Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#4059
১.কোনটি শুদ্ধ প্রয়োগের উদাহরণ?
-তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন
২.কোনটি বচনঘটিত অশুদ্ধি?
-যাবতীয় প্রাণীকুল
৩.কোনটি অশুদ্ধ বাক্য?
-দশচক্রে ঈশ্বর ভূত
৪.কোনটি ‘বন’ শব্দের সমার্থক নয়?
-উৎপল
৫.Aliance এর পারিভাষিক অর্থ –
-মৈত্রীজোট
৬.গ্রিক শব্দ কোনটি?
-দাম
৭.’চাকরানি’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
-আনি
৮.’পান’ শব্দটির বিশেষণ –
-পানীয়
৯.সঠিক বিপরীতার্থক শব্দযুগল –
-জঙ্গম-স্থাবর
১০.সরল বাক্যের উদাহরণ –
-আমাদের সাধ্য না থাকলেও সাধ ছিল
১১.সম্রাট এর সন্ধিবিচ্ছেদ –
-সম্+রাট
১২.মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্ট্রান্ত –
-হাসিমাখা
১৩.’শোক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
-√শু+ঞ
১৪.কোনটি বিশেষণ?
-জীবনী
১৫.বিসর্গ বর্ণটি কোন বর্নের রূপান্তর?
-হ
১৬.অন্নদামঙ্গল কাব্য রচনা করেন –
-ভারতচন্দ্র রায়গুনাকর
১৭.মহাকবি আলাওল যে যুগের কবি –
-মধ্যযুগ
১৮.যে মুসলমান শাসক বাংলায় অন্ধকার যুগ কাটিয়ে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করে –
-ইলিয়াস শাহ
১৯.মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম –
-দ্বিজ বংশীদাস
২০.বাংলাভাষায় প্রথম লাইলি মজনু কাব্য রচনা করেন –
-দৌলৈত উজির বাহরাম খান
২১.বৈরতক, কুরুক্ষেত্র, এবং প্রবাস এ ত্রয়ী মহাকাব্য রচনা করেন –
-নবীনচন্দ্র সেন
২২.মাগো ওরা বলে কবিতাটির কবি –
-আবু জাফর ওবায়দুল্লাহ
২৩.বিচিত্র চিন্তা যে জাতীয় রচনা –
-প্রবন্ধ
২৪.সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় রচনাটি একটি –
-কাব্যনাট্য
২৫.’নদী ও নারী’ রচনা করেন –
-হুমায়ুন কবির
২৬.একাত্তরের হৃদয়ভস্ম উপন্যাসটির রচয়িতা –
-আবুবকর সিদ্দিক
২৭.’কেরামত মঙ্গল’ নাটকটির রচয়িতা –
-সেলিম আল দীন
২৮.পৃথিবীর সবকটা সাদা কবুতর/ইহুদী মেয়েরা বেধে পাঠিয়েছে মার্কিন জাহাজে। পঙক্তিটির রচয়িতা –
-আল মাহমুদ
২৯.বাংলাদেশের কবিদের কবি বলা হয় –
-নির্মলেন্দু গুণ
৩০.মাঝিদের সংগ্রামী জীবন নিয়ে সেলিনা হোসেনের রচিত উপন্যাস –
-পোকামাকড়ের ঘরবাড়ি
৩১.রাজবন্দীর রোজনামচা নামক স্মৃতিকথাটির রচয়িতা –
-শহীদুল্লাহ কায়সার
৩২.’সব্যসাচী লেখক’ নামে পরিচিত –
-সৈয়দ শামসুল হক
৩৩.’সনাতন পাঠক’ কোন সাহিত্যের ছদ্মনাম?
-সুনীল গঙ্গোপাধ্যায়
৩৪.আখতারুজ্জামান ইলিয়াস এর প্রথম প্রকাশিত উপন্যাস –
=চিলেকোঠার সেপাই
৩৫.সামন্তবাদ ও ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে শামসুদ্দীন আবুল কালামের রচিত উপন্যাস –
-আলমনগরের উপকথা
৩৬.If I had known you were coming ---.
-I would have gone to the station
৩৭.Identify the clause of the underlined portion: we eat in order that we live.
-adverbial clause
৩৮.Which phrase contains words opposed to each other in meaning?
-Reproduction and death
৩৯.“Knowledge is boundless” is a ---- sentence.
-simple
৪০.A person whose ‘head’ is in the ‘clouds’ is ---
-a day dreamer
৪১.Identify the correct sentence:
-She had faith in and hopes for the future
৪২.Choose the correct spelling:
-conscientious
৪৩.A synonym for ‘resentment’ is:
-anger
৪৪.The captain left the boat, because it ----
-turned over
৪৫.With which word is ‘or’ suffix added?
-mediate
৪৬.Three-fourths of work___ finished.
-has been
৪৭.We waited until the plane ---
-took off
৪৮.I have read the book --- you lent me.
-that
৪৯.The word ‘Euphemism’ means ---
-description of a disagreeable thing by an agreeable name
৫০.Anger, ever, when it is ---- has one virtue, it overcomes ----.
-inevitable - desire
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]