Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3865
১৫১.এন্টি ভাইরাস প্রোগ্রাম –
-সিমানটেক
১৫২.অ্যাসেম্বলার কি?
-সফটওয়্যার
১৫৩.একটি কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যয়বহুল অংশ –
-সফটওয়্যার
১৫৪.অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশকে বলে –
-কারনেল
১৫৫.কোন কাজের চিত্রভিত্তিক উপস্থাপনাকে বলে –
-আইকন
১৫৬.যে কৌশল বা প্রযুক্তির মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার-আচরণ বৈশিষ্ট্য গুনাগুণ ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় তাকে বলা হয় –
-বায়োমেট্রিক্স
১৫৭.একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় –
-ম্যানুপুলেশান
১৫৮.গুগলের মূল প্রতিষ্ঠানের নাম –
-অ্যালফোবেট
১৫৯.মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে ছবি ভিডিও ইত্যাদি শেয়ার করার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো –
-ইন্সটাগ্রাম
১৬০.নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
-গাণিতিক কাজ
১৬১.৫% হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
-২৫,০০০ টাকা
১৬২.যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০% শার্ট হয়, তবে কতটি শার্ট নয়?
-৯
১৬৩.কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩,৬,৯,১২, এবং ১৫ দ্বারা নি:শেষে বিভাজ্য হবে?
-১৭৮
১৬৪.(x+3) (x-3) কে x²-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
-(-3)
১৬৫.X+y=17 এবং xy=60 হলে, x-y এর মান কত?
-7
১৬৬.দুইটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫:৭। দ্বিতীয়টির মূল্য ১৭.৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত?
-১২.৭৫ টাকা
১৬৭.36.2^3x-8=3² হলে, x এর মান কত?
-2
১৬৮.X^4-5x³+7x²-a বহুপদীর একটি উৎপাদক x-2 হলে, a এর মান কত হবে?
-4
১৬৯.১, ৩, ৬, ১০, ১৫, ২১, --- ধারার একাদশ তম পদ কত?
-৬৬
১৭০.কোন বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
-২১
১৭১.একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ –
-সূক্ষ্ণকোণ
১৭২.ত্রিভুজ ABC এ AB=CA হলে, নিচের কোনটি সত্য?
-<ABC=<ACB
১৭৩.৫০টি বলের মধ্যে ৩৫টির গায়ে লাল দাগ, ২০টির গায়ে নীল দাগ এবং ১২টির গায়ে নীল ও লাল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল ও নীল কোন দাগই নেই?
-৭টি
১৭৪.’APPLIED’ শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়?
-2520
১৭৫.একটি ফুটবল প্রতিযোগিতায় 153 টি খেলা হয়েছিল । ঐ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত?
-18
১৭৭.If you think one number is wrong in the series, What should that number be?
2 1 3 2 4 3 5 4 5 7 6
-5
১৭৮.বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বিজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য য় র ল শ
-দ
১৭৮.সিরিজে একটি নাম্বার ভুল আছে । সেই নম্বরটি কোনটি?
-২৯
১৭৯.সাড়ে চার হালি ডিমের দাম ১০৮ টাকা হলে, ১১টি ডিমের দাম কত?
-৬৬
১৮০.সৈয়দপুরের সাথে রেলওয়ে ওয়ার্কশপ যেভাবে সম্পর্কিত, খুলনার সাথে তেমনিভাবে কোনটি সম্পর্কিত?
-শিপইয়ার্ড
১৮১.Desensitization শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না?
-institution
১৮২.নিচের কোন সংখ্যাটি ৯ ও ৪ দিয়ে নি:শেষে বিভাজ্য?
-৫২৫৬
১৮৩.২ এর কত শতাংশ ২.৫ হবে?
-১২৫
১৮৪.What number replace the question mark?
5/9=55/?
-99
১৮৫.‘Manifest’ – এর সমার্থক শব্দ কোনটি?
-all of these
১৮৬.কোন স্থান অন্য স্থান হতে আলাদা?
-কেন্দ্রীয় শহিদ মিনার
১৮৭.জ্যামিতিক চিত্রসমূহের শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?
(।) (-) (+) (।।) ?
-(=)
১৮৮.--- সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ।
-বৃহস্পতি
১৮৯.নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না
-নাত জামাই
১৯০.শূণ্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
(৩,৫) (৪.৫,৭.৫) (৬,১০) (?, ১৫)
-৯
১৯১.বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন –
-নৈতিকতা ও মূল্যবোধের চর্চা
১৯২.বাড়িতে ও বিদ্যালয়ে শিশুদের জন্যে সবচেয়ে যেটি বেশি দরকার –
-নৈতিক শিক্ষার গল্প পড়া
১৯৩.তিনিই হলেন সুনাগরিক যিনি –
-বুদ্ধিমান
১৯৪.প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভ করা যে কারণে প্রয়োজন –
-শিক্ষা মানবীয় গুণাবলির বিকাশ ঘটায়
১৯৫.দুর্নীতি দমনে প্রয়োজন –
-স্বাধীন দুর্নীতি দমন কমিশন
১৯৬.সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ পত্রকে হতে হবে –
-স্বাধীন ও নিরপেক্ষ
১৯৭.দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী –
-আইনসভা
১৯৮.যে দেশগুলোতে সুশাসন আবশ্যক –
-উন্নয়নশীল
১৯৯.আইনের দৃষ্টিতে সকল নাগরিক –
-সমান
২০০.সামাজিক মূল্যবোধের যে বানী নিভৃতে কাঁদে –
-বিচারের বাণী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]