Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4097
১০১.বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস –
-৩ মে
১০২.আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে বলা হয় –
-গোল্ডেন ক্রিসেন্ট
১০৩.আফসোর লিকস, পানামা পেপারস, প্যারাডাইস পেপারস কেলেঙ্কারী প্রকাশকারী অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থার নাম কী?
-ICIJ
১০৪.সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা –
-দ্রাবিড়গণ
১০৫.জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী পুলিশ শান্তিরক্ষী বাহিনী কাজ করছে কোথায়?
-লাইবেরিয়া
১০৬.’মিডিয়া মোগল’ হিসেবে পরিচিত –
-রুপার্ট মারডক
১০৭.লাটবিয়া, এস্তোনিয়া, ও লিথুনিয়া – এ তিনটি স্টেটকে একত্রে বলা হয় –
-বাল্টিক স্টেটস
১০৮.’ইন্তিফাদা’ বলতে কি বোঝায়?
-অভ্যুত্থান
১০৯.চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম –
-স্পেন
১১০.কোন রাষ্ট্রটি ন্যাটো সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নয়?
-যুক্তরাষ্ট্র
১১১.মিয়ানমারের পার্লামেন্টের নাম –
-পিথু হুটার্ড
১১২.আফগানিস্তানে কয়টি সমুদ্রবন্দর আছে –
-একটিও না
১১৩.সাসটেইন্যাবেল মুভমেন্ট কোন দেশভিত্তিক সংগঠন?
-যুক্তরাষ্ট্র
১১৪.’চেম্বার’ কোন দেশের পার্লামেন্ট?
-ফ্রান্স, ব্রিটেন, চীন, কোনটিই নয়।
১১৫.ক্রিকেটের নিয়মাবলি রচনা ও প্রবর্তন করে কোন প্রতিষ্ঠান?
-এমসিসি
১১৬.রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্ততা করেছে কোন সংস্থা?
-আনসার
১১৭.বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতির মূল চালিকা শক্তি হলো –
-বৈদেশিক বাণিজ্য
১১৮.যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এর প্রথম বাংলাদেশি কংগ্রেসম্যান –
-হাসিম ক্লার্ক
১১৯.জতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা
১২০.আন্তর্জাতিক রেডক্রস সংস্থার বর্তমান অফিসিয়াল লোগো কোনটি?
-রেডক্রস
১২১.ঘোড়াশাল যে নদীর তীরে অবস্থিত –
-শীতলক্ষ্যা
১২২.আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী –
-সাঙ্গু
১২৩.কাওড়াকান্দি ফেরিঘাট যে জেলায় অবস্থিত –
-মাদারীপুর
১২৪.হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ –
-U আকৃতির উপত্যকা
১২৫.যে দূর্যোগটি শুধু মাত্র সাগরে দেখা যায় –
-সুনামি
১২৬.আলুটিলা পাহাড় অবস্থিত –
-খাগড়াছড়ি
১২৭.ভারত-পকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা ‘র‌্যাডক্লিফ লাইন’ নিরূপিত হয় –
-১৯৪৭ সালে
১২৮.বিখ্যাত আবু মুসা দ্বীপ অবস্থিত –
-পারস্য উপসাগরে
১২৯.’গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত –
-কানাডা
১৩০.যুক্তরাজ্য কর্তৃক ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঝড়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম –
-অপারেশন মান্না
১৩১.ডিম ও দুধে নেই –
-সি
১৩২.সাবানের রাসায়নিক নাম –
-সোডিয়াম স্টিয়ারেট
১৩৩.উত্তাপ প্রয়োগে কোন বস্তুর আয়তন কমতে থাকে –
-পানি
১৩৪.বিশুদ্ধ পানির ধর্ম কোনটি –
-বর্ণহীন
১৩৫.পনির তৈরিতে কোনটি ব্যবহৃত হয় –
-ছত্রাক
১৩৬.পাকা কলার উপাদান –
-অ্যামাইল এসিটেড
১৩৭.কোন ধাতুটি তরল?
-পারদ
১৩৮.শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার?
-মাধ্যম
১৩৯.সোডিয়াম সিলিকেট সাবানকে কি করে?
-শক্ত
১৪০.সর্বভূক জাতীয় মাছ হলো –
-মাগুর
১৪১.’সারিন’ কি?
-এক প্রকার রাসায়নিক অস্ত্র
১৪২.সবচেয়ে উচ্চ ফলনশীল ধান –
-মালা ইরি
১৪৩.কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে –
-ভিটামিন কে
১৪৪.রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ যা –
-তেজস্ত্রিয়
১৪৫.কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ –
-লবণ
১৪৬.যেটিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পিউটার তথ্য তৈরি করে তা হলো –
-ডেটা
১৪৭.যেসব নেটওয়ার্ক দূরবর্তী স্থান সমূহের জন্য করা হয় তাকে বলে –
-WAN
১৪৮.ইউনিকোড মূলত –
-২ বাইটের কোড
১৪৯.নট গেইট ইনপুট থাকে –
-একটি
১৫০.স্টিভ জবস উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ছাড়াও যে ক্ষেত্রে অবদান রাখেন –
-সাহিত্য
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5619 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]