Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4362
১৫১.গ্রাফিক্স ট্যাবলেট দেখতে কেমন?
-স্লেটের মতো
১৫২.কোনটির ভাষা উচ্চস্তরের?
-পাসকেল
১৫৩.হ্যাকারদের উদ্দেশ্য –
-টাকা কামানো
১৫৪.হার্ডওয়্যার ফায়ারওয়াল কিসের সাথে যুক্ত?
-নেটওয়ার্ক
১৫৫.স্টোরেজ ডিভাইস এর সবচেয়ে প্রচলিত পদ্ধতি কোনটি?
-magnetic
১৫৬.ইন্টারনেটের সংযোগ দিতে কোন যন্ত্রটির প্রয়োজন নেই?
-আইপিএস
১৫৭.মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটি-তে অনলাইন কোর্স রেজিস্ট্রেশনের জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে?
-http://ocw.mit.edu/indea.htm
১৫৮.স্যাটেলাইট সংযোগে লোকাল এন্টেনার ব্যবহারকে বলে -
-VSAT
১৫৯.কালার মনিটরের পিক্সেল কতগুলো কালার ডট এর সংমিশ্রণ?
-৩টি
১৬০.দুর্নীতি করে আর্থিক লেনদেন করলে সেটি কোথায় জমা হয়?
-তথ্যভান্ডারে
১৬১.একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
-২ লি.
১৬২.বার্ষিক ৪ ১/২% হার সুদে কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?
-৭০০ টাকা
১৬৩.x/y + y/3=1, x/3 + y/2 = 1 সমীকরণদ্বয়ের (x, y) = কত?
- (6/5, 6/5)
১৬৪.X+ y =14 হলে x yেএর বৃহত্তম মান কোনটি?
-49
১৬৫.x> y এবং x y<0 হলে, নিচের কোনটি ঋণাত্মক হবে?
-y
১৬৬.4x^4- 25x²+36 রাশিটির মোট কয়টি উৎপাদক আছে?
-4
১৬৭.A (x+b) < c এবং a<0 হলে অসমতাটির সমাধান নিচের কোনটি?
-x> c/a – b
১৬৮.Log2 (1/32) এর মান -
--5
১৬৯.1²+2²+3²+----+x² এর মান কত?
-x (x+1) (2x+1)/6
১৭০.৭০॰ কোণের সম্পূরক কোণ কোনটি?
-১১০॰
১৭১.যদি ত্রিভূজের দুই বাহুর দৈর্ঘ্য ৫” এবং ৬” হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য --- হতে পারে না।
-১২”
১৭২.একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৬ মিটার। চতুর্ভূজটির পরিসীমা কত?
-২৮ মিটার।
১৭৩.একটি জরিপে দেখা গেছে যে একদল মানুষের মধ্যে ৫০% এর আয়োডিনের অভাবে, ৩০% ডায়বিটিসে, ২০% এর উভয় সমস্যায় ভুগছে। কত % লোক কোন সমস্যায় ভুগছে না?
-৪০
১৭৪.কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
-৭০
১৭৫.RAJSHAHI শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস BARISAL শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার কতগুন?
-৪ গুন।
১৭৬.It is impossible to hold a free and fair election without ____.
-monitoring
১৭৭.EXERCISE: STRONG: :
-read: knowledge
১৭৮.The notion that a parasite can alter the behaviour of a host organism is not mere fiction indeed the phenomenon is not even II
-imaginable
১৭৯.You should ask the ___ about the train timing.
-station master


৮০.x²y³/ y²=?
-x²y
৮১. ৮০%=?
-৪/৫
৮৩.it is the impossible for an owl ___.
-to see in the daylight
৮৪.একটি মাকড়সার একটি তৈলাক্ত দেয়ালে ওঠতে শুরু করল। মাকড়সাটি প্রথম সেকেন্ডে ৩ মিটার ওঠে এবং দ্বিতীয় সেকেন্ড এ ২ মিটার নামে। মাকড়সাটি ১৩ মিটার উঁচু দেয়াল ওঠতে কত সময় লাগবে।
-১১ সেকেন্ড
৮৫.Tidalwave: Landslide : : Downpour: ?
-Flood
৮৬.ধারার পরবর্তী অক্ষর কী হবে?
য়, হ, শ --
-য
৮৭.শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
-১৬
৮৮.শত্রু : মিত্র: : জিঘাংসা: ?
-উপচিকীর্ষা
৮৯.১,৩,১৬ ১,৩, ১২ ১,৩, ?
-৮
১৯০.কোনটি শুদ্ধ বানান?
-প্রব্রজ্যা
১৯১.বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সংকটে ভূমিকা সবচেয়ে বেশি তা হলো –
-সংলাপ
১৯২.কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন না –
-আমলা
১৯৩.আধুনিক সরকার ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হলো –
-আমলাতন্ত্র
১৯৪.শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় ২০০৭ সালের –
-১ নভেম্বর
১৯৫.যে মামলার রায়ের প্রেক্ষিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় –
-মাজদার হোসেন
১৯৬.শারীরিক মূল্যবোধকে সৌন্দর্য বোধ হিসেবে আখ্যায়িত করেছে –
-এডওয়ার্ড স্প্রেঙ্গারস
১৯৭.বিখ্যাত মনীষি ভলতেয়ার বলেছেন, তুমি যা বল আমি তা মানি না কিন্তু একথা বলার জন্য তোমার যে অধিকার তা রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত- উক্তিটি নিশ্চিত করে –
-গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ
১৯৮.বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে –
-২১ নং
১৯৯.সমাজে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সংবিধানের যে অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে –
-২১ নং
২০০.অংশগ্রহণমূলক পদ্ধতিতে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। - এই অভিমতটি যে সংস্থার –
-ADB
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1350 Views
    by tamim
    0 Replies 
    991 Views
    by afsara
    0 Replies 
    1078 Views
    by afsara
    0 Replies 
    1187 Views
    by afsara
    0 Replies 
    319 Views
    by romen

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]