Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#602
বাংলা
১. কোনটি নজরুল ইসলামের রচিত নয়?
ক) ভাঙ্গার গান
খ) সাম্যবাদী
গ) অশ্রুমালা
ঘ) চন্দ্রবিন্দু

২. ‘কমলাকান্তের দপ্তর’ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের একটি-
ক) উপন্যাস
খ) ঐতিহাসিক উপন্যাস
গ) নাটক
ঘ) রম্যরচনা গ্রন্থ

৩. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক) বিদ্রোহী
খ) আনন্দময়ীর আগমনে
গ) অগ্রপথিক
ঘ) কাণ্ডারী হুঁশিয়ার

৪. “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
ক) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ) সুনীতি কুমার চট্রোপাধ্যায়
ঘ) মুহাম্মদ এনামুল হক

৫. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান

৬. “একেই কি বলে সভ্যতা”-কে লিখেছেন?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) মীর মোশাররফ হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৭. “পথিক, তুমি কি পথ হারাইয়াছ?”-উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
ক) উদাসীন পথিকের মনের কথা
খ) কপালকুণ্ডলা
গ) কৃষ্ণকান্তের উইল
ঘ) শ্রীকান্ত

৮. কোন দুটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
ক) একাত্তরের বিজয়গাঁথা ও নদীবক্ষে
খ) যাপিত জীবন ও বিরহবিলাপ
গ) বকুলপুরের স্বাধীনতা ও হাঙর নদী গ্রেনেড
ঘ) একাত্তরের দিনগুলো ও আমি বীরাঙ্গনা বলছি

৯. বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি

১০. “অর্থলোভী” শব্দের কোন বিশ্লেষণটি সঠিক?
ক) অর্থ+লোভী
খ) অর্থ+লোভ+ঈ
গ) অর্থলোভ+ঈ
ঘ) অর্থ+লোভ+ই

১১. নিচের কোনটি স্ত্রীবাচক প্রতিশব্দ নয়?
ক) রমণী
খ) অঙ্গনা
গ) বামা
ঘ) ইপ্সা

১২. “চাঁদ সওদাগর” কোন মঙ্গলকাব্যের প্রধান চরিত্র?
ক) মনসামঙ্গল
খ) কালিকামঙ্গল
গ) ধর্মমঙ্গল
ঘ) চণ্ডীমঙ্গল

১৩. কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি?
ক) বেণী
খ) কোরান
গ) শ্রবণ
ঘ) গণ

১৪. “গোঁফ-খেজুরে” কোন অর্থে ঠিক?
ক) অধম
খ) নির্বিকার
গ) অলস
ঘ) অকর্মণ্য

১৫. কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো?
ক) সমাচার দর্পণ
খ) সুধাকর
গ) বঙ্গদর্শন
ঘ) সবুজপত্র

১৬. বাউল গানের বিশেষত্ব কি?
ক) আধ্যাত্ম বিষয়ক
খ) মারেফাত
গ) প্রেম বিষয়ক
ঘ) মরমীবাদ

১৭. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
ক) চলিত-ভাষা
খ) সাধু-ভাষা
গ) উপ-ভাষা
ঘ) মিশ্র-ভাষা

১৮. ক্রিয়াপদের মূলকে কি বলে?
ক) প্রকৃতি
খ) প্রত্যয়
গ) ক্রিয়া
ঘ) সর্বনাম

১৯. দেশী শব্দ কোনটি?
ক) চাঁদ
খ) ঈদ
গ) ডাব
ঘ) চশমা

২০. কোনটি সংস্কৃত তৎসম শব্দ?
ক) তখন
খ) বামুন
গ) যাতনা
ঘ) অগ্রহায়ণ

২১. “সোনামুখি” কোন সমাস?
ক) উপমান
খ) উপমিত
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী

২২. “রনি তাস খেলে”-এ বাক্যেটি কোন কারক?
ক) অধিকরণ
খ) অপাদান
গ) করণ
ঘ) কর্তৃ

২৩. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক) বাংলা
খ) ইংরেজি
গ) উর্দু
ঘ) ফারসি

২৪. ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত?
ক) মাত্রাবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর

২৫. ‘শুনহে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’-এর রচয়িতা কে?
ক) শওকত ওসমান
খ) সেলিম আলদীন
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) সৈয়দ শামসুল হক
ইংরেজি
২৬. I will phone you when I ---- the news.
ক) am getting
খ) will get
গ) get
ঘ) will have getting
২৭. The light went out while I-----.
ক) read
খ) was reading
গ) had read
ঘ) had been reading

২৮. Four and four ----eight.
ক) make
খ) makes
গ) made
ঘ) mades

২৯. The child cried for ---- mother.
ক) his
খ) her
গ) its
ঘ) none

৩০. The correct passive form of- ‘Do the work’ is-
ক) The work should be done.
খ) The work has to be done.
গ) Let the work be done.
ঘ) Let the work to be done.

৩১. Which one of the following sentences is correct?
ক) Rintu was hanged for murder.
খ) Rintu was hung for murder.
গ) Rintu is hung for murder.
ঘ) Rintu is being hanging for murder.

৩২. It we had a boat, we ----the river.
ক) would cross
খ) would make crossed
গ) will cross
ঘ) will be crossing

৩৩. Had I been rich, I (help) her.
ক) would have help
খ) Would have helped
গ) will help
ঘ) will have helped

৩৪. The boy takes after his father-এর সঠিক অনুবাদ।
ক) ছেলেটি তার পিতার ওপর ক্ষিপ্ত
খ) ছেলেটি তার পিতাকে অনুসরণ করে থাকে
গ) ছেলেটি তার পিতার মতো
ঘ) ছেলেটি তার পিতাকে দেখাশোনা করে

৩৫. “শেষ ভালো যার সব ভালো তার”-সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক) Those who end well, has all well
খ) He who ends well, has well in all
গ) All’s well that ends well
ঘ) all well, if well is the end

৩৬. He is devoid ----- commonsense.
ক) of
খ) at
গ) from
ঘ) introduction

৩৭. The man died ----- overeating.
ক) by
খ) of
গ) for
ঘ) from

৩৮. Maiden speech means-
ক) Late speech
খ) Early speech
গ) Final speech
ঘ) First speech

৩৯. What is the meaning of “swan song”?
ক) first work
খ) last work
গ) middle work
ঘ) early work

৪০. The captain left the boat, because it----
ক) turned down
খ) turned up
গ) turned bottom
ঘ) turned over

৪১. You should take ----- swimming.
ক) to
খ) on
গ) up
ঘ) off

৪২. Change the narration: I said, ‘Do it’.
ক) I said that it should be done
খ) I said that let it be done
গ) I said to do it
ঘ) I ordered to do it

৪৩. He said, “What a pity!” বাক্যের indirect speech হচ্ছে-
ক) He said that it was a great pity.
খ) He exclaimed that it is a great pity.
গ) He exclaimed that it was a great pity.
ঘ) He said that it is a great pity.

৪৪. “Plebiscite” is a term related to-
ক) Medicine
খ) Technlogy
গ) Politics
ঘ) Law

৪৫. The synonym of ‘pragmatic’ is-
ক) wasteful
খ) practical
গ) productive
ঘ) fussy

৪৬. The antonym of ‘Bankrupt’ is-
ক) thoughtless
খ) changeable
গ) crequent
ঘ) wealthy

৪৭. Select the correctly spelt words:
ক) liutenant
খ) lieutenant
গ) lieftenant
ঘ) lietenant

৪৮. Homely শব্দটি কোন Parts of Speech?
ক) Noun
খ) Pronoun
গ) Adjective
ঘ) Adverb

৪৯. Who is the English ‘Epic’ poet?
ক) John Keats
খ) John Milton
গ) Load Tennyson
ঘ) William Wordsworth

৫০. Who is considered to be the father of English Prose?
ক) Francis Bacon
খ) King Alfred the Great
গ) Henry Fielding
ঘ) Geoffrey Chaucer
গণিত
৫১. P, Q, R এর দৈনিক আয়ের সমষ্টি 90 টাকা। যদি Q এর আয় P এর চেয়ে 10 টাকা বেশি হয় এবং R এর আয় Q এর আয়ের দ্বিগুণ হয়, তবে P এবং Q এর দৈনিক গড় আয় কত?
ক) 10 Tk
খ) 20 Tk
গ) 30 Tk
ঘ) 40 Tk

৫২. ৫:১৮, ৭:২ এবং ৩:৬-এর মিশ্র অনুপাত কত?
ক) ৭২:১০৫
খ) ১০৫:৭২
গ) ৩৫:৭২
ঘ) ৭২:৩৫

৫৩. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩:৪:৫ হলে, কোণ তিনটিকে ডিগ্রীতে প্রকাশ করুন।
ক) ৩০, ৪০, ৫০ ডিগ্রী
খ) ৪২, ৫৬, ৭০ ডিগ্রী
গ) ৪৫, ৬০, ৭৫ ডিগ্রী
ঘ) ৪৮, ৬৪, ৮০ ডিগ্রী

৫৪. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
ক) ২ লিটার
খ) ৩ লিটার
গ) ৪ লিটার
ঘ) ৫ লিটার

৫৫. ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ-এর মূলধন সমান কিন্তু গ-এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
ক) ১৪ টাকা
খ) ১৬ টাকা
গ) ২০ টাকা
ঘ) ২৪ টাকা

৫৬. ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
ক) ৭৬
খ) ৮৬
গ) ৯৬
ঘ) ১০৬

৫৭. যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
ক) ৪ দিনে
খ) ৬ দিনে
গ) ৮ দিনে
ঘ) ১০ দিনে

৫৮. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
ক) ৭ দিনে
খ) ৯ দিনে
গ) ১২ দিনে
ঘ) ১৪ দিনে

৫৯. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৮ কি: মি: ও ৬ কি: মি:। নদীপথে ৪৮ কি: মি: অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
ক) ৫ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৭ ঘন্টা
ঘ) ৮ ঘন্টা

৬০. একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ড এবং ১০০ মিটার দীর্ঘ অপর একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
ক) ১৮২ মিটার
খ) ১৮৪ মিটার
গ) ১৮৬ মিটার
ঘ) ১৮৮ মিটার

৬১. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার ৩ মিনিট পরে একটি নল বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৫ মিনিট সময় লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
ক) ১৫ মি., ২০ মি.
খ) ২০ মি., ১৫ মি.
গ) ১০ মি., ১৫ মি.
ঘ) ১৫ মি., ১০ মি.

৬২. ০.০২৩ এর ১% হচ্ছে?
ক) ০২৩
খ) ২.৩
গ) ০.০০২৩
ঘ) ০.০০০২৩

৬৩. ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
ক) ৫০০০ টাকা
খ) ৫২৫০ টাকা
গ) ৫৫০০ টাকা
ঘ) ৫৭৫০ টাকা

৬৪. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক) ২৫০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ৩৫০ টাকা
ঘ) ৪০০ টাকা

৬৫. ৪ টাকায় ১ টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি

৬৬. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক) ১৫ টাকা
খ) ২০ টাকা
গ) ২৫ টাকা
ঘ) ৩০ টাকা

৬৭. ৫ বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ হলে পিতার বর্তমান বয়স কত?
ক) ৬৫ বছর
খ) ৬০ বছর
গ) ৫৫ বছর
ঘ) ৫০ বছর

৬৮. ৪ কি.মি./ঘন্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কি.মি./ঘন্টা বেগে চললে তার চেয়ে ১ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
ক) ১০ কি.মি.
খ) ২০ কি.মি.
গ) ৩০ কি.মি.
ঘ) ৪০ কি.মি.

৬৯. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
ক) সরলকোণ
খ) পূরক কোণ
গ) সূক্ষ্মকোণ
ঘ) স্থুল কোণ

৭০. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটি ক্ষেত্রফল কত?
ক) ৬৪ বর্গমিটার
খ) ৭৪ বর্গমিটার
গ) ৮৪ বর্গমিটার
ঘ) ৯৪ বর্গমিটার

৭১. একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪ এয়র। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২ হলে ঐ জমির পরিসীমার পরিমাপ কত?
ক) ২০০ মিটার
খ) ১৫০ মিটার
গ) ১০০ মিটার
ঘ) কোনটিই নয়

৭২. log2+log4+log8+…….. ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
ক) 45log2
খ) 55log2
গ) 60log2
ঘ) 65log2

৭৩. লগারিদমের প্রবর্তন করেন কে?
ক) নিউটন
খ) জন মউসলি
গ) প্রসপার একার্ট
ঘ) জন নেপিয়ার

৭৪. ১+৩+৫+………..+১৯=কত হবে?
ক) ৯৮
খ) ৯৯
গ) ১০০
ঘ) ১০১

৭৫. ৩২ এবং ৬৪ এ ভাজক সংখ্যার পার্থক্য কত?
ক) ০
খ) ১
গ) ২
ঘ) ৩
সাধারণ জ্ঞান
৭৬. ধানের বাদামী রোগ হয়-
ক) ছত্রাক দ্বারা
খ) ব্যাকটেরিয়া দ্বারা
গ) ভাইরাস দ্বারা
ঘ) ব্যাকটেরিওফাজ দ্বারা

৭৭. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
ক) মাইট্রোকন্ড্রিয়া
খ) নিউক্লিয়াস
গ) ক্রোমসোম
ঘ) লিউকোপ্লাস্ট

৭৮. আলজেরিয়ার রাজধানীর নাম কি?
ক) আলজিয়ার্স
খ) বাকু
গ) রিয়াদ
ঘ) তিরানা

৭৯. ‘টাইমস’ কোন দেশের সংবাদপত্র?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) অস্ট্রেলিয়া
ঘ) কানাডা

৮০. ‘ইউরোপের দ্বার’ বলা হয়-
ক) ভিয়েনা
খ) লন্ডন
গ) রোম
ঘ) বন

৮১. শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
ক) হাঙ্গর
খ) পেঙ্গুইন
গ) কবুতর
ঘ) ব্যাঙ

৮২. উদ্ভিদ বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
ক) ওডোমিটার
খ) ট্যাকোমিটার
গ) ক্রেসকোগ্রাফ
ঘ) ক্রনমিটার

৮৩. টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
ক) সিরামিক চুম্বক
খ) অস্থায়ী চুম্বক
গ) সংকর চুম্বক
ঘ) ধাত চুম্বক

৮৪. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
ক) স্ট্র্যাটোস্ফিয়ার
খ) ট্রপোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার
ঘ) ওজোন লেয়ার

৮৫. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো, কিন্তু বর্তমানে নেই?
ক) ইসরাইল
খ) তাইওয়ান
গ) মঙ্গোলিয়া
ঘ) হংকং

৮৬. কোন কম্পিউটারে CPU ভিন্ন থাকে?
ক) সুপার কম্পিউটারে
খ) মাইক্রো কম্পিউটারে
গ) মেইনফ্রেম কম্পিউটারে
ঘ) পার্সোনাল কম্পিউটারে

৮৭. সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত কী?
ক) দুর্নীতি
খ) নিয়মনীতির অনুসরণ
ঘ) স্বেচ্ছাচারিতা

৮৮. “মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ”-এ সংজ্ঞাটি কার?
ক) ফ্রাঙ্কেল
খ) ম্যাককরনী
গ) ম্যাকাইভার
ঘ) পামফ্রে

৮৯. পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থান করলে তাকে কী বলে?
ক) সূর্যগ্রহণ
খ) চন্দ্রগ্রহণ
গ) পূর্ণিমা
ঘ) অমাবস্যা

৯০. “নাগার্নো কারাবাখ” হলো একটি-
ক) ছিটমহল
খ) সমরকেন্দ্র
গ) গোয়েন্দা সংস্থা
ঘ) বিদ্রোহী দল

৯১. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক) ইউরাল পর্বতের দক্ষিণে
খ) সাইবেরিয়ায়
গ) সোভিয়েত রাশিয়ার
ঘ) ককেশাশ অঞ্চলে

৯২. বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) এস এম সুলতান
ঘ) রফিকুন্নবী

৯৩. কোন ব্যক্তির জবাববন্দি রেকর্ড করা হয়?
ক) ১৫৪ ধারায়
খ) ১৫৮ ধারায়
গ) ১৬৪ ধারায়
ঘ) ১০১ ধারায়

৯৪. নদী ছাড়া ‘মহানন্দা’ কী?
ক) তরমুজ
খ) আম
গ) সরিষা
ঘ) বাঁধাকপি

৯৫. বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
ক) ৫ মাস
খ) ৬ মাস
গ) ৭ মাস
ঘ) ৮ মাস

৯৬. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম থানা-
ক) সাভার, ঢাকা
খ) বেগমগঞ্জ, নোয়াখালী
গ) ফতুল্লা, নারায়ণগঞ্জ
ঘ) চৌদ্দগ্রাম, কুমিল্লা

৯৭. বাংলাদেমে প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কী?
ক) সিস্ফরা
খ) ফ্লোরা
গ) অন্সরা
ঘ) টুম্পা

৯৮. বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম কী?
ক) ক্ষমতাসীন দলের নেতার শাসন
খ) দলীয় শাসন
গ) গুটি কয়েক নেতার শাসন
ঘ) কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির শাসন

৯৯. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) সাংস্কৃতিক

১০০. সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কোনটি?
ক) ই-গভর্ন্যান্স
খ) ই-গণতন্ত্র
গ) ই-লানিং
ঘ) ই-প্রকিউরমেন্ট


সংগৃহিতঃ- Raysul Islam Redoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]