-বর্ধমান
১২.প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
-প্রাত:+আশ
১৩.কোন বানানটি শুদ্ধ?
-মুহুর্মুহু
১৪.নামায ও রোজা শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে?
-ফারসি
১৫.The antonym of Hostile is ____.
-Friendly
১৬.Which one is singular?
-News
১৭.Choose the correct spelling ___
-Supercilious
১৮.দুটি সংখ্যার গুণফল ১৩৭৬। সংখ্যা দুটির ল.সা.গু কত?
-১৬
১৯.পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৮৪ বছর। দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫:৩ থাকলে, ১০ বছর পরে এ অনুপাত কি হবে?
-১৫: ১১
২০.সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে?
-ভারত
২১.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
-সোনারগাঁয়ে
২২.তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
-১০ জানুয়ারি ১৯৬৬ সালে
২৩.কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-
-বাইনারি
২৫.ঈ-প্রত্যয়যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি?
-ছাত্রী
২৬.জীবনান্দদাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক?
-স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা
২৭.বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
-৬০ জন
২৮.বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয়, কারণ –
-শীতকালে ঠান্ডায় তার সংকুচিত হয়
২৯.বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
-১৯৫৫ সালে
৩০.উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে সংঘটিত হয়?
-১৮৫৭ সালে
৩১.বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের?
-শ্রীলংকা
৩২.ড় ও ঢ় উচ্চারণের দিক থেকে কোন প্রকারের ধ্বনি?
-তাড়নজাত ধ্বনি
৩৩.প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
-প্রতি+উষ
৩৪.গঠনগতভাবে শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
-দুই
৩৫.কোন প্রণালিতে দ্রবণীয় কঠিন দ্রব্য ফেরত পাওয়া যায়?
-বাষ্পীকরণ
৩৬.বায়ুর একটি বৃহৎ উপাদান –
-নাইট্রোজেন
৩৭.প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন?
-লক্ষণ সেন
৩৮.বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে অগ্রাধিকার মূলক বাণিজ্য চুক্তি করে?
-ভুটান
৩৯.বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক?
-নাফ
৪০.Macbeth is a ____.
-play
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]