Get on Google Play

বিভিন্ন পরীক্ষার সহায়ক মডেল টেস্ট এবং সাজেশন
#3848
১০১.রাশিয়ার যে সংবাদ সংস্থা বিলুপ্ত করা হয় –
-নভোস্তি
১০২.’সাফটা’ স্বাক্ষরিত হয় –
-১৯৯৩ সালে
১০৩.উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী সঙ্গীতজ্ঞ –
-এ.আর.রহমান
১০৪.বিশ্বকাপ ক্রিকেট এ পর্যন্ত কতজন খেলোয়াড় দুই দেশের হয়ে অংশ নিয়েছেন?
-২ জন
১০৫.বিশ্বকাপ দ্রুততম দৌড়বিদ –
-উসাইন বোল্ট
১০৬.জাতিসংঘের কোন মহাসচিব পরবর্তীতে তার দেশে প্রেসিডেন্ট নির্বাচিত হন –
-উথান্ট
১০৭.আন্তর্জাতিক পাট সংস্থা্ এর পরিবর্তিত নাম হলো –
-IJSG
১০৮.সার্কের ১৪টি আসরের প্রত্যেকটিতেই অংশগ্রহণ করেছেন কোন দেশের সরকার প্রধান?
-মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম
১০৯.’লাল কিল্লা’ কোথায় অবস্থিত?
-দিল্লি
১১০.নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয় –
-২০০৬ সালে
১১১.ভুটানে কোন বাহিনী নেই?
-নৌবাহিনী
১১২.বিশ্বকাপ ফুটবলে পাচবার চ্যাম্পিয়ন হয়েছে –
-ব্রাজিল
১১৩.যে দেশে নারীদের গড় আয়ু সবচেয়ে বেশি –
-জাপান
১১৪.বিশ্বে অন্তত কতটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি রয়েছে?
-৬৩ টি
১১৫.মালয়েশিয়ার সংসদের নাম –
-প্রতিনিধি পরিষদ
১১৬.কোনটির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে?
-তথ্যপ্রযুক্তি
১১৭.জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
-দ্বিতীয় জর্জ
১১৮.কোনজন গ্রিসের দার্শনিক নন?
-ভলতেয়ার
১১৯.বিশ্ব অর্থনীতির এক নম্বর পরাশক্তি দেশ –
-চীন
১২০.কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
-সংস্কৃতি
১২১.বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা –
-তেঁতুলিয়া
১২২.এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে –
-৯০॰ পূর্ব দ্রাঘিমা রেখা
১২৩.আজকের যে দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল –
-ইরান
১২৪.’ম্যাকাও দ্বীপ’ যে দেশের কলোনি ছিল –
-পর্তুগাল
১২৫.’No Fly Zone’ অবস্থিত –
-ইরাকে
১২৬.দুই কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখার নাম –
-৩৮ তম অক্ষরেখা
১২৭.বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একটি ভূকম্পনীয় অঞ্চলীয় মানচিত্রে প্রণয়ন করে –
-১৯৭২ সালে
১২৮.পৃথিবীতে মানুষ পাচারের সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত রুট হলো –
-ভূমধ্যসাগর
১২৯.সবচেয়ে ব্যস্ততম সাগর –
-ভূমধ্যসাগর
১৩০.রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় –
-১ হতে ১০ পর্যন্ত
১৩১.উদ্ভিদের নামকরণের জন্য নীতি নির্ধারনী আন্তর্জাতিক দলিল হলো –
-ICBN
১৩২.মানুষের প্রধান খাদ্য কোনটি?
-শর্করা
১৩৩.কোলেস্টরল কী?
-অসম্পৃক্ত অ্যালকোহল
১৩৪.রক্তের তরল অংশকে কি বলে?
-প্লাজমা
১৩৫.হিমোফিলিয়া রোগের বাহক কোনটি?
-মহিলা
১৩৬.১ বছরের কম বয়সী শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা প্রায় –
-১১০/কেজি
১৩৭.যে ভ্যাক্সিনটি লাইভ ভ্যাক্সিন?
-হাম
১৩৮.যে তাপমাত্রার নিচে শিশুর শরীরের তাপমাত্রা নামলে হাইপোথারমিয়া বলা হয় –
-৩৫॰ সেলসিয়াস
১৩৯.উচ্চতাপে তরলের স্ফুটনাঙ্ক –
-বৃদ্ধি পায়
১৪০.থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ –
-অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
১৪১.রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কীসের কাজ করে?
-প্রিজমের
১৪২.ডিএনএ এর নাইট্রোজেন বেস –
- গোয়ানিন
১৪৩.বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
-৯৯.৯৭%
১৪৪.হেনরি বেকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
-তেজস্ক্রিয়তা
১৪৫.মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে –
-ডিএনএ
১৪৬.বানিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার –
-সিডিসি-৬৬০০
১৪৭.চতুর্থ প্রজন্মের কম্পিউটার –
-IBM-PC
১৪৮.Android OS ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
-HTC Dream
১৪৯.ইনপুট ডিভাইস –
-ডিজিটাল ক্যামেরা
১৫০.ইনপুট-আউটপুট ডিভাইস উভয়ই –
-সিডি ড্রাইভ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5615 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]