Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4118
১৫১.ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে বলে –
-ফরমেট
১৫২.দশমিক সংখ্যায় কোন অংকের স্থানীয় মান প্রকাশ করা হয় –
-১০-এর ঘাত দ্বারা
১৫৩.দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অংক হলো –
-১০টি
১৫৪.Y-2K-এর K মানে -
-১০০০
১৫৫.কোনটি অ্যাপ্লিকেশন প্যাকেজ -
-LOTUS
১৫৬.নিচের কোনটি ডাটাবেজ প্রোগ্রাম?
-Access
১৫৭.বর্তমানে সর্বাধিক প্রচলিত স্মার্টফোন হলো –
-গুগলের অ্যান্ড্রয়েড
১৫৮.বিশ্বের প্রথম স্মার্টফোন হলো –
-আইবিএম সাইমন
১৫৯.দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয় -
-GSM স্ট্যান্ডার্ড
১৬০.বাংলাদেশ মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান –
-৬টি
১৬১.√3 সংখ্যাটি কী সংখ্যা –
-একটি অমূলদ সংখ্যা
১৬২.জাফর ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে, জাফর ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
-৪৯৫ টাকা
১৬৩.২০ টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
-২০%
১৬৫.x²-(a+1/a) x+1-এর উৎপাদক নির্নয় কর -
-(x-a) (x-1/a)
১৬৬.x>y এবং z<0 হলে, নিচের কোনটি সঠিক?
-xz< yz
১৬৭.(x-y, 3) = (0, x+2y) হলে, (x, y) =কত?
-(1, 1)
১৬৮.3.2^n- 4.2^n-2=কত?
-2^n+1
১৬৯.বিশেষ ক্রমানুসারে সাজালে ১৩, ১৭, ২৫, ৪১, ---- এর পরবর্তী সংখ্যা কত?
-৭৩
১৭০.দুটি কোন পরস্পর সমান এবং এদের একটি বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ?
-এরা পরস্পর সমান্তরাল
১৭১.২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু নয়?
-২৬,৭৭,১৪৩,১৫৩
১৭২.A ও B এর বর্তমান বয়সের অনুপাত ৬:৪। ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ৫:৩ ছিল। বর্তমানে কার বয়স কত?
-৩০, ২০
১৭৩. ক্লাব A এর ২০ জন B এর ২৪ জন সদস্য আছে। যদি ৬ জন সদস্য উভয় ক্লাবেই থাকে, তবে দুই ক্লাবের সর্বমোট সদস্য সংখ্যা কত?
-৩৮
১৭৪.১, ২, ৩, ৪, ৫, ৬ অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে ৪ অঙ্কের কতকগুলো ভিন্ন সংখ্যা হবে?
-৩৬০
১৭৫.’ECONOMICS’ শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়?
-90270
১৭৬.সার্কাস দেখতে গিয়ে আপনি আপনার পাশে বিবাহিত এক বন্ধুকে দেখলেন, বন্ধুটি অন্য এক মেয়ে বন্ধুকে নিয়ে বেড়াচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করবেন?
-বন্ধুকে তার স্ত্রী ও পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন
১৭৭.DETOXIFICATION: POISON: :
-refinement: ore
১৭৮.নিচের কোনজন অন্যদের থেকে আলাদা?
-আব্দুস সামাদ আজাদ
১৭৯. ---- যেসব শৈশবের সাথে সম্পর্কিত, বয়:সন্ধিকালে তেমনেই -------- এর সাথে সম্পর্কিত।
-শিশুকাল – পরিপক্বতা
১৮০.Blood flow is ---- by the heart.
-controlled
১৮১.আপনার সহপাঠী একজন মেধাবী ছাত্র, গত টার্মে এ পেয়েছে। আপনি দেখলেন কোনো এক পরীক্ষায় ছাত্রটি নকল করেছে, আপনি কি করবেন?
-বলবেন নকল করা আত্মমর্যাদাহানিকর
১৮২.৫, ৭, ১৬, ২০, ১০, ১৪, ৮,?
-১০
১৮৩.কোনটি শুদ্ধ?
-ক্ষুন্ন
১৮৪.কোনটি ভিন্ন?
-আলু
১৮৫.ধারার পরবর্তী চিহ্ন কি হবে?
া, ি, ী –
=ু
১৮৬. একদিন হালিমা ও নাছিমা নামের দুটো মেয়ে হেটে স্কুলে যাচ্ছে। তন্মধ্যে একটি লোক তাদের পরিচয় জানতে চাইল। হালিমা বলল নাছিমা আমার আপন বোন নয়। তার মায়ের বাবা আমার মায়ের চাচা। তাহলে হালিমা নাছিমার কি হয়?
-খালতো বোন
১৮৭.৫২%=?
-১৩/২৫
১৮৮.আপনার প্রতিবেশীর দুটি ছেলেকে আপনি একটি দোকানে চুরি করতে দেখলেন। আপনি তখন কি করবেন?
-ছেলেদেরকে চুরি করা মাল ফেরত দিতে বলবেন
১৮৯. A, ?, T, B, M, ?, S, S
-T, X
১৯০.It is impossible for a toy store ___.
-not a attract children
১৯১.যার অভাবে সমাজে অবক্ষয় দেখা যায় –
-মূল্যবোধ
১৯২.মানুষের মূল্যবোধ গঠনের বড় নিয়ামক –
-ধর্ম
১৯৩.সুশাসন এক ধরনের –
-মূল্যবোধ
১৯৪.সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় –
-নেতার অভাব
১৯৫.মূল্যবোধকে দৃঢ় করে –
-শিক্ষা
১৯৬.মূল্যবোধ মানুষের যে আচরণ নিয়ন্ত্রণ করে –
-বাহ্যিক
১৯৭.বর্তমানে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা –
-গণতন্ত্র
১৯৮.রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতি –
-স্বৈরাচারের উৎপত্তি ঘটায়
১৯৯.মূল্যবোধ যাদের দ্বারা অনুমোদিত –
-সমাজের বৃহৎ অংশ
২০০.মূল্যবোধকে আইনের ভিত্তি বলার কারণ –
-মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1397 Views
    by tamim
    0 Replies 
    1476 Views
    by afsara
    0 Replies 
    1303 Views
    by afsara
    0 Replies 
    1347 Views
    by afsara
    0 Replies 
    480 Views
    by romen