Page 1 of 1

৪১ তম বিসিএস প্রিলিমিনারী মডেল টেস্ট: ১৬ পার্ট-০৪

Posted: Sun Nov 01, 2020 10:27 am
by awal
১৫১.ওয়েব পেজের URL-কোনটি যুক্ত করলে নিরাপদ থাকে?
-https
১৫২.ট্রানজিস্টরভিত্তিক প্রথম মিনি কম্পিউটার -
-PDP-8
১৫৩.কম্পিউটার কাজের ভুল ফলাফল দেওয়াকে বলে –
-GIGO
১৫৪.একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে?
-২ কোটি
১৫৫.পরম নামে সুপার কম্পিউটার তৈরি করে যে দেশ –
-ভারত
১৫৬.মোবাইল ফোনকে বলা হয় –
-সেলফোন
১৫৭.ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
-আউট সোর্সিং
১৫৮.ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান –
-৫টি
১৫৯.বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড অবস্থিত –
-খুলনা
১৬০.বর্তমানে জনপ্রিয় হটস্পট প্রযুক্তি হলো –
-ওয়াইফাই
১৬১.নিচের কোনটি মূলদ সংখ্যা?
-3√27
১৬২.(√25+√25) ²=?
-100
১৬৩.৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
-৫৬.০
১৬৪.x²-3x-2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে -
-2
১৬৫.X+y=2 এবং x²+y²=4 হলে x³+y³ এর মান কত?
-8
১৬৬.2x^4-5x³+6x²-5x+2 এর একটি উৎপাদক -
-x-1
১৬৭.1+1/3+1/9+----ধারাটির কত তম পদের মান 1/729?
-৭ম
১৬৮.Log2√6+log2√2/3=কত?
-1
১৬৯.x/2+y/3=1, x/3+y/2=1 সমীকরণ দ্বয়ে (x, y) =কত?
-6/5, 6/5
১৭০.নিচের কোন অসমতাটি ভুল?
-১/৩<১/৭
১৭১.১০ এর ৩০% কোন সংখ্যার ১০% এর সমান?
-৩০
১৭২.সসল সুদের হার শতকরা কত হলে ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
-২৫%
১৭৩.ক্লাব A তে 20 জন এবং B তে 28 জন সদস্য আছে। যদি দুটো ক্লাবে 45 জন সদস্য থাকে তবে উভয় ক্লাবে কতজন সদস্য আছে?
-3
১৭৪.‘DOWN’ শব্দটির প্রতিটি অক্ষরকে নিয়ে মোট কতকগুলো শব্দ গঠন করা যায়? (শব্দ অর্থেবোধক হওয়ার প্রয়োজন নেই)
-24
১৭৫.15 জন মানুষ একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেক প্রত্যেকের সাথে সমভাবে কত উপায়ে শুভেচ্ছা বিনিময় করতে পারবে?
-105
১৭৬.‘Recipient’ এর সমার্থক শব্দ -
-beneficiary
১৭৭.নিচের জন্তুগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের?
ঘোড়া, গাধা, জেব্রা, নীল গাই।
-নীল গাই
১৭৮.পেট্রোল ইঞ্জিন মটরগাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কযুক্ত?
-কম্পিউটার
১৭৯.ভারতীয় মুদ্রা রুপি তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
-স্পেন, গ্রিস, ফ্রান্স, সবগুলো
১৮০.মিলির সামনেই রয়েছে খুব চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ । মিলি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আর এ ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে । ঐ ফটোগ্রাফটি কার?
-তার মেয়ের
১৮১.১, ৪, ৮, ৭, ১৫, ১০, ?, ?, ২৯
-২২, ১৩
১৮২.১০ (৩৫)/২ ৭, ১৫ (?)/১২ ৮
-১০
১৮৩.আপনি একটি কিশোরীকে একজন সম্মানীয় লোকের স্ত্রী সম্পর্কে কটু মন্তব্য করতে শুনলেন। আর একজন কিশোরীর মা হিসেবে আপনি কি করবেন?
-মেয়েটির ঐ অশোভন ভাষা ব্যবহার করতে বারণ করবেন
১৮৪.৪, ৬, ১০, ১৮ সংখ্যার সিরিজের পঞ্চম সংখ্যাটি কত?
-৩৪
১৮৫.মীতা, লিলি, বিপুল, মুন্নী, ও মায়া একটি সারিতে উত্তর দিকে মুখ করে দাড়িয়ে । লিপি আর বিপুলের মাঝখানে মিতা। মুন্নী বা দিক দিয়ে লিলির ঠিক পরে। লিলির বা দিক দিয়ে দ্বিতীয়। মায়া সারিটির কোনো একদিক থেকে সকলের শেষে। কে সারির অন্য প্রান্তে রয়েছে?
-মুন্নী
১৮৬.What is the smallest town?
E is smaller than B
B is bigger than A
D is smaller than E
A equal to C
C is smaller than B
-D
১৮৭.৮৩৪৪-এর ১২ ১/২%=কত?
-১০৪৩
১৮৮.যদি ৩=১৮, ৪=৩২, ৫=৫০, ৬=৭২, ৭=৯৮ হয়, তবে ১০=?
-২০০
১৮৯.শূন্যস্থানে শব্দজোড় কী হবে?
ক/অ, খ/আ, গ/ই, ---.
-ঘ/ঈ
১৯০.১১২, ৭, ৩২ ১২৮, ৪, ৬৪ ৫৫, ১১, ?
-১০
১৯১.সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি –
-আইনের অনুশাসন
১৯২.জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ –
-আইনের শাসন
১৯৩.আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা কিসের ওপর নির্ভর করে?
-সুশাসন প্রতিষ্ঠা
১৯৪.সমাজের মূল্যবোধ বিকশিত হয় –
-সুশৃঙ্খলা ও সুনিয়ন্ত্রণের মাধ্যমে
১৯৫.মানসিক গুণাবলির উদাহরণ –
-সৌহার্দ্য
১৯৬.সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবনের শিক্ষা লাভ করে –
-মূল্যবোধসম্পন্ন ব্যক্তি
১৯৭.দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান কারণ –
-ব্যবসায়ী রাজনীতিবিদদের সিন্ডিকেট
১৯৮.সুশাসন ও মূল্যবোধের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান –
ইতিবাচক
১৯৯.সুশাসন জনপ্রসাশনের একটি –
-নব্যসংস্কৃতি
২০০.ব্যক্তি তার জ্ঞান প্রতিভার মাধ্যমে মানবকল্যাণে আগ্রহী হয়ে ওঠে –
-সুশাসন প্রতিষ্ঠিত হলে